Viral video of the employee resigning uniquely after being fed up of his boss: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া এক ভিডিও দেখে অবাক নেটিজেনরা। অফিসের বাইরে করা হয়েছে বিশাল আয়োজন। ঢাক ঢোল পিটিয়ে আনন্দ করছে এক যুবক। না তেমন কোন আনন্দ অনুষ্ঠান সেখানে হচ্ছিল না। যুবকটি চাকরি ছাড়ার আনন্দে নাচানাচি করছিল। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। নিজের চাকরি ছেড়ে বিরক্তি কর বসের হাত থেকে রেহাই পাবার আনন্দে অফিসের বাইরে ঢাক ঢোল পিটিয়ে নাচানাচি করছিলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে পুনেতে।
যুবকটির নাম অনিকেত। বাড়ি পুনেতেই। অনিকেত একটি কোম্পানির সেলস এসোসিয়েট পদে চাকরি করছিলেন প্রায় তিন বছর ধরে। কিন্তু তার কাজ নিয়ে তিনি একেবারেই সন্তুষ্ট ছিলেন না। বসের দুর্ব্যবহার, কাজ অনুযায়ী উপযুক্ত বেতন না পাওয়া, কাজের পরিবেশ ঠিক না থাকা ইত্যাদি তার মনে হতাশার সৃষ্টি করেছিল। হতাশার হাত থেকে বাঁচতে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু শুধু শুধু চাকরি ছেড়ে দিলে, অনিকেতের মন তেমনভাবে শান্তি পাবেনা। তাই তিনি চাকরি ছাড়ার দিনটিকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নেন।
যেমন ভাবা, তেমন কাজ। চাকরি ছাড়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে, নিজের বন্ধু বান্ধব এবং সোশ্যাল মিডিয়ার এক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে পরিকল্পনা করে এক অভিনব উপায় বার করেন তিনি। বন্ধুবান্ধব ও কনটেন্ট ক্রিয়েটরসহ অফিসের বাইরে গিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন অনিকেত। বসের সামনেই চলতে থাকে দেদার আনন্দ ফুর্তি। তবে এখানেই শেষ নয়, সম্পূর্ণ ঘটনাটি ভিডিও (Viral Video) রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়া শেয়ারও করেছেন তারা।
আরও পড়ুন ? IPL DC vs MI: IPL মাঠে ঘুড়ি ধরলেন রোহিত, ওড়ালেন ঋষভ! ভাইরাল শৈশবের ভিডিও
তাদের করা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওতে দেখা গেছে, অনিকেত প্রথমে বাজনা ওয়ালাদের নিয়ে অফিসের বাইরে জমায়েত করেন। এরপর বসকে ভেতর থেকে ডাকা হয়, এবং বাইরে বন্ধু-বান্ধব বাজনেওয়ালা সমেত অপেক্ষা করতে থাকেন অনিকেত। বস বাইরে আসা মাত্রই তারা আনন্দ উৎসবে মেতে ওঠেন। ঢাকঢোল পিটিয়ে হৈচৈ, নাচানাচি করতে শুরু করেন অনিকেত ও তার বন্ধু-বান্ধবরা, বসের হাত ধরে তাকে বাই বাই বলতেও শোনা যায় ভিডিওতে। চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখে মেজাজ হারিয়ে ফেলেন অনিকেতের বস। ভিডিও বন্ধ করানোর নির্দেশও দেন। কিন্তু অনিকেত সে কথার তোয়াক্কা করেনি। সম্পূর্ণ ঘটনাটার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে।
অফিস থেকে বেরোনোর পর নিকটস্থ মন্দিরে গিয়ে পুজো দেন অনিকেত। অনিকেতের জীবনের এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে তার বন্ধুবান্ধবরা একটি সারপ্রাইজ পার্টির ব্যবস্থা করেন। কেক কেটে দিনটিকে স্মরণীয় করে রাখে অনিকেত ও তার বন্ধু-বান্ধবরা। না অনিকেত আর অন্য কোন চাকরিতে যুক্ত হবার ইচ্ছা প্রকাশ করেননি। বরঞ্চ তিনি এবার জিম ট্রেনার হিসেবে কাজ করতে চান। এই উদ্দেশ্যকে সফল করতে তার বন্ধু-বান্ধবরা তাকে একটি জুতো উপহার হিসেবে দিয়েছে। অফিসে আনন্দ করা থেকে রাতের পার্টি অব্দি পুরো ঘটনা টাই ভিডিওতে (Viral Video) রেকর্ড করা রয়েছে।