Viral video: জলপ্রপাতের শেষ প্রান্তে ঝুলছে ছোট্ট ভাই! ঝুঁকি নিয়ে বাঁচালেন দিদি

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Elder Sister saved the brother from the slope of the waterfall: ভাইবোনের এই সাংঘাতিক ভিডিওটি ভাইরাল (Viral video) হতেই আলোড়ন পড়ে গেছে গোটা নেট দুনিয়াতে। ছোট্ট ছেলেটি চলে এসেছিল জলপ্রপাতের এক্কেবারে ঢালে, কিন্তু অবশেষে বাঁচিয়ে নিল তার দিদি। ভিডিওটির মাধ্যমে ফুটে উঠেছে ভাইবোনের অটুট সম্পর্ক। ভিডিয়োটি আগুনের মত টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

Advertisements

কি দেখা গেছে ভাইরাল এই ভিডিয়োতে(Viral video)? টি-শার্ট পরা ছোট্ট একটা ছেলে জলপ্রপাতের মাঝখানে আটকে যায়। তার নিচে ছিল তীব্র বেগে ছুটে চলা জলপ্রপাত এবং নিচের খাদটিও ছিল বিরাট গভীর। বাচ্চা শিশুটি খেলতে খেলতে পৌঁছে গেছিল একেবারে জলপ্রপাতের ধারে। সে কোনরকমে একটা পাথর ধরে ঝুলছিল। তাকে শক্ত করে আঁকড়ে ধরে বাঁচিয়েছে তার দিদি।

Advertisements

একটু দূরেই দাঁড়িয়েছিল ছোট্ট ছেলেটার মা-বাবা এবং পরিবারের বাকি সদস্যরা। আচমকা ওই পরিস্থিতিতে বাচ্চাটি ও তার দিদির আর্তনাদ শুনে রাতারাতি সেই ঘটনাস্থলে পৌঁছে যায় তাদের মা-বাবা। তবে সৌভাগ্যক্রমে শিশুদুটির কোনো ক্ষতি হয়নি। কারণ সকলে মিলে সেই বিপজ্জনক পরিস্থিতি থেকে তাঁদের দুই সন্তানকেই উদ্ধার করতে সক্ষম হন তাদের বাবা-মা।

Advertisements

ভিডিয়োটি (Viral video) টুইটার সহ বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। ভিডিওটি দেখার পরে নেটিজেনরা অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কেউ বলেছেন, আসলে ওই মহিলাটি বাচ্চাটির দিদি নয় মা। ছবিটি আসলে ভাই-বোনের নয়, মা ও ছেলের। টুইটার ব্যবহারকারী @JrRezvani জানাচ্ছেন, ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ইরানের শহর রেজ়ভানশরের।

ভাইরাল হওয়া ভিডিওর (Viral video) ক্যাপশনে লেখা হয়েছে যে, প্রত্যেক বছর গ্রীষ্মকালে পশ্চিম ও উত্তরাঞ্চলে এরকম ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। সাইনবোর্ড উপেক্ষা করে তেহরান ঘুরতে আসা বেশিরভাগ পর্যটক এরকম কান্ড ঘটান। ইন্টারনেটে ইতিমধ্যে বহু মানুষ এই ভিডিয়োটি দেখে ফেলেছেন। প্রচুর মানুষ বিভিন্ন রকম কমেন্ট করেছেন ভিডিওটি দেখে। কেউ বলেছেন কাজটি খুবই সাহসের। কেউ আবার যোগ করলেন, বাচ্চাটিকে অত্যন্ত সাহসিকতার সাথেই বাঁচানো হয়েছে।

Advertisements