Traffic Police: মুখ ঢাকতে হচ্ছে ট্রাফিক পুলিশদের, ঘুষের টাকার ভাগ বাটোয়ারার ভাইরাল ভিডিও নিয়ে উঠছে নানান প্রশ্ন

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ ট্রাফিক পুলিশ (Traffic Police) এমন এক কর্তব্যরত পুলিশ যাদের ঝড়-বৃষ্টি-রোদ সবকিছুকে মাথায় নিয়েই নিজেদের ডিউটি পালন করতে হয়। ডিউটি পালন করার ক্ষেত্রে তারা বিভিন্ন সময় সাধারণ মানুষদের থেকে কুর্নিশ পান, আবার বিভিন্ন সময় গালমন্দও পেয়ে থাকেন। তবে এবার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে করে রীতিমতো মুখ ঢাকতে হচ্ছে ট্রাফিক পুলিশদের।

Advertisements

আসলে ট্রাফিক পুলিশরা যেমন ঝড়, রোদ, জল, বৃষ্টির মধ্যেও নিজেদের ডিউটি পালন করে যান চলাচল স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকেন, ঠিক সেই রকমই তিন ট্রাফিক পুলিশের ঘুষের টাকা ভাগ বাটোয়ারার ভিডিও এখন একের পর এক প্রশ্ন তুলতে শুরু করেছে। আর ওই ভিডিও ভাইরাল হতেই মুখ পুড়েছে দিল্লি পুলিশের। কেননা এমন ঘটনাটি ঘটেছে দিল্লিতে।

Advertisements

তিন ট্রাফিক পুলিশের ঘুষের টাকা ভাগ বাটোয়ারা করার এমন ঘটনাটি ঘটেছে দিল্লির গাজীপুরে। যখন ওই তিনজন ট্রাফিক পুলিশের টাকা নিজেদের মধ্যে ভাগ করছিলেন সেই সময় তা সিসিটিভি ক্যামেরা বন্দী হয়। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। পাশাপাশি ওই ভিডিও ভাইরাল হতেই চারদিকে এখন নিন্দার ঝড় বইতে শুরু করেছে। ট্রাফিক পুলিশ কর্মীদের একাংশের মধ্যে দাবি করা হচ্ছে, এমন কয়েকজন পুলিশ কর্মীর কারণে সবাই আজ বদনামের শিকার।

Advertisements

আরও পড়ুন : Civic Volunteers: চাপে সিভিক ভলেন্টিয়াররা, ‘চারিত্রিক দোষ’ খুঁজছে লালবাজার! মিললেই নেওয়া হবে কড়া ব্যবস্থা

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক ট্রাফিক পুলিশ এক যুবকের সঙ্গে কিছুক্ষণ ধরে কথা বলার পর যুবককে ইংরেজিতে পিছন দিকে টাকা রাখার কথা বলে যান। এরপর ওই যুবক পিছন দিক দিয়ে টাকা রেখে গেলে টাকা গুনে মানিব্যাগে ভরে রাখেন। পরে আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে ওই একই জায়গায় তিনজন ট্রাফিক পুলিশ বসে নিজেদের মধ্যে বিপুল পরিমাণ টাকা ভাগ বাটোয়ারা করছেন।

এমন ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই তিন ট্রাফিক পুলিশকে শনাক্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে তদন্তের পর জানা যায়, ওই তিনজন ট্রাফিক পুলিশের মধ্যে একজন ছিলেন হেড কনস্টেবল এবং বাকি দুজন ছিলেন এএসআই। তাদের প্রত্যেককেই সাসপেন্ড করা হয়েছে।

Advertisements