Arijit Singh: আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য, নতুন শপথ অরিজিৎ সিংয়ের

Shyamali Das

Updated on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ উত্তর ২৪ পরগনার সোদপুরের নাটাগড়ের উঠতি যুবতী চিকিৎসক গত ৮ আগস্ট নাইট ডিউটি করছিলেন। এরপর সেই রাতে তার সঙ্গে কি ঘটনা ঘটে তা আজ কারো অজানা নয়। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ওই যুবতীর সঙ্গে নৃশংস ঘটনায় তার মৃত্যুর পর এখন উত্তাল গোটা রাজ্য। আর এসবের মধ্যেই অরিজিৎ সিং-এর (Arijit Singh) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর সেই ভিডিওতে তাকে নতুন শপথ নিতে দেখা গিয়েছে।

Advertisements

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত ৮ আগস্ট রাতে ঘটে যাওয়া এমন অমানবিক ঘটনার প্রতিবাদে এখন গোটা রাজ্যের পাশাপাশি সেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে। প্রত্যেকের মুখেই এখন একটি কথা, ‘শাস্তি চাই’। শাস্তি চাওয়ার পাশাপাশি নিরাপত্তা নিয়েও সাওয়াল উঠছে। কেননা এই ধরনের ঘটনা নতুন নয়, এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা।

Advertisements

মহিলাদের উপর এই ধরনের নারকীয় অত্যাচার ও খুনের ঘটনার সাক্ষী দিল্লির নির্ভয়া কান্ড থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কামদুনি থেকে সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রাম। প্রশ্ন হল এমন ঘটনা আর কান্ড এইভাবে কতদিন চলবে? এরই পরিপ্রেক্ষিতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ আগস্ট রাত্রিবেলায় রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় রাত দখলের লড়াইয়ে নামেন মহিলারা।

Advertisements

আরও পড়ুন : RG Kar Hospital: বিলেত ফেরৎ ডাঃ আরজি কর ভিক্ষে করে গড়েছিলেন আরজি কর হাসপাতাল, আজ চলছে তাণ্ডব

১৪ আগস্ট রাতে যে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সেই প্রতিবাদ কর্মসূচির পরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যে ভিডিওটিতে বিস্ফোরক শপথ নিতে দেখা যায় অরিজিৎ সিংকে। নিজে শপথ নেওয়ার পাশাপাশি তার সামনে থাকা যুবক-যুবতীদেরও শপথ নিতে দেখা যায়। যা জানা যাচ্ছে তাতে ওই ভিডিওটি জিয়াগঞ্জেরই। সেই ভিডিওতে অরিজিত সিং ঠিক কি বলেছেন চলুন শুনে নেওয়া যাক।

অরিজিৎ সিং বলেন, ফেসবুকে আপডেট করে কিছু হবে না। ফেসবুক টুইটারে আপডেট তিনি পছন্দ করেন না। তিনি আজ থেকেই কাজ শুরু করে দিলেন বলে জানিয়েছেন। আর সেই কাজে তার সঙ্গে কে কে থাকবেন তাও জিজ্ঞেস করেন। আর এই প্রশ্নের পর যখন সামনের সারি থেকে ‘সবাই সবাই’ উত্তর আসতে শুরু করে তখন সকলকে থ্যাঙ্কস জানিয়ে অরিজিৎ সিং জানান, আজ থেকে লোগো লঞ্চ করলাম ‘অ্যান্টি রেপ’।

Advertisements