দৌঁড়ে দৌঁড়ে নাকি গুটিগুটি পায়ে চাঁদে নামলো প্রজ্ঞান! দেখুন সেই অদেখা ভিডিও

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার ঠিক সন্ধ্যা ৬:০৪ মিনিট নাগাদ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে চন্দ্রযান ৩ (Chandrayaan 3) এর ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করার পর দেশের ১৪০ কোটি মানুষের স্বপ্নপূরণ হয়। দেশের ১৪০ কোটি মানুষের স্বপ্নপূরণের পাশাপাশি ভারত বিশ্ব রেকর্ড তৈরি করে। বিশ্বের প্রথম কোন দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান সফলভাবে নামাতে সক্ষম হয় তারা।

Advertisements

তবে চাঁদের মাটিতে সফল অবতরণ করেই আর শেষ নয় পুরো মিশন। যে উদ্দেশ্যে যাওয়া সেই উদ্দেশ্য পূরণ করতে পারলেই মিশন ১০০% সফল হবে। মিশন ১০০ শতাংশ সফল করার জন্য সবচেয়ে বেশি যার ভূমিকা সেটি হল রোভার প্রজ্ঞান। রোভার প্রজ্ঞান ইতিমধ্যেই বিক্রমের বুক চিরে বেরিয়ে পড়েছে চাঁদের মাটিতে। চাঁদের মাটিতে সে এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। আর এই সকল বিষয় নিয়েই এখন সাধারণ নাগরিকদের মধ্যে কৌতূহলের অন্ত নেই।

Advertisements

চন্দ্রযান ৩ এর সমস্ত সঙ্গী সাথী এবং তাদের কাজকর্ম নিয়ে আমজনতার মধ্যে কৌতূহলের পাশাপাশি আরও একটি কৌতুহল হল, গুটি গুটি পায়ে নাকি দৌড়ে দৌড়ে বিক্রম থেকে চাঁদের মাটিতে নামল প্রজ্ঞান। কেননা আমরা ইসরোর লাইভ টেলিকাস্ট থেকে দেখেছি, কিভাবে বিক্রম চাঁদের মাটিতে নেমেছে। কিন্তু প্রজ্ঞানের নামা আর দেখতে পাইনি। যদিও সেই আক্ষেপ দূর করতে এবার ইসরোর তরফ থেকেই প্রজ্ঞানের নামার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে।

Advertisements

ইসরোর তরফ থেকে শুক্রবার সকালবেলায় সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওটি মাত্র ৩০ সেকেন্ডের। যে ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে বিক্রম থেকে ঢালু পাটাতনের উপর দিয়ে চাঁদের মাটিতে নামলো প্রজ্ঞান। এই ভিডিওটি ক্যামেরাবন্দি করা হয়েছে বিক্রমের গায়ে থাকা ক্যামেরা থেকে। আকর্ষণীয় সেই ভিডিও এখন সোশ্যাল মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল।

চাঁদের মাটিতে অবতরণ করার পর থেকেই কাজ শুরু করে দিয়েছে বিক্রম এবং প্রজ্ঞান। বিক্রম থেকে প্রজ্ঞান চাঁদের মাটিতে নামার পর তথ্য সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছে। ভারতের এই মিশনের অংশ হিসাবে প্রজ্ঞান চাঁদে জল এবং খনিজ সম্পদের সন্ধান চালাবে।

Advertisements