Rohit Sharma’s Viral Video: ক্যাচ ধরতে গিয়ে খুলে গেল প্যান্ট! লজ্জায় লাল রোহিত শর্মা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জমজমাট ভাবে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ (IPL 2024)। চলতি বছর ইতিমধ্যেই জমজমাট বেশ কিছু মুহূর্ত দেখার সুযোগ পেয়েছেন দেশের মানুষেরা। যেমন যদি রবিবারের চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের কথা বলা হয় তাহলে ওই ম্যাচ ছিল পুরো পয়সা উসুল। এই ম্যাচে একদিকে যেমন মহেন্দ্র সিং ধোনির ছক্কার হ্যাটট্রিক ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে, ঠিক সেই রকমই রোহিত শর্মার (Rohit Sharma’s Viral Video) একটি মুহূর্ত স্টেডিয়ামে বসে থাকা দর্শক থেকে শুরু করে খেলোয়াড় সবাইকে হাসিয়ে খুন করেছে।

Advertisements

রবিবার চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে একটি ক্যাচ ধরতে যাওয়ার সময় রীতিমতো প্যান্ট খুলে যায় রোহিত শর্মার। যে ঘটনা দেখে স্টেডিয়ামে থাকা দর্শকরা যেমন হেসে খুন হয়েছেন ঠিক সেই রকমই মাঠের খেলোয়াড়রাও হাসি চেপে রাখতে পারেননি। আবার একইভাবে হাসি চেপে রাখতে পারেননি রোহিত শর্মাও। পাশাপাশি এই ঘটনায় তিনি রীতিমতো লজ্জায় লাল হয়ে ওঠেন।

Advertisements

রবিবারের ওই ঘটনায় যেমন দর্শকরা হাসি চেপে রাখতে পারেননি, খেলোয়াড়রা হাসি চেপে রাখতে পারেননি, ঠিক সেই রকমই হাসি চেপে রাখতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগ-আউটও। এমনকি এই ঘটনায় রোহিত শর্মাকে জল ও তোয়ালে দিতে এগিয়ে আসা ডেওয়াল্ড ব্রেভিসও হাসি চেপে রাখতে পারেননি। অন্যদিকে যারা এমন ঘটনা মিস করেছেন তারাও যখন সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার এই ভাইরাল ভিডিও দেখেন তখন হেসে লুটোপুটি দিতে শুরু করেন।

Advertisements

আরও পড়ুন ? MS Dhoni Sixes: ৬,৬,৬! বুড়ো হাড়ে আবারও ভেলকি দেখালেন ধোনি

রবিবার ওয়াংখারে স্টেডিয়ামে এমন মজাদার ঘটনার সাক্ষী থাকে ক্রিকেট মহল। তবে এই ঘটনার পর রীতিমত লজ্জায় পড়েন রোহিত এবং এই ঘটনার পুনরাবৃত্তি যাতে পুনরায় না হয় তার জন্য তিনি শক্ত করে ট্রাউজারের দড়ি বেঁধে নেন। তবে ক্রিকেট দুনিয়ায় এমন ঘটনা এই প্রথম ঘটলো তা নয়। এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। আর ঐ সকল ঘটনা সব সময়ই ক্রিকেট মহলে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে।

রবিবার রোহিত শর্মার সঙ্গে এমন ঘটনা ঘটে যখন চেন্নাই সুপার কিংস এর ইনিংসের ১১.৪ ওভারে আকাশ মাধওয়ালের বলে বড় শট নেওয়ার চেষ্টা করেছিলেন চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। সেই সময় ডিপমিড উইকেট বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রোহিত শর্মা। তখনই বল হাওয়ায় এলে রোহিত শর্মা ক্যাচ নেওয়ার চেষ্টা করেন। আর সেই মুহূর্তেই তার ট্রাউজার খুলে যাওয়ার ঘটনা ঘটে। তবে রোহিত শর্মা ক্যাচ নেওয়ার যথেষ্ট চেষ্টা করলেও তা তার নাগালে আসেনি।

Advertisements