Cycle Balance Game: এখনকার প্রজন্ম দেখার সুযোগ পায় না, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ‘সাইকেল খেলা’

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ এখনকার প্রজন্ম যে সকল জিনিস দেখার সুযোগ পায় না সেই সকল জিনিসের মধ্যে অন্যতম হলো ‘সাইকেল খেলা’ (Cycle Balance Game)। যে সাইকেল খেলার কথা বলা হচ্ছে সেই সাইকেল খেলা অবশ্য অলিম্পিকের সাইকেল দৌড় অথবা অন্য কোন প্রতিযোগিতার সাইকেল দৌড় বা অন্য কিছু নয়। এ একেবারে গ্রাম্য এলাকার সাইকেল ব্যালেন্স খেলা। সম্প্রতি সেই সাইকেল ব্যালেন্স খেলারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Advertisements

বছর ২০-২৫ আগে যখন মোবাইলের এত ধুম ছিল না, যখন বাড়িতে বাড়িতে জায়গা করতে পারেনি কেবল টিভি সেই সময় এই ধরনের খেলা গ্রামেগঞ্জে বসতে দেখা যেত। একজন দক্ষ সাইকেল চালক, যিনি ব্যালেন্স করে খেলা দেখাতেও তিনি ৩-৪ দিনের জন্য একটি এলাকে বেছে নিতেন তার বিভিন্ন ধরনের কারসাজি দেখানোর জন্য। যেসকল কারসাজি দেখতে প্রতিদিনই কোথাও না কোথাও থেকে প্রচুর পরিমাণে মানুষদের আগমন হতো।

Advertisements

এমন খেলা দেখানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। যিনি খেলা দেখান তিনি একবার সাইকেলে উঠলে আর তারপর যতদিন না খেলা শেষ হতো ততদিন তিনি সাইকেল থেকে মাটিতে পা রাখতেন না। স্নান থেকে শুরু করে খাওয়া-দাওয়া অন্যান্য সমস্ত কিছু সাইকেলে চড়ে তাকে করতে হয়। স্বাভাবিকভাবেই এমন খেলার জনপ্রিয়তা ছিল চরম।

Advertisements

আরও পড়ুন : MLA Viral Video: ‘MLA বলে যা খুশি তাই’, ট্রেনে উঠে তৃণমূল বিধায়কের কীর্তিতে সবক শেখালেন সাধারণ যাত্রীরা

একটি গোল জায়গাকে বেছে নেওয়া হতো এমন খেলা দেখানোর জন্য। যার মাঝে থাকতো বাঁশের খুঁটি এবং মিউজিক সিস্টেম। বিভিন্ন ধরনের পতাকা ইত্যাদি দিয়ে সাজানো হতো ওই জায়গা। সবচেয়ে বড় বিষয় হলো যে সাইকেলটিতে চড়ে খেলা দেখানো হত সেই সাইকেলটিতে ব্রেক রাখা হতো না। পুরোটাই পা ও হাতের উপর ব্যালেন্স করে খেলা দেখানো হত। ২০ বছর আগে পর্যন্ত এই ধরনের খেলা বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া গেলেও এখন তা আর দেখা যায় না। তবে সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় এইরকমই খেলার ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটিতে যিনি সাইকেল ব্যালেন্স খেলা দেখাচ্ছেন তিনি হলেন সত্যম ভারতী। পেশাগত ভাবে তিনি এইভাবে সাইকেল ব্যালেন্স খেলা দেখান বলেই আন্দাজ করা হচ্ছে। কেননা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ধরনের একাধিক ভিডিও রয়েছে। তিনি বিভিন্ন জায়গায় এই ধরনের খেলা দেখিয়ে থাকেন বলেও অনুমান করা হচ্ছে।

Advertisements