নিজস্ব প্রতিবেদন : ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’! সোমবার এমনই ঘটনার সাক্ষী থাকলো গোটা বিশ্ব। মূলত হাসিনা সরকারের পতনের পরিপ্রেক্ষিতেই এমন ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ব। হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভকারীদের মধ্যে রীতিমতো উল্লাস দেখা যায়, কেউ হাসিনার বেডরুমে ঢুকে বিছানায় শুয়ে নিজেদের আনন্দ প্রকাশ করেন, আবার কেউ ডাইনিংয়ে খেলেন চিকেনের ঠ্যাং, কেউ আবার বাগান থেকে আম পেড়ে হাতে নিয়ে আনন্দে মেতে ওঠেন। আবার কাউকে কাউকে দেখা যায় বিশাল সুইমিং পুল বা জলাধারে আনন্দে মেতে উঠতে।
সোমবার হাসিনা সরকারের পতনের পর এমনই নানান ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাংলাদেশের সেই সকল ভিডিও (Bangladesh Video) ও ছবি এইসব যা যা বলছি সেসবেরই প্রমাণ দেয়। প্রায় দুমাস ধরে বাংলাদেশে চলা অস্থিরতা শেষমেশ সরকারের পতন ঘটিয়ে দিল ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকারবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে।
সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধের পরিপ্রেক্ষিতেই এই ছাত্র আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছিল। ছাত্র আন্দোলন এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে শয়ে শয়ে আন্দোলনকারী ছাত্রদের মৃত্যুর পাশাপাশি পুলিশ থেকে সেনা সবেরই প্রাণহানি হয়। এরপর পরিস্থিতি দিন কয়েক কিছুটা হলেও স্থিতিশীল হয়। কিন্তু রবিবার থেকে আন্দোলন আরো জোরদার হয়ে ওঠে। রবিবারের আন্দোলন ছিল হাসিনার পদত্যাগ নিয়ে। যে আন্দোলনেও বহু আন্দোলনকারী ও পুলিশ প্রাণ হারান। আর এরপরই সোমবার হাসিনা সেনাপ্রধান ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে পদত্যাগ করেন।
আরও পড়ুন ? Bangladesh Military Coups: প্রথম নয়, বাংলাদেশে ২৯ বার হয়েছে সেনা অভ্যুত্থান, দেখে নিন তালিকা
হাসিনা কেবলমাত্র পদত্যাগ করেছেন এমন নয়, পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে তাকে গোপনে দেশ ছাড়তেও হয়। অন্যদিকে হাসিনা সরকারের পতনের পাশাপাশি বিক্ষোভকারীরা বাংলাদেশের গণভবনের দখল নেয়। নজিরবিহীনভাবে মুক্তিযোদ্ধার নায়ক বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা হয়।
?House of Bangladesh former PM Sheikh Hasina invaded by rioters
– She was forced to resign by Bangladesh Army Chief & has fled Dhaka#Bangladesh#BangladeshViolence #SheikhHasina pic.twitter.com/9RKwqCo1dR
— Kreately.in (@KreatelyMedia) August 5, 2024
Protesters in Bangladesh waving Palestinian flags to celebrate victory…#Bangladesh #FreePalestine
pic.twitter.com/crG96HZfLx— MD ALAM (@md_alam_ansari) August 5, 2024
Bangladesh Protesters Stormed #SheikhHasina’s house Ganabhaban. Hasina escaped Gaddafi’s fate by a few minutes. #Bangladesh #bangladeshBreaking #BangladeshBleeding #SheikhHasina pic.twitter.com/gyXSsB7J5s
— Jagdanand Pradhan (@JPradhanINC) August 5, 2024
শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা এদিন দুপুর তিনটে নাগাদ পদত্যাগ করেন। তবে তার পদত্যাগের আগেই বিক্ষুব্ধকারীরা শেখ হাসিনার বাসভবন ও গণভবনের দখল নিয়ে নিয়েছিল। এই সকল জায়গা দখল নেওয়ার পাশাপাশি সেই সকল জায়গায় ঢুকে রীতিমত উল্লাস করতে দেখা যায় বিক্ষোভকারীদের। শেখ হাসিনার বাসভবনের বেডরুম থেকে শুরু করে কিচেন, ডাইনিং সব জায়গায় ঢুকে উল্লাস করেন তারা। এমনকি শেখ হাসিনার বাসভবনের বিভিন্ন জিনিসপত্র নিয়েও বিক্ষোভকারীদের বেরিয়ে যেতে দেখা যায়।