Indian Railways Rules: খুব সাবধানে চলুন, রেলের এই নিয়মগুলি ভাঙ্গলে হতে পারে জরিমানা এমনকি জেলও

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Indian Railways Rules: খুব সাবধান, রেলের নিয়ম (Indian Railways Rules) ভাঙ্গলে হতে পারে জরিমানা, এমনকি জেলও। ভারতীয় পরিবহন ব্যবস্থার ভিত দাঁড়িয়ে রয়েছে ভারতীয় রেল পরিষেবার উপর। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ ব্যবহার করেন রেল পরিষেবাকে। এই পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সেই সমস্ত নিয়ম মেনে চলতে হয় যাত্রীদেরকে। লোকাল ট্রেন হোক বা কোন এক্সপ্রেস ট্রেন যেকোনো ট্রেনের ক্ষেত্রে যাত্রীদের কিছু নিয়ম মেনে চলা আবশ্যিক। কোন যাত্রী যদি বেআইনিভাবে যাত্রা করেন তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে রেল কর্তৃপক্ষ। সেই যাত্রীর বিরুদ্ধে জারি করা হতে পারে জরিমানা। এমনকি জেলও হতে পারে সেই যাত্রীর।

Advertisements

লোকাল হোক বা এক্সপ্রেস ট্রেন যে কোন রকম ট্রেনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলি ভারতের প্রায় সব ট্রেনের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি কি জানেন ট্রেনে যাতায়াত করার নিয়মগুলি কি? কি কি ভুল করলে জরিমানা দিতে হতে পারে? চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সেই সমস্ত নিয়মগুলো (Indian Railways Rules) জেনে নেওয়া যাক।

Advertisements
১. টিকিট

ট্রেনের টিকিট না কেটে যাত্রা করতে দেখা যায় অনেককে। বিশেষত লোকাল ট্রেনে এই ঘটনা প্রায়শই ঘটে থাকে। কিন্তু এটা সম্পূর্ণ বেআইনি। টিকিট না কেটে ট্রেনে ওঠা উচিত নয়, টিকিট ছাড়া ট্রেনে ওঠার পর যদি ধরা পড়েন তাহলে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এছাড়াও সেই যাত্রীকে ৬ মাসের জন্য জেল হেফাজতেও রাখা হতে পারে। শুধুমাত্র জরিমানা নয়, তার পাশাপাশি দিতে হবে টিকিটের সঠিক মূল্যও।

Advertisements
২. কোচ পরিবর্তন

অনেককেই দেখা যায় জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কেটে এসি কিংবা স্লিপার ক্লাসে বসে যাত্রা করতে। একটি নির্দিষ্ট কম্পার্টমেন্টের টিকিট কেটে অন্য কোন কম্পার্টমেন্টে গিয়ে বসা একেবারেই বেআইনি কাজ। যে কামরার টিকিট আপনি কেটেছেন সেই কম্পার্টমেন্টেই আপনাকে বসতে হবে। তার বাইরে অন্য কোন কম্পার্টমেন্টে গিয়ে বসা একেবারেই নিষিদ্ধ। এতে সহযাত্রীদের অসুবিধা হতে পারে। এই কাজের জন্য যাত্রীকে জরিমানা (Indian Railways Rules) দিতে হতে পারে। জরিমানার অর্থ প্রদানের পাশাপাশি যে কম্পার্টমেন্টে তিনি যাত্রা করছেন সেই কম্পার্টমেন্টের উপযুক্ত ভাড়াও দিতে হবে যাত্রীকে।

৩. ধূমপান

যে কোন পাবলিক এরিয়ায় যেখানে অনেক লোকজন একত্রিত হয়েছেন সেখানে ধূমপান করা কঠোর ভাবে নিষিদ্ধ। বিশেষত কোন বদ্ধ জায়গায় ধূমপান করা উচিত নয়। রেলে যাত্রা করার ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলতে হয় যাত্রীদের। ট্রেনের ভিতরে কোন প্রকার ধূমপান করা এক্কেবারে নিষিদ্ধ। এই ঘটনার কারণে তৎক্ষণাৎ বড় ধরনের জরিমানার সাথে জেলও হতে পারে যাত্রীর। এমনকি মদ্যপান করে ট্রেনে উঠলেও দিতে হতে পারে জরিমানা (Indian Railways Rules)।

আরো পড়ুন: অন্ধ্রপ্রদেশের অজানা পরিচয়, কেন একে ‘ডিমের ঝুড়ি’ বলা হয়?

৪. চেন টানা

ট্রেনে প্রত্যেকটি কম্পার্টমেন্টে একটি করে চেন দেওয়া থাকে। সেই চেইনটি ধরে কেউ টানলে ট্রেন হঠাৎ করে থেমে যেতে পারে। কোন ব্যক্তি বিপদে পড়লে যাতে ট্রেন থামানো সম্ভব হয়, এবং চালক যাতে বুঝতে পারেন ট্রেনে কোন সমস্যা হয়েছে সেই কারণে এই চেনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কোন ব্যক্তি যদি অকারণে বা মজার ছলে এই চেন টানে তবে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হয়। অকারণে চেন টানার অপরাধে ১ বছরের কারাদণ্ড হতে পারে সেই যাত্রীর। এছাড়াও ১০০০ টাকা জরিমানা (Indian Railways Rules) দিতে হতে পারে।

৫. পরিচয় পত্র

এক্সপ্রেস ট্রেনে যাত্রা করার সময় পরিচয় পত্র সাথে রাখা বাধ্যতামূলক। যদি দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা হয়, তাহলে তার সাথে পরিচয় পত্র সাথে রাখার কথা বলে দেওয়া হয়। পরিচয় পত্র ছাড়া যদি কেউ ট্রেনে যাত্রা করেন, তাহলে তার বিরুদ্ধে জরিমানা (Indian Railways Rules) জারি করতে পারে রেল কর্তৃপক্ষ।

Advertisements