পেশায় টোটো চালক, কন্ঠে সাক্ষাৎ শানু থেকে রফি, ভাইরাল ভিডিও

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত বছর আমরা দেখেছিলাম বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান ভাইরাল হতে। সেই গান ভাইরাল হওয়ার পর রাতারাতি সেলিব্রেটি হয়ে ওঠেন তিনি। ঠিক সেই রকমই এক টোটো চালকের খোঁজ পাওয়া গেল, যিনি পেশায় অটোচালক হলেও তার গলায় যেন রয়েছে সাক্ষাৎ কুমার শানু।

Advertisements

এমন টোটো চালকের সন্ধান পাওয়া গিয়েছে মুর্শিদাবাদের কান্দি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত এলাকা গোকর্ণ চাটরায়। ছোট থেকেই এখানকার বাসিন্দারা এই টোটো চালক। ওই টোটো চালকের নাম বাপি শেখ। দুঃস্থ দরিদ্র পরিবারের এই টোটো চালক টোটো চালিয়ে যা রোজগার করেন তা দিয়েই দিন গুজরান। পেশার টানে দিনভর টোটো চালাতে দেখা যায় তাকে, তবে নেশায় তিনি গায়ক হয়ে ওঠেন।

Advertisements

সকাল থেকে রাত পর্যন্ত বাপি শেখকে টোটো চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রী নিয়ে যেতে লক্ষ্য করা যায়। তার টোটোতে যারা চড়েন তারা অবশ্য অন্যান্য টোটোতে চড়ার তুলনায় আলাদা আনন্দ উপভোগ করেন। কারণ তার টোটোতে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় বিনামূল্যে চালকের কন্ঠে গান শুনতে পান যাত্রীরা। অন্যদিকে তার কণ্ঠস্বর খুব সুন্দর।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার গাওয়া যে গানটি ভাইরাল হয়েছে সেই গানটি কুমার শানুর কন্ঠে গাওয়া ‘তুমি যদি থাকতে’। এই গানটি অমর শিল্পী সিনেমার। তাঁর গানের এই গলায় মুগ্ধ হয়েছেন যাত্রীরা। এই টোটো চালকের এমন অসাধারণ কৃতিত্বের জন্য এলাকার বাসিন্দারা তাকে গায়ক টোটো চালক বলেই জানেন।

তবে বাপি শেখ কেবলমাত্র কুমার শানুর গান খুব ভালোভাবে করতে পারেন এমনটা নয়। তিনি কিশোর কুমার, বাপ্পি লাহিড়ী, মহঃ রফির মত গায়কদের গাওয়া গানও শুনিয়ে দেন টোটো করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময়। তবে বাপি শেখ এমন সুন্দর গান গাইতে পারলেও তিনি কোথাও গান শেখেন নি। মোবাইলের মাধ্যমেই তিনি শিখেছেন গান।

Advertisements