উপচে পড়ছে বক্ষযুগল! ‘ধক ধক’ গানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন যুবতী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার যুগে এখন কত ধরনের না ভিডিও দেখা যায়। দিন দিন সোশ্যাল মিডিয়ার ব্যবহার এই ধরনের ভিডিওকে আরও ছড়িয়ে দিতে সাহায্য করছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Video) হওয়া এই সকল ভিডিওর দৌলতেই এখন অনেকেই হয়ে উঠছেন সেলিব্রেটি। ঠিক সেইরকমই এবার এক লাস্যময়ী যুবতী সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন একটি গানে নাচ করে।

Advertisements

উদিত নারায়ন এবং অনুরাধা পাড়োয়ালের গাওয়া চিরসবুজ ‘ধক ধক করনে লাগা’ গানটি আজও মানুষের মনে ধরে রয়েছে। এই গানে যেভাবে নিজেদের পারফরম্যান্স দেখিয়েছিলেন উদিত নারায়ণ এবং অনুরাধা পাড়োয়াল, ঠিক সেই রকমই এই গানটিতে নেচে এখনো সবার মনে জায়গা করে রেখেছেন মাধুরী দীক্ষিত। তার এই গানে পারফরমেন্সের পর থেকেই তিনি ধক ধক গার্ল নামে এখনো সর্বজন বিদিত। এবার এই গানই আলাদাভাবে ঝড় তুললেন ওই লাস্যময়ী যুবতী।

Advertisements

অনামিকা নামের ওই যুবতী এই গানটিতে নিচে ঝড় তুলেছেন মূলত খোলা চুল, পরনে শাড়ি আর আধা উন্মুক্ত বক্ষ যুগল দেখিয়ে। এর সঙ্গে সঙ্গে রয়েছে শরীরী আবেদনের ডান্স মুভমেন্ট। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করা হয়েছে fiercelyfemi9 নামের একটি instagram অ্যাকাউন্ট থেকে। ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি যে instagram অ্যাকাউন্ট থেকে আপলোড হয়েছে সেই অ্যাকাউন্ট থেকে হামেশাই এমন নানান ধরনের ভিডিও আপলোড করা হয়। আর সেই সকল ভিডিওর প্রায় সব কটিই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে থাকে। ওই যুবতী এইভাবে একের পর এক ভিডিও নিজের অ্যাকাউন্ট থেকে আপলোড করে রীতিমতো সেলিব্রেটি হয়ে উঠেছেন।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ওই যুবতী যত ভিডিও আপলোড করেন তার অধিকাংশ ভিডিওই দেখা যায় লক্ষ লক্ষ ভিউ পেয়েছে, হাজার হাজার মানুষের মন জয় করেছে। এই মুহূর্তে ওই অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা প্রায়ই ৭ লক্ষ।

Advertisements