Viral QR Code: ফেব্রুয়ারি মাস মানেই ভালবাসার মাস। এবছরের ভালোবাসার দিন অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে পড়েছে শুক্রবারে। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ইতিমধ্যেই কয়েকটি ঘটনা আমাদের সকলেরই কানে এসেছে। দিন কয়েক আগেই শোনা গেছিল, ভ্যালেন্টাইন্স সপ্তাহে প্রেমিকার আবদার রাখতে গিয়ে ছাগল চুরি করেছিলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বালুরঘাটে। এবার প্রেম দিবসের ঠিক আগের দিনে শিলিগুড়ির কলেজপাড়া ছেয়ে গেল একটি পোস্টারে। কি এই পোস্টার, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রতিবেদন থেকে।
পোস্টারটি মূলত প্রতারক প্রেমিক-কে হুমকি দিয়ে লেখা। সেখানে লেখা, ‘রোহন তুমি আমায় ঠকিয়েছো, এইগুলো তোমারই ছবি। এ বার সবাই দেখবে।’ এই লেখার ঠিক নীচেই দেওয়া একটি কিউআর কোড। সাধারণত অচেনা কিউআর কোড এ স্ক্যান করতে বারবার বারণ করা হয়, কিন্তু এরকম পোস্টার দেখে কৌতুহল চেপে রাখতে পারেনি অনেকেই। তাই অনেকে পথচলতি মানুষই কিউআর কোডটি স্ক্যান করেন। কিন্তু কিউআর কোড (Viral QR Code) স্ক্যান করতেই হতবাক হয়ে যান পথচলতি মানুষেরা।
তাহলে আসল ব্যাপারটি কি? জানা গিয়েছে, ওই কিউআর কোড (Viral QR Code) স্ক্যান করতেই ফোনের স্ক্রিনে খুলে যায় হোয়াটসঅ্যাপের একটি বিজ়নেস অ্যাকাউন্ট। যেখানে আপনি ভ্যালেন্টাইন্স ডের জন্য কোনো উপহার কিনতে পারবেন। আসলে অনলাইনের একটি দোকানেরই নম্বর ছিল ওই কিউআর কোডে। এখানে প্রিয়জনের জন্য পছন্দের উপহার অর্ডার করলেই হাতে আসবে সেটি। পরে জানা যায়, শিলিগুড়িরই একটি দোকান তাদের নিজস্ব ব্যবসা বৃদ্ধির জন্য এই অভিনব মার্কেটিংয়ের পদ্ধতি অবলম্বন করেছে।
আরও পড়ুন: বিতর্কে জড়িয়েছেন রণবীর আল্লাহবাদিয়া, বিখ্যাত এই ইউটিউবারের মাসিক আয় কত আপনি জানেন
পরে এক স্থানীয় বাসিন্দা জানান যে, তার গাড়ি পার্কিং করা ছিল শিলিগুড়ি কলেজের পেছনের রাস্তায়। গাড়ি নিতে গিয়ে সে দেশে কয়েকজন যুবক এবং যুবতী এই পোষ্টারগুলি লাগাচ্ছে। বৃহস্পতিবার বেলার দিকে শিলিগুড়ি কলেজের পেছনে মূলত এই পোস্টারগুলি লাগানো হচ্ছিল। তবে এরকম আকর্ষণীয় পোস্টার দেখে লোভ সামলাতে পারেনি অনেকেই। কিছু সময়ের মধ্যেই পথচলতি মানুষের ভিড় জমে যায়। সেই জায়গায় পোস্টার ঘিরে নানারকম জটলাও শুরু হয়।
তবে কিউআর কোড (Viral QR Code) স্ক্যান করতেই পথচলতি মানুষেরা তাজ্জব বনে যায়। তবে মার্কেটিং-র জন্য ওই সংস্থার এরকম অভিনব উদ্যোগ সত্যিই অবাক করে দিয়েছে সাধারণ মানুষদের। সত্যিই আজকালকার দিনে কত কিছুই না দেখা যায়। তবে প্রেমের সপ্তাহে প্রেমিককে নিয়ে প্রেমের উপহার কেনার এরকম বিজ্ঞাপন আগে বোধহয় বহু মানুষই দেখেননি।