Viral Video: শাড়ি পরে আইস স্কেটিং! ভারতীয় মহিলার এই ভিডিও না দেখলে বিশ্বাস হবে না

Prosun Kanti Das

Published on:

শাড়িতে চলাফেরা করতে সত্যি খুব অসুবিধা হয়, বহু মহিলাই এমনটাই মনে করেন। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে এক ভারতীয়। আবার অনেকে শাড়িকেই নিজেদের পছন্দের পোশাকের লিস্টে রাখতে বরাবর পছন্দ করেন। মহিলারা যেখানে শাড়ি পরে ট্রেনে বাসে যাতায়াত করতে অসুবিধা বোধ করে, সেখানে দাঁড়িয়ে একটি মন ভালো করা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। আপনি একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না।

শাড়িতে পরে স্টান্ট করা যায় একথা আপনি কোথায় শুনেছেন? বহু বার এইসব প্রমাণিত হয়েছে বিভিন্ন ভিডিয়োতে। শাড়িতেই ভারতীয় নারীর আসল সৌন্দর্য ফুটে ওঠে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সিজন এখন অতীত। যদিও এর মূল কারণ হলো মানুষের ব্যস্ত জীবন। যারা ভাবেন মহিলারা কেবল পশ্চিমী পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের অন্তত একবার এই ভিডিওটি (Viral Video) দেখা উচিত।

এমন অনেক মানুষ আছেন যারা বিশ্বাস করেন যে, শাড়িতে মহিলাদের পক্ষে স্টান্ট করতে পারা সম্ভব নয়। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দেয় এই ভিডিওটি (Viral Video)। আপনি দেখতে পাবেন ভিডিয়োয় শাড়ি পরা এক মহিলাকে, যে কিনা তুষারময় জায়গায় স্কিইং করছে। আপনি হয়তো ভাববেন এসব আর নতুন কি? কিন্তু যখন ভিডিয়োটি দেখবেন অবশ্যই আপনি চমকে উঠবেন। ভারতীয় হিসাবে অবশ্যই এক গর্বের কথা। পোশাক নিয়ে যারা বেশি তর্ক-বিতর্ক করেন এই ভিডিওটি তাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবে।

মহিলাটির পরনে ছিল গোলাপি রঙয়ের শাড়ি, আর বেশ সাবলীলভাবেই স্কিইং করে পারি দিচ্ছেন বহু রাস্তা। ভিডিয়োটিতে দেখতে পাওয়া এই মহিলার নাম দিব্যা মাইয়া। দিব্যা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই সুন্দর কিন্তু সাহসী ভিডিয়োটি শেয়ার করেছেন। দিব্যার এই ভিডিয়ো মুগ্ধ করেছে নেটিজ়েনদের। তারা প্রশংসাতে ভরিয়ে দিয়েছেন তাকে। সত্যি তিনি প্রশংসা পাওয়ার মতোই কাজ করেছেন।

বহু মানুষ এর কমেন্ট দেখা গেছে ভিডিওটিতে।যখনই শেয়ার করা হয়েছে তারপর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। একজন কমেন্টে লিখেছেন যে, ওই মহিলা তার স্টান্ট দিয়ে মন জয় করেছে সকলের।ওই ব্যক্তি আরো লিখেছেন যে, ক্যামেরাম্যান সত্যি অবাক করা কাজ করেছে। মহিলাটির কোন মুহূর্ত ক্যামেরাম্যান মিস করেনি। শাড়ি পরে যে এত সুন্দর ভাবে স্টান্ট করা যায় এই মহিলাটিকে না দেখলে সত্যিই বিশ্বাস করা যেত না।