Viral Video of Mahakumbh: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তরুণীর ভিডিও, ভিডিও ভাইরাল হতেই তুমুল হৈচৈ নেট পাড়ায়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Viral Video of Mahakumbh: ফের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তরুণীর ভিডিও। মাঝেমাঝেই আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে ছবি, ভিডিও ইত্যাদি পোস্ট করে থাকি। অনেকে আবার কমেন্ট, লাইকও করেন সেগুলোতে। কেউ কেউ শেয়ারও করেন। এভাবেই অনেক ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

Advertisements

গত ২৬শে জানুয়ারি শেষ হলো মহাকুম্ভ মেলা। প্রথম দিন থেকেই ভক্তদের ভীড় উপছে পড়ছিল। দেশ-বিদেশ থেকে বহু মানুষের সমাগম হয় এই মেলায়। নদীসঙ্গমে স্নান করে মোক্ষের পথ প্রস্তুত করতে চান পুন্যার্থীরা। সম্প্রতি কুম্ভ মেলার বেশ কিছু ঘটনা নজরও কেড়েছে মানুষের। এরকমই এক তরুণীর ঘটনা ভাইরাল (Viral Video of Mahakumbh) হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

ভিডিওটি গত ২৬ শে জানুয়ারি সামুএলিনা৪৫ নামে একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে। পোস্ট হওয়ার সাথে সাথেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি (Viral Video of Mahakumbh)। ভিডিও দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেট নাগরিকরা। তরুণীর এরকম উদ্যোগ কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। তরুণীর কাণ্ডে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে। বিতর্ক তৈরি হয়েছে একাধিক।

Advertisements

আরও পড়ুন: বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন যুবক, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও

ঠিক কি দেখা যাচ্ছে ভিডিওতে? ভাইরাল সেই ভিডিয়োয় (Viral Video of Mahakumbh) দেখা গিয়েছে, ছোট্ট একটি তোয়ালে পরে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমের কাছে ঘুরছেন এক তরুণী। তোয়ালে পরেই গঙ্গা, যমুনা এবং  সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে স্নান করেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তারপরেই উঠেছে নিন্দার ঝড়। এভাবে জনসমক্ষে লাখ লাখ মানুষের ভিড়ে তোয়ালে পরে ঘোরাফেরা ও স্নান করার জন্য  তীব্র সমালোচনার মুখে পড়েছেন তরুণী। ভিডিয়োটি দেখে নেটাগরিকরা চরম ক্ষেপে উঠেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Kali (@samuelina45)

মহাকুম্ভে তোয়ালে পরে কিছুক্ষণ ঘোরাফেরা করেন ওই তরুণী। তারপর তোয়ালে পরেই  পুণ্যস্নান করেন। তরুণীর এহেন আচরণে বিশ্বাসের অবমাননা করা হয়েছে অন্যান্য পুণ্যার্থীদের, এমনটাই দাবি করেছেন তারা। তাই মুহূর্তে এই ভিডিওর জন্য সমাজমাধ্যমে হইচইও পড়ে যায়। তারা জানিয়েছেন, বেশিরভাগ পুণ্যার্থীই ঐতিহ্যবাহী পোশাকে স্নান করেন। তাই তরুণীর এই ধরনের কাণ্ড পছন্দ করছেন না কোনভাবেই। অন্য এক জন আবার লিখেছেন, মহাকুম্ভ এমন একটি ধর্মীয় অনুষ্ঠান যা সনাতন সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত স্নান, দান এবং ধ্যান করতে আসেন মহাকুম্ভে। কুম্ভের প্রতিটি মুহূর্ত আধ্যাত্মিক শক্তিতে ভরা। তাই তরুণীর এরকম ঔদ্ধত্য কোনোভাবেই বরদাস্ত করা যাবে না।

Advertisements