Arijit Singh: অনুরাগীকে মারের ইঙ্গিত, অরিজিতের আচরণে হতবাক নেটিজেনরা। বিখ্যাত ভারতীয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। তার নাম শোনেননি এমন ভারতীয় নেই বললেই চলে। দেশ-বিদেশে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। তার স্বভাব, ব্যবহার, আচরণ ইত্যাদি কারণে সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তবে সম্প্রতি তার সম্পর্কে একটু অন্য ধরনের ভিডিও ভাইরাল হতে দেখা গেছে। কিছুদিন আগেই লন্ডনে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তিনি। সেখানকার একাধিক ভিডিওর মাঝে একটি বিশেষ ভিডিও ব্যপক হারে ভাইরাল হচ্ছে। সেই ভিডিও নিয়ে নানা রকম মন্তব্য করতে শোনা গেছে তার অনুরাগীদের।
লন্ডনের বার্মিং হামে একটি কনসার্টে উপস্থিত ছিলেন ভারতীয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। সেখানকার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু তার মধ্যে একটি বিশেষ ভিডিও ব্যাপক হারে ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে অনুষ্ঠান চলাকালীন গান গাইতে গাইতেই অনুরাগীদের উদ্দেশ্যে মারার ইঙ্গিত করছেন গায়ক। চোখ গরম করছেন মঞ্চ থেকেই। কিন্তু কেন? হঠাৎ এমন আচরণ করার কারণ কি? এই নিয়ে শুরু হয়েছে আলোচনা।
সেদিন অনুষ্ঠানে মঞ্চ থেকে গান গাইতে গাইতে অনুরাগীদের সাথে মজা করতেই ব্যস্ত ছিলেন গায়ক। এই ভিডিওটিও তেমনি একটি ভিডিও। সেই মুহূর্তে মঞ্চে তিনি বেদেরদেয়া গানটি গাইছিলেন। গান গাইতে গাইতে প্রথমে তাকে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে নিষেধ করার ইঙ্গিত করতে দেখা যায়। এরপর তাদেরকে বসার অনুরোধ জানিয়েছেন তিনি ইঙ্গিতের মাধ্যমে। তারপরেই চোখ গরম করে মজার ছলেই মারের ইঙ্গিত করেন অনুরাগীদের উদ্দেশ্যে। এই ঘটনায় তার অনুরাগীরা আরও বেশি উচ্ছিসিত হয়ে ওঠে। যদিও অরিজিত সিং (Arijit Singh) কার বা কাদের উদ্দেশ্যে এমন আচরণ করেছেন তা ভিডিও দেখে স্পষ্ট বোঝা যায় নি।
আরো পড়ুন: ম্যান ইউ তারকার থেকে কি সারপ্রাইজ গিফ্ট পেলেন অরিজিৎ সিং, শুনলে অবাক হবেন আপনিও
মঞ্চে হোক বা মঞ্চের বাইরে অনুরাগীদের প্রতি তার বন্ধুসুলভ আচরণ সব সময় চর্চার অন্যতম বিষয় হয়ে থাকে। এইবারও তার অন্যথা হলো না। ভিডিওটির অরিজিত সিং এর (Arijit Singh) একটি ফ্যান পেজ থেকে প্রকাশ করা হয়েছে। প্রকাশ পেতেই ভিডিওটি ব্যাপক হারে ভাইরাল হচ্ছে। মজার আচরণগুলি বরাবরই ব্যাপক জনপ্রিয়তা পেয়ে এসেছে। ভিডিওটি ভাইরাল হতেই সেই ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্য করতে দেখা গেছে তার একাধিক অনুগামীকে। সবাই এই ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন।
ভিডিওর কমেন্টে বলতে শোনা যায়, ভিডিওটি বেশ মজার। আবার কেউ বলছেন, অরিজিৎ পারেও বটে। সত্যি তার কন্ঠ যতটা আমাদের মন ছুঁয়ে যায়, তার আচরণও আমাদেরকে তৎটাই আনন্দ দিয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, বার্মিংহামের একটি কনসার্টের আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে গায়কের সম্প্রতি প্রকাশিত “আর কবে” গানটি গাইতে অনুরোধ করা হয়েছিল তাকে। কিন্তু তিনি মঞ্চে স্পষ্ট জানিয়েছেন, এই অনুষ্ঠানটি কোন শোক পালন করার জন্য নয়, কোন নির্দিষ্ট ঘটনার প্রতিবাদ করার জন্য নয়। শুধুমাত্র আনন্দদানের উদ্দেশ্যে তিনি এই গান গাইবেন না। গানটি প্রতিবাদের, প্রত্যেকটা মানুষের মনে এই নির্মম ঘটনার প্রতিবাদের আগুন জ্বালিয়ে রাখাই এই গানের একমাত্র উদ্দেশ্য।