Viral Video: দিল্লিগামী এক্সপ্রেসে উপভোগ করতে পারবেন ঝর্ণার দৃশ্য, তবু তাই নিয়ে কটাক্ষের শিকার দেশের রেলমন্ত্রী

Prosun Kanti Das

Published on:

Advertisements

Viral Video: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন বহু জিনিস আছে যা আমাদের প্রতিনিয়ত চোখে পড়ে। দেশ বিদেশের একাধিক জিনিস যা ঘরে বসেই আমরা উপভোগ করতে পারি। বহু অদ্ভুত জিনিসও দেখতে পাই যা আগে কখনো দেখা সম্ভব হয়নি। আসলে সোশ্যাল মিডিয়া গোটা বিশ্বকে একেবারে হাতের মুঠোয় এনে দিয়েছে। আজকের প্রতিবেদনের আমরা দেখতে পাব ভারতীয় রেলের কিছু অদ্ভুত ঘটনা।

Advertisements

ট্রেনে বসেই যদি ঝর্ণার মত প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা যায় তাহলে তো কথাই নেই। ভাবছেন এও কি সম্ভব? কিন্তু এই অসম্ভব সম্ভব হয়ে দাঁড়িয়েছে নিজ়ামউদ্দিন এক্সপ্রেসে। এমনিতেই একাধিক ট্রেন দুর্ঘটনার কারণে কটাক্ষের শিকার হতে হচ্ছে ভারতীয় রেল তথা রেলমন্ত্রীকে। তারপর যদি ট্রেনের মধ্যে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্নের আঙুল উঠবে ভারতীয় রেলের দিকে। একটি ভিডিওতে (Viral Video) এমনই দৃশ্য ফুটে উঠেছে।

Advertisements

মধ্যপ্রদেশ থেকে দিল্লির উদ্দেশে ট্রেনটি ছুটে চলেছে। তবে যাত্রীরা মোটেই সন্তুষ্ট নয়, ট্রেনের কামরায় যাত্রীরা রীতিমতো বিরক্তি হয়ে বসে আছেন। আসলে ট্রেনের ভিতরে ঝর্ণার জল ঝরে চলেছে। বিরোধী পক্ষ কংগ্রেস রেলমন্ত্রককে কটাক্ষ করে বলেছেন, ট্রেনের কামরায় যাত্রীদের বিনামূল্যে ঝর্ণা পরিষেবা দিচ্ছে। গত সোমবার সন্ধ্যায় কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে যে ভিডিয়ো (Viral Video) পোস্ট করা হয়েছে তার থেকেই দেখা যাচ্ছে এই দৃশ্য।

Advertisements

আরো পড়ুন: হাতুড়ির আঘাতে ফাটল ধরল বন্দে ভারতের জানলায়, ভাইরাল ভিডিও ঘিরে দেখা দিল চাঞ্চল্য

ভিডিয়োতে (Viral Video) স্পষ্ট দেখা যাচ্ছে, ট্রেনের একটি এসি কামরার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র খারাপ হয়ে অনবরত জল পড়ছে। এই ঘটনাকেই ঝর্ণার সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই ঘটনার জন্যই কটাক্ষ করে বলা হয়েছে, মন্ত্রীমশাই, কী দারুণ ব্যাপার। ট্রেনের যাত্রীদের এখন থেকে ঝর্ণার পরিষেবাও দেওয়া হচ্ছে। এই অদ্ভুত ঝর্ণাটি দেখা গেছে জবলপুর নিজামউদ্দিন এক্সপ্রেস ট্রেনে। যাত্রীরা ট্রেনে যাত্রা করার পাশাপাশি ঝর্ণার দৃশ্য উপভোগ করতে পারবেন।

জবলপুর রেলের এক আধিকারিক এর বিষয়টি চোখে পড়ায় তিনি জানিয়েছেন, গন্তব্যস্থলে পৌঁছনোর পর খারাপ হয়ে যাওয়ার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রটি ঠিক করা হবে। জানা যায়, মধ্যপ্রদেশ থেকে জবলপুর নিজামউদ্দিন এক্সপ্রেস ট্রেনটি রওনা দিয়েছিলো দিল্লির উদ্দেশ্যে। যাত্রাপথে ওই ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি বিকল হয়ে যাওয়ায় সেখান থেকে জল পড়তে শুরু করে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিয়ো দেখে এক নেটাগরিক মন্তব্য করেছেন, আশা করি রেল কর্তৃপক্ষ ঝর্ণার জন্য কোন আলাদা ভাড়া নেবেন না। তবে যাত্রীদের সাবধানে থাকতে হবে।

Advertisements