নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রতিবেশী দেশ হলেও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক মোটেই সুমধুর নয়। মূলত চীনের আগ্রাসন নীতির কারণেই বিভিন্ন সময় ভারতের সঙ্গে দ্বন্দ্ব লক্ষ্য করা গিয়েছে। এর পাশাপাশি দুই দেশের সম্পর্কে আরও অবনতি হয় লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পরিপ্রেক্ষিতে। তবে এবার চিন সেনারা রাখালদের (Ladakh shepherds vs Chinese soldiers) কাছে এমন উত্তর পেলেন যা তারা কোনদিন ভাবতেই পারেননি।
লাদাখের গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ১৫ জুন চিন সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের হাতাহাতি হয়েছিল। যে সংঘর্ষে মোক্ষম জবাব পেয়েছিল লাল ফৌজ। তবে তাদের মোক্ষম জবাব দিতে গিয়ে ভারতের ২০ জন সেনাকেও শহীদ হতে হয়েছিল। এই ঘটনার পর দফায় দফায় দুই দেশের মধ্যে বৈঠকের পরিপ্রেক্ষিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি ফিরে এলেও চীন কিন্তু এখনো তাদের আগ্রাসী মনোভাব ভোলেনি। এখনো তারা অরুণাচল প্রদেশ এবং লাদাখকে নিজেদের জায়গা বলে দাবি করে থাকে। আর এই দাবির পাল্টা দিতেও দেখা যায় ভারতকে।
এরই মধ্যে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে একদল রাখাল বেশ কিছু ভেড়া চরাতে গিয়েছিলেন। ওই সকল রাখালদের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভেড়া চড়াতে দেখে নিজেদের দাদাগিরি দেখাতে যান লাল ফৌজের সেনারা। তবে তারা যে ভাব নিয়ে দাদাগিরি দেখাতে এসেছিলেন সেই দাদাগিরি দেখাতে পারেননি। ওই রাখালদের সামনে চিনছেন সেনারা রীতিমতো ফুঁস হয়ে ফিরে যান।
আরও পড়ুন ? Padma Bhushan Award 2024: পদ্ম পুরস্কারেও ঘুম উড়ল চীনের! মোদির চালে মাথায় হাত জিনপিংয়ের
প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভেড়া চড়াতে আসা রাখালদের লাল ফৌজের সেনাদের তরফ থেকে বলা হয়েছিল, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে তারা ভেড়া চড়াতে পারবেন না। এমনটা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে যান ওই রাখালরা। কেননা তারা ওই এলাকার বাসিন্দা আর নিজেদের এলাকাতেই এমন কথা শুনতে হবে! এরপরই ওই রাখালদের তরফ থেকে চিন সেনাদের চোখে চোখ রেখে পাল্টা জবাব দেওয়া হয়।
It is heartening to see the positive impact made by @firefurycorps_IA
in Border areas of Eastern Ladakh in facilitating the graziers & nomads to assert their rights in traditional grazing grounds along the north bank of Pangong.
I would like to thank #IndianArmy for such strong… pic.twitter.com/yNIBatPRKE— Konchok Stanzin (@kstanzinladakh) January 30, 2024
রাখালদের তরফ থেকে চীন সেনাদের চোখে চোখ রেখে জানানো হয়, তারা চীনের জায়গা নয়, ভারতের জায়গাতেই ভেড়া চড়াচ্ছেন। চিন সেনারা হয়তো ভেবেছিলেন তাদের তরফ থেকে ওই রাখালদের ওই জায়গা থেকে সরে যাওয়ার কথা বলা হলে তারা সরে যাবেন। কিন্তু চীন সেনাদের সেই ভাবনাকে অতীত করে দেন রাখালরা। তারা চিন সেনাদের ভয়ে গুটিয়ে যাননি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও রাখাললা চীন সেনাদের মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে জবাব দিলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।