Viral Video: অটো চালক মানেই মূর্খ নয়! বুড়োর ঝরঝরে ইংলিশ দেখে ‘থ’ যাত্রীরা

Antara Nag

Published on:

Advertisements

A video of an old auto driver speaking fluent English has gone viral on social media: সমাজের নিচুতলার মানুষ এর শিক্ষা নিয়ে আমরা সকলেই একটি ধারণা করে নিয়েছি। সমাজের চোখে আসলে মানুষের আর্থ-সামাজিক অবস্থাই হলো শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি। একজন রিক্সা কিংবা বাসচালক যে উচ্চশিক্ষিত হতে পারে অথবা একাধিক ভাষায় দক্ষ হতে পারে সেটা বিশ্বাস করা আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। কেউ কেউ হয়তো সত্যিই নবম কিংবা দশম শ্রেণীর বেশি পড়াশোনা করেননি আবার এমন মানুষও আছেন যারা স্কুলের গণ্ডিতেই কখনও পা রাখেননি। এখনই যদি কোন অটোচালকের মুখ থেকে ঝরঝরে ইংলিশ ভাষা শোনা যায় তাহলে অবাক হওয়ারই কথা। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়াতে (Viral Video)।

Advertisements

মানুষের একটা ভুল ধারণা আছে যে, শিক্ষিত ও প্রফেশনালরাই শুধু ইংরাজি ভাষা জানে। কিন্তু একটা বিষয় আমরা ভুলে যাই যে শিক্ষা সবসময় পুঁথিগত হয় না। স্কুলের গন্ডির বাইরে অনেক কিছু শেখার আছে যার সঠিক ধারণা আমাদের মধ্যে নেই। তাই চেনা ছকের বাইরে কোনো কিছু দেখলে সেটা হঠাৎ করে মেনে নিতে কষ্ট হয় আমাদের। সেই ভুলটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এক ব্যক্তি। তিনি পেশায় একজন অটোচালক। নিমেষের মধ্যে তিনি বলে চলেছেন ঝরঝরে ইংরেজি। তিনি মহারাষ্ট্রের এক অটোচালক। সেই ভিডিয়োই (Viral Video) সারা ফেলে দিয়েছে ইন্টারনেটে।

Advertisements

ভূষণ নামের এক ব্যক্তির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে। এমনকি ভূষণের সঙ্গেই ইংরেজিতে বার্তালাপ হয় অটোচালকের। একজন অটোচালকের ইংরেজিতে এতটা দক্ষতা সত্যি অবাক করে দিয়েছে সকলকে। ভিডিওটি instagram এ পোস্ট করার মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে। ভিডিওটা দেখা যাচ্ছে সেই বয়স্ক অটোচালক ঝরঝর করে বলছেন ইংরেজি ভাষা। এমনকি সকলের মাঝে তুলে ধরেছেন ইংরেজি শেখার প্রয়োজনীয়তা। যদি কেউ ইংরেজি ভাষাতে দক্ষ হয় তাহলে পৃথিবীর যেকোনো জায়গায় গিয়ে সে মানিয়ে নিতে পারবে। ইংরেজি জানা না থাকলে জীবনে নানা ক্ষেত্রে সমস্যা আসবে।

Advertisements

আরও পড়ুন ? Complain Against Police: কাল ঘাম ছুটবে পুলিশের, ভুল করলেই করা যাবে অভিযোগ, বিশেষ ব্যবস্থা রাজ্যের

ভাইরাল হওয়া ভিডিওতে (Viral Video) দেখা যায় অটোচালক বলছেন যদি আপনি লন্ডনে গিয়ে কাউকে ঠান্ডা জল দিতে বলেন তাও আবার মারাঠি ভাষায় তাহলে আপনাকে তাচ্ছিল্যের চোখে দেখবে। কিন্তু এই একই কথা ইংরেজিতে বললে আপনার কথা সে বুঝতেও পারবে এবং আপনাকে সম্মানও করবে। ইংরেজি শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেছেন এবং ইংরেজি শেখার জন্য সকলকে আবেদন করেছেন তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এমন অনেক অদ্ভুত জিনিসই চোখে পড়ে কিন্তু এই ভিডিওটি সত্যি মানুষকে অনুপ্রেরণা দিতে সাহায্য করবে।

এমনকি অটোচালক সবার সাথে ইংরেজিতে এই কথোপকথন সারছেন। তারপরই তাঁর সঙ্গে হাত মিলিয়ে অটোর পিছনে বসে থাকা যাত্রীকে নিয়ে নিজের গন্থব্যের উদ্দেশে রওনা দেন তিনি। ভিডিওটি সত্যি মন্ত্রমুগ্ধ করে দেবে সকলকে। ভাইরাল হওয়া এই ভিডিয়োটিতে এখনও পর্যন্ত আড়াই লক্ষের কাছাকাছি লাইক পেয়েছে। শুধু লাইক নয় কমেন্টের ঝড় বয়ে গেছে এই ভিডিওটিতে। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “তিনি অনেকটা এপিজে আব্দুল কালামের মতো কথা বলছেন।“ অন্য আরেকজন মন্তব্য করেছেন যে, তিনি ১৬ বছর ধরে পড়াশোনা করেছেন তবুও অটোচালকের ইংরাজী তার থেকে অনেক ভালো।

Advertisements