৩০ বছর পর দেখা মিললো হরিণের মত বিরল প্রজাতির প্রাণীর

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুখটা অনেকটা ইঁদুরের মত, অথচ ইঁদুর নয়, আবার চেহারা হরিণের মত। ৩০ বছর পর দেখা মিললো এমনই এক হরিণের মতো দেখতে ছোট্ট প্রাণীর। ভিয়েতনাম জঙ্গলে দেখা মিলেছে এই বিরল প্রাণীর।

Advertisements

Advertisements

নেচার ইকোলজি অ্যান্ড ইভোলিউশনের রেকর্ড অনুযায়ী এই প্রাণীর দেখা মিলেছিল ১৯৯০ সালে শেষবারের জন্য। বিরল এই ছোট্ট প্রাণীটির নাম সিলভার ব্যাকড শেভ্রটেইন বা মাউস ডিয়ার। উত্তর-পূর্ব হো চি মিন শহর থেকে ৪৫০ কিমি দূরে ১৯১০ সালে এই ছোট্ট প্রাণীদের প্রথম দেখা মিলেছিল বলে জানা গিয়েছে। কিন্তু ১৯৯০ সালের পর আর এদের অস্তিত্ব নজরে আসেনি। চোরা শিকারিদের দাপটে এই বিরল প্রাণীটি নিরুদ্দেশ হয়ে যায় বলে প্রাণী বিশেষজ্ঞদের মত।

Advertisements

কিন্তু তারপরেও অনেকেই আশা ছাড়েননি এই প্রাণীটির খোঁজের বিষয়ে। এমনই একজন হলেন বায়োলজিস্ট তথা গ্লোবাল ওয়াইল্ডলাইফ কনসারভেশনে কর্মরত আন গুয়েন। তিনি আশা রেখেছিলেন কোথাও না কোথাও দেখা মিলবে এই প্রাণীটির। অবশেষে হাজারো সুলুক-সন্ধানের পর সন্ধান পাওয়া গেল এই বিরল প্রাণীটির।

যে অঞ্চলে এই প্রাণীটির দেখা মিলেছে সেখানে স্থানীয় বাসিন্দারা অনেকেই দাবি করেছিলেন এমন প্রাণীর দেখা পাওয়া গিয়েছে বলে। কিন্তু প্রমান করা যাচ্ছিল না। অবশেষে একটি নির্দিষ্টি অঞ্চলে ৩০টি মোশান-অ্যাক্টিভ ক্যামেরা বাসানো হয়। সেখানেই মাউস ডিয়ার-এর ছবি ধরা পড়ে। হরিণের মতো দেখতে এই ইঁদুর হরিণ দ্রুত ছুটতে পারে। কোন রকম বিপদের আশঙ্কা করলেই চটজলদি গা-ঢাকা দেয়।

Advertisements