বর্তমানে টোটো সম্পর্কে জানে না এমন মানুষ কমই আছে। বাংলার বিভিন্ন প্রান্তেই আজকাল টোটো দেখা যায়। তবে কিনা এই টোটো নিয়েই ঘটল এক ভৌতিক ঘটনা (Viral Horror Video)। ইন্টারনেটের যুগে আমরা অনেক কিছুর সাক্ষী। তবে ভৌতিক কোনও কাণ্ড সাধারণত কমই নজর আসে। সোশ্যাল মিডিয়াতে দেখা ভৌতিক কোন ঘটনার সত্যতা যাচাই করা সবসময় সম্ভব হয় না।
সেরকমই এক ভৌতিক ভিডিও ভাইরাল (Viral Horror Video) হয়েছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। ভিডিওটি হট করে দেখলে আপনি এড়িয়ে যেতে পারবেন না। তবে আজকাল এডিটিং এর জোরে অনেক কিছু সম্ভব। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে যে, গভীর রাতে জনমানবহীন একটি রাস্তায় চালকহীন ও যাত্রীহীন একটি টোটো ক্রমাগত ঘুরেই চলেছে।
এমন অদ্ভুত কান্ড সাধারণত চোখে পড়ে না। ভাইরাল হওয়া ভিডিওটিতে (Viral Horror Video) দেখা যাচ্ছে রাতের অন্ধকারে খালি একটি টোটো বনবন করে ঘুরে বেড়াচ্ছে রাস্তা জুড়ে। বর্তমানে টোটোর সাথে পরিচিত গরিব থেকে বড়লোক সবাই। বাংলার বিভিন্ন প্রান্তে প্রায়ই চোখে পড়ে এই টোটো যানটিকে। কিন্তু প্রশ্ন হল চালক নেই তবুও কিভাবে ঘুরছে এই টোটো টি? শুধুই কি কোন ভৌতিক ব্যাপার নাকি এডিটিং এর কারসাজি?
ভাইরাল হওয়া ভিডিয়োটি (Viral Horror Video)। যে রাতে তোলা হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে, রাস্তার আলো এবং জনমানবহীন রাস্তা। টোটোটি যেখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে দুটি গরু ছাড়া আর কিচ্ছু ছিল না। কলকাতা চিত্রগ্রাফি তাদের ইনস্টা পেজ থেকে কয়েক দিন আগেই পোস্ট করেছেন এই ভিডিওটি। অনেক মানুষ এই ভিডিয়ো দেখেছেন, কমেন্টও করেছেন অনেক।
এই ভৌতিক ভিডিয়োটি ইনস্টাগ্রামে দেখার পর অনেকের মনে হয়েছে, আসলে টোটোটি অটোমেটিক্যালি স্টার্ট করা ছিল, তাই সেটি একই অবস্থানে ঘুরে যাচ্ছিল। অনেকে আবার বলেছেন, একই অবস্থানে সোজাসুজিও তো যেতে পারত টোটোটি। কেউ কেউ বলেছেন, যিনি এই অদ্ভুত ভিডিয়োটি রেকর্ড করছিলেন আসলে তিনিই টোটো টিকে স্টার্ট দিয়ে ওই ভাবেই ঘুরিয়ে দিয়েছিলেন। অনেকেই এই বক্তব্য গুলোকে আজগুবি বলে মনে করেছেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি কারোর পক্ষে। তবে ভিডিওটি দেখার পর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে। এই ভিডিওটি আসলে কোথায় শুট করা হয়েছে তাও জানা যায়নি এখনো পর্যন্ত।