নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে করোনাভাইরাস তার থাবা বসিয়েছে একথা অবশ্যই সত্য। তবে এই সত্যতার পাশাপাশি প্রতিনিয়ত নানান গুজব রটছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে মানুষ আরও বেশি ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন। এমনকি এই সকল গুজবে সাধারণ মানুষকে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, পাশাপাশি সতর্ক ও সচেতন থাকার নির্দেশও দেওয়া হয়েছে। আর গুজব ছড়ানোর পরিপেক্ষিতে কড়া পদক্ষেপও নিতে পারে সরকার বলে জানানো হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দিনরাত এক করে দিচ্ছেন বিশ্বের বিজ্ঞানীরা। কিন্তু এরই মাঝে হিন্দু মহাসভার তরফে দাবি করা হয়েছিল, করোনাভাইরাস ঠেকাতে গোমূত্র ‘মহৌষধি’। আর তারপর থেকেই গোমূত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান খবর ভাইরাল হয়, চলতে থাকে হাসির খোরাক। আর ঠিক সেই সময়ই এক যুবক এই গোমূত্রকে হাতিয়ার করে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করে। যে পোস্টে ওই যুবক দাবি করে, “করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য রামদেব বাবা আগাম সতর্কতা হিসাবে মাত্রারিক্ত গোমূত্র পান করেছেন। আর তারপরেই তিনি এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন।” আর এই পোষ্টের সাথে একটি রামদেব বাবার পুরাতন ছবি যোগ করে দেওয়া হয়, যে ছবিটি দেখে অনেকের বিশ্বাস হতে পারে সত্যিই রামদেব বাবা হাসপাতালে ভর্তি রয়েছেন।
কিন্তু যে ছবি ওই যুবক তার সোশ্যাল মিডিয়ায় যুক্ত করেছেন সেই ছবি সম্পর্কে গুগল থেকে জানা যায়, ছবিটি আসলে ২০১১-র ১২ই জুনের। যখন রামদেব বাবার কালোটাকার বিরুদ্ধে টানা অনশন করেছিলেন। তারপর যেদিন তিনি অনশন প্রত্যাহার করে নেন সেদিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই ছবিটি সেই মুহূর্তের। আর ওই যুবকের তরফ থেকে রামদেব বাবার অসুস্থতা নিয়ে যে দাবি করা হয় তা সম্পূর্ণ মিথ্যা।
यह बकवास कोरी है
हरकत बहुत छिछोरी है।पूज्य @yogrishiramdev पूर्णत: स्वस्थ हैं।
देशवासियों ने पिछले 2 दिन में उन्हें #coronavirusinindia
से बचाव/उपाय बताते हुए @aajtak @ABPNews @ZeeNews @indiatvnews @TV9Bharatvarsh @Republic_Bharat @News18India पर देखा है।
आज वह बैंगलौर गए हैं pic.twitter.com/kaj6juGKVr— Tijarawala SK (@tijarawala) March 5, 2020
আর সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়ানোর বিরুদ্ধে রামদেবের মুখপাত্র তিজারওয়ালা এসকে তার টুইটার হ্যান্ডেল একটি পোস্ট করে এই সমস্ত গুজবে জল ঢেলে দিয়েছেন। তিনি লিখেছেন, “সোশ্যাল মিডিয়ায় যে সকল খবর রয়েছে তা সম্পূর্ণ ভুয়ো আর গুজব। রামদেব বাবা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এই মুহূর্তে তিনি বিভিন্ন খবরের চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছেন।”