নিজস্ব প্রতিবেদন : বহু মানুষ রয়েছেন যারা অবসর সময় পেলেই ঘুরতে যেতে পছন্দ করেন। তবে পর্যাপ্ত টাকা না থাকার কারণে তারা অনেক সময় তাদের এই ইচ্ছে পূরণ করতে পারেন না। এবার এই ইচ্ছে পূরণ করার ক্ষেত্রে দারুণ এক সুযোগ করে দিচ্ছে একটি বিমান সংস্থা। এই অফার রীতিমত অবিশ্বাস্য এবং অবাক করা।
ওই বিমান সংস্থার এই অফারে মাত্র ৯ টাকায় ভিয়েতনাম যাওয়ার সুযোগ পাবেন যাত্রীরা। অবাক করা এমন অফার আনা হয়েছে ভিয়েতনামের বিমান সংস্থা VietJet Air এর তরফ থেকে। এই অফার সম্পর্কে ওই বিমান সংস্থার ওয়েবসাইটে যাবতীয় শর্ত সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে।
ওই বিমান সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভারত থেকে ভিয়েতনাম যাওয়ার জন্য যাত্রীদের খরচ পড়বে মাত্র ৯ টাকা। ডিসেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত এই অফার রয়েছে এবং এর জন্য টিকিট বুকিং করতে হবে বুধ, বৃহস্পতি এবং শুক্রবার। টিকিটের মূল্য ৯ টাকা হলেও এয়ারপোর্ট ট্যাক্স ও সারচার্জ আলাদা আলাদা থাকছে। ভারতের যেকোনো শহর থেকে ভিয়েতনামের যে কোন শহর যাওয়ার জন্য এই অফার রয়েছে।
এই অফার চালু হয়েছে গত ১৫ আগস্ট থেকে। তবে ওই বিমান সংস্থা সরকারি ছুটি এবং পিক সিজন টাইম বাদে অফার দেওয়ার ঘোষণা করেছে। পিক সিজন টাইম উভয় দেশের ক্ষেত্রেই ধরা হয়ে থাকে। তবে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই টিকিট কাটলে কোনভাবেই রিফান্ড করার ব্যবস্থা থাকে না। ক্রেডিট কার্ডের মধ্য দিয়েও টিকিট বুকিং করা যেতে পারে।
ভ্রমণের ক্ষেত্রে আকর্ষণীয় যে সকল দেশগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি দেশ হলো ভিয়েতনাম। এখানেই রয়েছে ফু কিউক দ্বীপ। এই দ্বীপে যারা ভ্রমণ করতে আসেন তাদের ৩০ দিন পর্যন্ত কোনো রকম ভিসা লাগে না। সুতরাং কপাল ভালো থাকলে ওই বিমান সংস্থার বিমানে মাত্র ৯ টাকায় ভিয়েতনামের এই দ্বীপে পৌঁছানো যেতে পারে কোনরকম ভিসা ছাড়াই।