Viral Video of Rooster: মানুষ নয়, মোরগ নিচ্ছে অলিম্পিকসের প্রস্তুতি, হাসির খোরাক নেটিজেনদের কাছে। আমাদের জীবনটা এখন অনেকাংশেই সোশ্যাল মিডিয়ায় বন্দী। চারিদিকে শুধু নানা রকম পোস্ট আর রিলসের ছড়াছড়ি। বাদ পড়ছে না শিশু থেকে বৃদ্ধ কেউই। এমনকি নিজের বাড়ির পোষ্যকে নিয়েও ভিডিও বানায় অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জাররা। কেউ নিজের পোষ্যকে জামা কাপড় পরিয়ে ভিডিও বানাচ্ছেন, অথবা কেউ তার দৈনন্দিন কীর্তিকলাপ ভিডিও করে ছাড়ছেন। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ভিডিও দেখে মজার নেন নেটিজেনরা। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বাড়ি পোষ্যদের নিয়ে বানানো ভিডিওগুলি বেশিরভাগই হয় মজাদার। কোথাও পোষ্যের নানা দুষ্টু মিষ্টি কীর্তিকলাপ ক্যামেরা বন্দি করা হচ্ছে। আবার কোথায় হয়ত দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে নির্দিষ্ট পোষ্যটি। আমরা আজকের প্রতিবেদনে যে ভাইরাল ভিডিওটিকে (Viral Video of Rooster) নিয়ে কথা বলছি সেটিরও মূল কেন্দ্রে রয়েছে একটি মোরগ। যাকে সারা ভিডিও জুড়ে দেখা যাচ্ছে এদিক-ওদিক ছুটে বেড়াতে। ঠিক যেন অলিম্পিকসের প্রস্তুতি নিচ্ছে সে। আর এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই একবার না একবার দেখা যাচ্ছে ভিডিওটি।
ভাইরাল ভিডিওটি (Viral Video of Rooster) পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম এক্সের একটি অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্টের নাম কিরা। ভিডিওর সাথে একটি ক্যাপশনও লেখা ছিল। সেখানে ক্যাপশনে লেখা ছিল “চিকেন জুতা পরে আছে, বেশ মজার ভিডিও”। ভিডিওটিতে দেখা যায় একটি মোরগ কালো রঙের স্নিকার্স পড়ে হেঁটে হেঁটে আসছে। তারপর ছোট্ট একটা লাফ দিয়ে সিঁড়ি থেকে নেমে মোরগের দলে মিশে যায়। সেখানে আরো একজোড়া স্নিকার্স পড়ে থাকতেও দেখা যায়।
আরো পড়ুন: দুই মহিলা পুলিশ, দুই পুরুষ পুলিশ, স্বাধীনতার আনন্দে হিন্দি গানে জম্পেশ নাচ, ভাইরাল ভিডিও
গোটা ভিডিও জুড়ে দেখা যাচ্ছে একটি মুরগির দৌড়াদৌড়ি। দেখলে মনে হবে মুরগিটা যেন অলিম্পিকসের প্রস্তুতি নিচ্ছে। এই ভিডিওটি ভাইরাল (Viral Video of Rooster) হওয়ার সাথে সাথে নেট দুনিয়ায় যেন এক প্রকার হাসির রোল উঠে গেছে। মজাদার ভিডিওটিকে নেট পাড়ার বাসিন্দারা বেশ ভালোভাবেই উপভোগ করছেন। ভিডিওটি পোস্ট করা হয়েছে ২১ শে জুলাই। আর এইটুকু সময়ের মধ্যে ভিউয়ার্সের সংখ্যা ছাড়িয়েছে ৮৭ লাখ।আর কিছু সময়ের মধ্যেই হতো এক কোটি ভিউয়ার্সের গণ্ডি পেরোতে চলেছে ভিডিওটি। লাইকের সংখ্যাও নেহাত কম নয়। প্রায় ১৬ হাজার রিয়্যাকশন পাওয়া গেছে ভিডিওটিতে। কমেন্টের বন্যা বইছে। অনেকেই নিজেদের অ্যাকাউন্ট থেকে শেয়ারও করছেন ভিডিওটিকে।
chickens wearing shoes will never not be funny? pic.twitter.com/hy8dtGYhTC
— kira ? (@kirawontmiss) July 21, 2024
বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছবি, ভিডিও শেয়ার করা হচ্ছে। কমেন্ট সেকশনে অনেকেই নিজেদের মতামত প্রকাশ করেছেন। কেউ বলছেন, মুরগির পায়ে জুতোটা থেকে যাচ্ছে কিভাবে? আবার কেউ বলছেন ভিডিওটা খুব মজার। একজন ব্যবহারকারী এই ভিডিওর কমেন্ট বক্সে একটি প্যান্ট পরা মুরগির ছোট্ট ভিডিও পোস্ট করেছেন। এবং লিখেছেন, “আমার প্যান্ট পরা মুরগিও খুব ভালো লাগে।“ যে যার নিজের মতামত প্রকাশ করছে। ভিডিওটি থেকে আনন্দও উপভোগ করছে সবাই। আর সবার এই আনন্দ এই ভিডিওটিকে ভাইরাল (Viral Video of Rooster) হতে আরো সাহায্য করছে।