Viral News: প্রেম করে ছাড়াছাড়ি! প্রেমিকাকে পয়সা ফুটানোর লিস্ট ধরালো প্রেমিক

Prosun Kanti Das

Published on:

Advertisements

The lover gave the list of spending money to the girl after break up: “বেশ করেছি, প্রেম করেছি, করবোই তো”। এখনকার দিনে ১৮ বছর হতে না হতেই মুখে মুখে শোনা যায় এই গান। বর্তমানে এমন যুগ পরেছে যে যখন তখন যে কেউ প্রেমে পড়ছেন। আবার সেই প্রেম ছেড়ে বেরিয়েও যাচ্ছেন। খুব কম প্রেম এমন আছে যা বিভিন্ন চড়াই-উৎরাই এর মধ্য দিয়ে গিয়েও বিয়েতে পরিণত হচ্ছে। বেশিরভাগ প্রেমই ক্ষণস্থায়ী। শুধুমাত্র একে অপরের সাথে কয়েকদিনের সময় কাটানো, এদিক-ওদিক ঘোরাফেরা করা, এই রেস্তোরা, ওই রেস্তোরায় খাওয়া-দাওয়া এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে। এমনই এক প্রেমের গল্প ভাইরাল (Viral News) হল সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে কোন খবরই আজকাল চাপা থাকে না। খুব ছোট থেকে ছোট খবরও ভাইরাল হয়ে যাচ্ছে। সম্প্রতি এক প্রেমের গল্প ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়, যা শুনলে অবাক হবেন আপনিও। প্রেম করার সময় অনেকেই তার পার্টনারের কাছ থেকে উপহার বাবদ অনেক কিছু নিয়ে থাকেন। এমনকি প্রেমে খাওয়া-দাওয়া, ঘোরা-ফেরাতেও প্রচুর খরচ হয়ে থাকে। কিন্তু এমন কি কোথাও শুনেছেন যে, ব্রেকআপ হয়ে গেলে সেই টাকা-পয়সা বা উপহার মিটিয়ে দিতে হয়? শোনেননি তো? তবে আজ এই প্রতিবেদনের মাধ্যমে শুনবেন সেই ভাইরাল (Viral News) প্রেমের গল্পটি।

Advertisements

‘Trolls Official’ নামে ইনস্টাগ্রাম একটি পেজ রয়েছে। সেই পেজ থেকে সম্প্রতি ভাইরাল (Viral News) হচ্ছে একটি তালিকার ছবি। সেই তালিকাটি আর কিছুই নয় এক প্রেমিক তার ব্রেকআপের পর প্রেমিকাকে পাঠিয়েছেন প্রেম চলাকালীন কত কি খরচ করেছে তার জন্য। তাদের প্রেম চলেছিল মাত্র সাত মাস। সেই সাত মাসের খরচের হিসেব কষে প্রাক্তন প্রেমিকাকে যোগ্য জবাব দিলেন প্রেমিক।

Advertisements

আরও পড়ুন ? Indian Railways Trains Plan: ট্রেনের টিকিটে ওয়েটিং লিস্টের দিন শেষ! আসছে রেলের আট-হাজারি প্ল্যান

যে ছেলেটি এই পোস্টটি করেন তিনি পেশায় একজন সিএ। তাতে আবার কমেন্ট করে একজন জানান যে, তারও এক বান্ধবী এরকম একজন সিএফ ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়েছিল। ব্রেকআপের পর সেই ছেলেটি তাকে উপহার সহ সমস্ত খরচের এক্সেল সিট পাঠিয়ে তাতে ১৮ শতাংশ জিএসটি যোগ করে সেই টাকা ফেরত দেওয়ার কথা দাবি জানিয়েছিল।

গাড়ি ভাড়া থেকে শুরু করে ক্যাফেতে গিয়ে কফি খাওয়া সবকিছু মিলিয়ে প্রায় ৬০ হাজার টাকারও বেশি অংক দাঁড়ায়। সিএ প্রেমিক তার প্রাক্তন প্রেমিকার কাছে এই টাকাটি দাবি করেন। যার জন্য তিনি এত টাকা খরচ করেছেন সে যদি না থাকে তবে এই টাকা খরচের কোন মানেই হয় না। তাই তিনি তার প্রাক্তন প্রেমিকার কাছ থেকে সমস্ত টাকা ফেরত চান।

Advertisements