‘তোর মা বাপের ১০৮’, লোকাল ট্রেনে বসে মহিলার কীর্তি দেখে অবাক নেটপাড়া

নিজস্ব প্রতিবেদন : লোকাল ট্রেন (Local Train) হোক অথবা এক্সপ্রেস (Express Train), প্রতিদিন ভারতের হাফ কোটির বেশি মানুষ যাতায়াত করে থাকেন। বিপুলসংখ্যক এই মানুষের ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। সেই সকল ঘটনার কোন কোন ঘটনা ক্যামেরাবন্দি হয়ে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ঠিক সেই রকমই লোকাল ট্রেনে এক মহিলার অকথ্য ভাষায় গালিগালাজের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। আর সেই ভিডিও দেখে রীতিমতো হতবাক নেট পাড়ার বাসিন্দারা।

ভাইরাল হওয়া ওই ভিডিওটি দীপান্বিতা পাল নামে এক মহিলা নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। ভিডিওটি আপলোড করার পাশাপাশি তিনি কোন ট্রেনে এমন ঘটনা ঘটেছে এবং কেন ঘটেছে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন। এমনকি তিনি এই ভিডিও আপলোড করে দাবি করেছেন, মহিলা হওয়ার সুযোগ নিয়ে মহিলারা যা কিছু করতে পারেন না। এমনকি এই ঘটনা দেখে তার feminism ব্যাপার থেকে বিশ্বাস উঠে যাচ্ছে বলেও দাবি করেছেন।

ঠিক কী ঘটেছিল আর কেনই বা ওই মহিলা এইভাবে অকথ্য ভাষায় লোকাল ট্রেনের মহিলা কামরায় বসে গালিগালাজ করছিলেন? ঘটনার বিবরণ দিতে গিয়ে দীপান্বিতা পাল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “এই যে ভিডিওতে মহিলাটিকে দেখছেন তিনি কম বেশি যারা হাওড়া ব্যান্ডেল ডেইলি প্যাসেঞ্জারি করেন। চিনেই থাকবেন। না চেনার কোনো প্রশ্নই ওঠে না। তবে আজ যে রূপ দেখলাম ওনার তাতে এইটা বলাই বাহুল্য….!”

দীপান্বিতা পালের সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিবরণ থেকে জানা যাচ্ছে, ঘটনার দিন শ্রীরামপুর স্টেশন থেকে ৯:৫৯ মিনিটে ব্যান্ডেল লোকালে তিনি উঠেছিলেন বাড়ি ফেরার জন্য। ট্রেনটি তাড়াতাড়ি ছেড়ে দেওয়ায় একজন couple তাদের অসুস্থ বাচ্চাকে নিয়ে কোনো রকমে তাড়াহুড়ো করে ওই লেডিস কামরায় উঠে পড়েন। যথারীতি ভুলবশত লেডিস কামরায় উঠে পড়ায় ওই ব্যক্তিকে দরজার সামনে দাঁড়ান এবং তার স্ত্রী বাচ্চা কোলে সিটে এসে বসেন।

ট্রেন তুলনামূক ফাঁকা থাকায় বেশির ভাগ মহিলারাই ওই ব্যাক্তিটিকে সিটে বসার জন্য অনুরোধ করেন। অনেকবার বলার পর যখন সেই ব্যাক্তিটি এসে বসেন তখন এই ভিডিওতে থাকা মহিলা গলাবাজি শুরু করে দেন, যে কেনো ব্যাক্তিকে বসতে দেওয়া হলো? পুরুষ হয়ে কেন মহিলা কামড়ায় উঠে বসবে!! পুরুষ বলে তার মহিলা কামরায় কেনো জায়গা নেই, তাতে যতোই তার স্ত্রী, বাচ্চা অসুস্থ হোক নাহ কেনো!

এই সকল দেখে দীপান্বিতা পাল সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, “মানুষের বিবেক-বুদ্ধি দিন দিন যে কত নিচে নেমে যাচ্ছে তার এক পরিচয় আমরা পেলাম। আজ আমি কেন, আজ ট্রেনে যতজন ছিলেন সবাই কোথাও না কোথাও গিয়ে এই ব্যাপারটা মেনে নিতে পারেন নি। উনি একাই গলাবাজি করে সবাইকে চুপ করিয়ে দিয়েছেন। শুধুমাত্র গলাবাজি নয় অকথ্য ভাষায় গালিগালাজ করে নিজের পরিচয়টা দেখিয়ে দিয়েছেন উনি কোথা থেকে উঠে এসেছেন।”