বেতাজ বাদশা! মোষের পিঠে কুকুরের ভ্রমণ, ভিডিও দেখে না হেসে থাকতে পারবেন না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন প্রতিদিনই কোন না কোন নতুন নতুন ভিডিও নজরে আসতে দেখা যায়। মূলত মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পৌঁছে যাওয়ার ফলে এই ধরনের নানান ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে। ভাইরাল হওয়া সেই সকল ভিডিওর মধ্যে এবার এমন একটি ভিডিও দেখতে পাওয়া গেল যা নিয়ে রীতিমতো হাসির রোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া এই ভিডিওটি একটি কুকুরের নতুন কীর্তির (Dog Viral Video)।

Advertisements

রাস্তাঘাটে দেশি কুকুরের অভাব নেই। সেই সকল দেশী কুকুররা দিনরাত রাস্তাতেই কাটিয়ে থাকে। আবার এই সকল কুকুরদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কীর্তি সামনে আসতে দেখা যায়। বাড়ির পোষ্য না হলেও রাস্তার এই কুকুররা কিন্তু মানুষের বন্ধু হয়েই সমাজে বসবাস করে। আমার আপনার উচ্ছিষ্ট কিছু খাবার তাদের পেট ভরায় আর তাতেই তারা প্রভুভক্ত হয়ে পড়ে।

Advertisements

এছাড়াও রাস্তাঘাটের এই কুকুরদের মানুষ এবং অন্যান্য প্রাণীদের বিভিন্ন কাজকর্ম কপি করতে দেখা যায়। অন্যান্য প্রাণীদের সঙ্গেও তাদের বন্ধুত্বসুলভ আচরণ লক্ষ্য করা যায়। তবে এবার একটি কুকুরের এমন কীর্তি দেখা গেল যা দেখে রীতিমতো হেসে পেটে খিল পড়ার মত অবস্থা তৈরি করেছে। আর এই ভিডিও দেখার পর কেউ কেউ ওই কুকুরটিকে বেতাজ বাদশা আবার কেউ কেউ অন্য কিছু বলছেন।

Advertisements

আসলে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি রাস্তায় দুটি মোষ হেঁটে চলেছে। মোষ দুটি হেঁটে চলা নতুন কিছু নয়। কেননা গ্রাম্য এলাকায় এই ধরনের মোষ হেঁটে চলতে দেখা যায় হামেশাই। কিন্তু ওই দুই মোষের মধ্যে একটি মোষের পিঠে দেখা যাচ্ছে একটি কুকুর চড়ে রয়েছে। মোষগুলির সঙ্গে সঙ্গেই ওই কুকুরটি পিঠে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ওই কুকুরটির হাবভাব একেবারেই রাজার মত।

ভাইরাল হওয়া ওই ভিডিওটি দেখে স্পষ্ট, কুকুরটির সঙ্গে ওই মহিষের বেশ ভালই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। কেননা অন্য ক্ষেত্রে হলে হয়তো কুকুরটিকে পিঠ থেকে নামিয়ে দিত মহিষটি। কিন্তু এক্ষেত্রে ওই মহিষটির মুখের ভাব দেখে স্পষ্ট, কুকুরটি এইভাবে তার পিঠে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়াতে তার কোন আপত্তি নেই। এমন একটি মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে।

Advertisements