নিজস্ব প্রতিবেদন : তারকা হয়েও তারকা সুলভ আচরণ নেই, সবসময়ই সাদামাটা ভাবেই যাকে দেখা যায় তিনি হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই যুবক ভারতের বিভিন্ন জায়গায় কনসার্ট থেকে শুরু করে বলিউড টলিউডের বড় বড় সিনেমায় গান গাইলেও জীবন কাটান সাধারণভাবে। তার সাধারণভাবে জীবনযাপন সবসময় নজর কেড়ে থাকে তার অনুরাগীদের। যে কারণে বারবার তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকেন।
অরিজিৎ সিং দেশের একজন সবচেয়ে সফল প্লেব্যাক সিঙ্গার হলেও তিনি অধিকাংশ সময় কাটান মুর্শিদাবাদেই। আর সেখানেই তাকে সবসময়ই সাদামাটা ভাবে জীবন যাপন করতে দেখা যায়। কখনো তাকে স্কুটি চালিয়ে নিজের এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়, কখনো আবার তাকে সাধারণ আর পাঁচটা অভিভাবকদের মতো ছেলের অপেক্ষায় স্কুলের সামনে দাঁড়িয়েও থাকতে দেখা যায়। আর এখানেও অরিজিৎকেই এবার আরও এক নতুন রূপে দেখা গেল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতেই নতুন রূপে দেখা গিয়েছে তাকে। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে কোন একটি অনুষ্ঠানে আবৃত্তি করতে এসেছিলেও অরিজিতের ছেলে। যেখানে উপস্থিত ছিলেন অরিজিৎ এবং তার স্ত্রী। অরিজিতের ছেলে ওই মঞ্চে আবৃত্তি করার সময় তাকে রীতিমতো মাইকম্যানের ভূমিকায় দেখা যায়। এত বড় একজন সেলিব্রিটি হয়ে এমন ভূমিকা পালন করবেন তা যে কারোর কাছেই কল্পনাতীত।
এর পাশাপাশি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, ছেলে এবং তার বন্ধুবান্ধবদের আবৃত্তি শুনে কিভাবে হেসে লুটোপুটি অবস্থা হয়েছে অরিজিৎ এবং তার স্ত্রীর। ওই একই ভিডিওর সঙ্গে থাকা অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন সাধারণ অভিভাবকের মতোই মঞ্চে তিনি উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন এবং সেখানে তার বক্তব্য ছিল একেবারেই সাধারণ মানুষের মত।
এই অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সামনে এলেও অরিজিৎ সিং সেগুলি কোনভাবেই বড় সমস্যা হিসাবে দেখতে চাননি। বরং তিনি বক্তব্য রাখার সময় সকলের উদ্দেশ্যে জানিয়েছেন, যে সকল ছোটখাট ভুল যেমন মাইক ইত্যাদি, সেগুলি নোট ডাউন করে রাখার এবং পরবর্তীতে যাতে এই ধরনের সমস্যা না হয় তা দেখা হবে। অরিজিতের এমন আচার-আচরণে সোশ্যাল মিডিয়ার নাগরিকরা থেকে শুরু করে তার অনুরাগীরা শুধু একটাই কথা বলছেন, এমন মাটির মানুষ পাওয়া মুশকিল।