‘কেউ আধপেটা, না খেয়ে থাকবে না’, অন্নসত্র খুলে নজির গ্রামের বাসিন্দাদের

প্রদীপ্ত দত্ত : বীরভূমের ছোট্ট গ্ৰাম কীর্ণাহার। গ্ৰামের বেশিরভাগই মানুষই নিম্নবিত্ত আয়ের। লকডাউনের কারণে বন্ধ হয়ে গেছে অনেকের রুজি রোজগার। রেশন থেকে যেটুকু মিলছে তা সঞ্চয় করে রাখছেন দীর্ঘকালীন লকডাউনের আশঙ্কায়। আধপেটা না খেয়ে চলছে জীবন। আধপেটা না খেতে পাওয়া এই মানুষগুলিকে সাহায্য করতে এগিয়ে এসেছে গ্ৰামেরই একদল মানুষ। সেবা সমিতি নামে পরিচিত এই সংগঠনের প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছেন যতদিন লকডাইন চলবে ততদিন গরিব মানুষের জন্য খোলা থাকবে এই অন্নসত্র।

সংগঠনের পক্ষ থেকে অসীম মন্ডল, উমাচরণ দত্ত, সুনীল রায়, কপিল মজুমদাররা জানান, তাঁরা তাঁদের সর্বস্ব দিয়ে এগিয়ে এসেছেন তাদের গ্ৰামের মানুষের জন্য। সংগঠনের সদস্য অসীম মন্ডল জানান, “আমরা যতদিন থাকব এই গ্ৰামের কোন মানুষ আধপেটা, না খেয়ে থাকবে না। খাবারের সঙ্গে সঙ্গে আমরা মাস্কও দিচ্ছি সবাইকে। লকডাউনের সমস্ত নিয়ম মেনে হচ্ছে খাবার প্রস্তুত ও বিতরণ।”

আর সম্পূর্ণ কর্মকাণ্ডে সহযোগিতায় এগিয়ে এসেছে প্রশাসন থেকে গ্ৰামের অনেক মানুষই।
এমন মানবিক দৃষ্টান্তে খুশি প্রশাসন। তাদের বক্তব্য, গ্ৰামবাসীরা তাদের নিজেদের গ্ৰামের দায়িত্ব নিজেরা এমন দায়বদ্ধতার সাথে তুলে নিলে করোনা প্রতিরোধ মোকাবিলায় আমাদের জয় সহজ হবে, নিশ্চিত হবে।