IPL DC vs MI: IPL মাঠে ঘুড়ি ধরলেন রোহিত, ওড়ালেন ঋষভ! ভাইরাল শৈশবের ভিডিও

Prosun Kanti Das

Published on:

Advertisements

Viral video of Rohit and Pant flying kites in DC vs MI match of IPL: প্রতিশোধ খেলার মাঠে হোক কিংবা যুদ্ধে তা যথাযথ ভাবে নেওয়াটাই উপযুক্ত। আইপিএলে তারই যুগান্তকারী দৃষ্টান্ত দেখা গেল। বিপক্ষের মাঠে ম্যাচে হেরে সে যখন হোম ম্যাচে কোনও টিম বদলা নিতে সফল হয় তখনই সেই জয়ের মজা পাওয়া যায়। চলতি বছর আইপিএল নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা কিন্তু তুঙ্গে। আইপিএলে প্রথম লেগের ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিতেছিল হার্দিক পান্ডিয়ার টিম। কিছুদিন আগেই ঘটে যাওয়া ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে (IPL DC vs MI) হারিয়ে জয়ের হাসি হাসলেন ঋষভ পন্থের টিম।

Advertisements

দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ঋষভ পন্থের মনোসংযোগ অবশ্য ম্যাচ চলাকালীন নষ্ট হয়েছিল। এমনকি এই কাজে রীতিমত ভাবে যুক্ত ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মাও (Rohit Sharma)। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। দর্শকদের মধ্যে এই ভিডিও নিয়ে রীতিমত জল্পনা শুরু হয়েছে। বিরোধীপক্ষ (IPL DC vs MI) হয়েও কোথাও যেন খেলার মাঠে তাদের কৈশোরের চিত্র ফুটে উঠেছে।

Advertisements

ঘটনাটি আসলে ঘটেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লী ক্যাপিটালস এর ম্যাচ চলাকালীন। ইনিংস চলাকালীন একটি ভোকাট্টা ঘুড়ি হঠাৎ রোহিত শর্মার কাছে উট আসে। সেই কঠিন মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের একমাত্র লক্ষ্য ছিল দিল্লির দেওয়া ২৫৮ রানের টার্গেট পূরণ করা। সেই সময় তার সামনে কাটা ঘুড়ি এসে পড়ে। তিনি সেটি ঋষভ পন্থের হাতে তুলে দেন। ঘুড়িটি পেয়ে পন্থ উইকেটকিপিং গ্লাভস খুলে সেটি ওড়াতে থাকেন। রোহিত-পন্থকে (IPL DC vs MI) দেখে ক্রিকেটার কম কৈশোর মনে হচ্ছিল অনেক বেশি। এক মুহূর্তে যেন তাদের বয়স কমে গিয়েছিল অনেকটাই।

Advertisements

আরও পড়ুন ? IPL Superstar Salary: একলাফে বেতন দ্বিগুণ হয়ে গেল রিঙ্কুর, এখন কত পাবেন KKR সুপারস্টার

আমরা প্রায়ই দেখে এসেছি ছেলেবেলায় বহু বাচ্চাই ঘুড়ি উড়িয়ে বেড়াচ্ছে। ছুটির দিন হোক কিংবা পড়ন্ত বিকেল বেলা ছাদে উঠে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা করা খুবই মজাদার। এমনকি বিশ্বকর্মা পূজোতেও রঙিন ঘুড়ির আনাগোনা দেখা যায় এই বাংলাতে। ঘুড়ি ওড়াতে শুধুমাত্র বাচ্চারাই যে পছন্দ করে তা কিন্তু নয় বড়রাও এই খুশিতে সমানভাবে উপস্থিত হন। এ তো হলো ঘুড়ি ওড়ানোর আনন্দের কথা।

দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ম্যাচের (IPL DC vs MI) প্রসঙ্গে বলতে গেলে, ম্যাচের প্রথমে টস দিতে প্রথম ব্যাটিংয়ে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ২৫৭ রান তোলে দিল্লি। এরপর ৯ উইকেটে ২৪৭ রান তুলে মুম্বই থামে। অবশেষে ম্যাচে জয় হয়েছিল দিল্লি ক্যাপিটালসের।

Advertisements