ডিজিটাল যুগে নেটদুনিয়াতে ভাইরাল (Viral Video) হওয়ার জন্য মানুষ সব করতে রাজি। জনপ্রিয় হবার জন্য কেউ সিগন্যালের সামনে নাচতে শুরু করছেন, কেউ খাচ্ছেন চকোলেট ম্যাগি, অনেকেই আবার অসম্মান করে ফেলছে জাতীয় সঙ্গীতকে। রিলস বানাতে গিয়ে তারা সাধারণ মানুষকে প্রতি পদে বিপদে ফেলে দিচ্ছে। বহু মানুষ এমন আছে যারা প্রতিনিয়ত পরিশ্রম করছে রোজকারের জন্য, এই ইউটিউবে ব্লগাররা তাদেরকেও ছাড়ছেনা। রাস্তাঘাটে সাধারণ মানুষ বিপদে পড়ছে এদের জন্য।
সম্প্রতি নেটদুনিয়াতে একটি ভিডিয়ো খুবই ভাইরাল (Viral Video) হচ্ছে। যেখানে এক তরুণী যে কিনা ইউটিউব ব্লগার, ভাইরাল হওয়ার তাড়নায় ট্রেনের জেনারেল কমপার্টমেন্টে উঠে এক বৃদ্ধ হকারকে ঠেলে সরিয়ে দিয়ে নাচতে শুরু করে দেন। ভাইরাল হওয়া একটি গানে ‘যতই তুমি বাহানা করো না কেন’ ট্রেনের মধ্যেই নাচতে শুরু করে সেই তরুণী। তার পরনে ছিল লাইলাক রঙের প্যান্ট ও সাদা রঙের ক্রপ টপ।
এই ভিডিয়ো (Viral Video) দেখেই স্বাভাবিকভাবেই বিরক্ত হয়েছে নেটপাড়ার একটা অংশ। একজন কমেন্টে লিখেছেন, এইসব মেয়েদের কাজই শরীর দেখিয়ে ভাইরাল হওয়া। এদের নিজেদের কোন গুণ নেই। তাই নাচগানের ভিডিও দেখিয়ে পয়সা ইনকাম করাই মূল উদ্দেশ্য। আবার অনেকে বলেছেন, ট্রেনে সবাই একে ভুত দেখার মত দেখছে। তৃতীয়জন লিখেছেন, এই মেয়েটি সিগনালে দাঁড়িয়ে নাচ করেছে পর্যন্ত।তখনই গাড়ি ধাক্কা মারলে ভালো হতো।
কোনো একসময় ভাইরাল হওয়া গায়িকা রানু মণ্ডলকে নিয়েও ইউটিউবাররা প্রচুর ট্রল ভিডিয়ো করে চলেছেন। সেইসব নিয়ে প্রতিবাদের সরব হয়েছে নেটনাগরিকদের অনেকে। জনপ্রিয় মিউজিক ডিরেক্টর তথা গায়ক হিমেশ রেশমিয়ার সাথে রানু মণ্ডল গান গেয়েছেন। অবশ্য সেসব এখন অতীত। রানু মন্ডলকে আবারো ফিরে আসতে হয়েছে রানাঘাটে।
রানু মন্ডলের বাড়িতেই বিভিন্ন ইউটিউবাররা পৌঁছে যাচ্ছেন। তাকে অদ্ভুত সাজে সাজিয়ে বিভিন্ন রকম হাস্যকর ভিডিয়ো (Viral Video) করছেন লাইক আর ভিউয়ের আশায়। অনেকে বলেছেন রানু মণ্ডলের মানসিক পরিস্থিতি ঠিক নেই। তাই তাকে নিয়ে কোনো রকম ভিডিও বানানো মোটেই কাম্য নয়।