Viral Video of Dog: মানুষের থেকেও বেশি দায়িত্ববান! ট্রেনের পাদানিতে বসলেই যা করছে এই কুকুর, দেখুন ভিডিও

The video of this dog’s activity at the station is extremely viral: সমাজ মাধ্যমে প্রতিদিন কত রকম ভিডিও ভাইরাল হয়। কোনো ভিডিও যেমন আমাদের হাসায়, আবার কোনো কোনো ভিডিও আমাদের বাস্তবতার শিক্ষা দেয়। সম্প্রতি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি রেলস্টেশনের ভিডিও। যে ভিডিওতে দেখা যাচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে চলে যাচ্ছে একটি ট্রেন। কিন্তু স্টেশনে ট্রেনে যাতায়াত অতি সাধারণ একটি ঘটনা। ভাবছেন তো কেন এটি হঠাৎ ভাইরাল হল? আসলে স্টেশনের প্লাটফর্মে একটি কুকুরের কার্যকলাপের জন্যই ভাইরাল হয়েছে ভিডিওটি (Viral Video of Dog)।

ভাইরাল হওয়া ভিডিও টিতে (Viral Video of Dog) দেখা যাচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে একটি ট্রেন যাচ্ছে এবং প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি কুকুর সেই ট্রেনের দরজায় যাত্রী দের বসে থাকতে দেখলেই তাদের দিকে তেড়ে যাচ্ছে। ভিডিওতে দেখা যাওয়ার ট্রেনটিতে একটি দরজায় একজন যাত্রী বাইরের দিকে কিছুটা ঝুলে বসে রয়েছেন। আর এই ধরনের যাত্রীদের দেখলেই ক্ষেপে উঠছে এবং তাদের দিকে চিৎকার করে ছুটে যাচ্ছে কুকুরটি।

সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিওটি যারা দেখেছেন তাদের মধ্যে দুই রকমের মন্তব্য শোনা গেছে। অনেকেই মন্তব্য করেছেন কুকুরটিকে একটু যত্ন করলে এবং তাকে খাবার দিলে হয়তো তার এরকম আচরণ বন্ধ হবে। আবার অনেকে এই ঘটনার জন্য সরাসরি রেলের উদাসীন মনোভাবকে দায়ী করেছেন। অনেকে মনে করছে কুকুরটি যে ভাবে ক্ষিপ্ত অবস্থায় যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে।

আরও পড়ুন 👉 বন্দে ভারত টানছে তে-পুরনো ইঞ্জিন! ভাইরাল ভিডিও দেখে কারণ জানাল রেল

সোশ্যাল মিডিয়া এই ভিডিওটি দেখে অনেকেই বলেছেন কুকুরটি যে ভাবে চলন্ত ট্রেনের দরজার কাছে বসে থাকা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে রাতে যাত্রীদের কুকুরটির কামড় খাওয়ার সম্ভাবনা যেমন থাকছে, অন্যদিকে ভয় পেয়ে কোনো যাত্রী দুর্ঘটনাও ঘটে যেতে পারে। ফলে বহু মানুষ রেলের তরফ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছেন।

তবে অনেকেই আবার ভাইরাল হওয়া এই ভিডিওটিকে (Viral Video of Dog) মজার ছলেই গ্রহণ করেছেন। তাই ভিডিওটির কমেন্ট বক্সে নানা মজাদার কমেন্ট ভরে উঠেছে। একজন কমেন্ট করে এই কুকুরটিকে স্টেশনের ‘ফুট বোর্ড এক্সপার্ট’ বলে সম্বোধন করেছেন। আবার একজন লিখেছেন “খুব কঠিন কাজ। উপযুক্ত বেতন দেওয়া উচিত”।