নিজস্ব প্রতিবেদন : বন্দে ভারত (Vande Bharat) মানেই ভারতীয় রেলের (Indian Railways) সবচেয়ে আধুনিক ট্রেন। এখনো পর্যন্ত অন্ততপক্ষে এমনটাই দাবি করা হচ্ছে রেলের তরফ থেকে। তবে এই ট্রেনটি নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। আর সেই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে অবশেষে সাফাই দিল রেল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি তে-পুরনো বৈদ্যুতিক ইঞ্জিন ঝড়ের গতিতে টেনে নিয়ে যাচ্ছে ঝাঁ-চকচকে একটি বন্দে ভারতকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর রেলকে বিজ্ঞপ্তি জারি করতে হয়। তবে এই ঘটনাকে নিয়ে কংগ্রেস নেতা কৃষ্ণা আল্লাভারু সহ অন্যান্য বেশ কয়েকজন ব্যক্তি ব্যঙ্গ করতে ছাড়েননি।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করেছেন আল্লাভারু। তিনি এটি আপলোড করার সঙ্গে সঙ্গে লিখেছেন, ‘৭০ বছরের ইতিহাস গত ৯ বছরের মিথ্যেকে টেনে নিয়ে যায়।’ তিনি মূলত মাত্র ২৫ সেকেন্ডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বর্তমান সরকারকে এক হাত নিয়েছেন।
বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এমন ঘটনাটি অর্থাৎ এমন মুহূর্ত ক্যামেরাবন্দী করা হয়েছে উত্তরপ্রদেশের সাকালডিহা রেলওয়ে স্টেশনের কাছে। ভিডিওটি গত ২২ জুন শশাঙ্ক জয়সওয়াল ক্যামেরাবন্দী করেন। তিনি এই ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করার পাশাপাশি লিখেছিলেন, চেন্নাইয়ের আইসিএফ কারখানা থেকে ট্রেনটি পাটনা নিয়ে যাওয়া হচ্ছিল। এর পাশাপাশি তিনি এও জানান, বন্দে ভারত ট্রেনটিতে কোন ক্রু সদস্য না থাকার কারণে একটি ওয়াগন-৯ ইঞ্জিন দিয়ে টানা হচ্ছিল।
पीछले 9 सालों के झूठ को खींच कर ले जाता 70 सालों का इतिहास? pic.twitter.com/WwdCIj7cQL
— Krishna Allavaru (@Allavaru) June 29, 2023
অন্যদিকে এই ঘটনা নিয়ে যখন চারদিকে নানান ধরনের তর্কবিতর্ক শুরু হয় সেই সময় রেলের তরফ থেকে জানানো হয়, ট্রেনটিকে প্রাথমিকভাবে ট্র্যাকের সঙ্গে যুক্ত করা হলে, রুট নির্ধারণ করা না হলে অথবা খালি কোচিং রেক চালু হলে তা অন্য ইঞ্জিন দিয়ে টানা হয়। রুট ঘোষণার পর ট্রেনের ইঞ্জিনের লোকো পাইলট নিযুক্ত করা হয়।