Chataidhura: দার্জিলিং ভুলে ঘুরে আসুন পাশের এই গ্রাম, সত্যি বলতে প্রেমে পড়ে যাবেন

Visit Chataidhura instead of Darjeeling in the coming summer: পাহাড়ে ঘুরতে যেতে যারা পছন্দ করেন তাদের জন্য অতি পরিচিত একটি জায়গা হলো দার্জিলিং। বর্তমানে পর্যটকদের কাছে দার্জিলিং এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে এখানে সারা বছরই ভ্রমণপ্রিয় মানুষদের ভিড় চোখে পড়ে। কিন্তু আপনি যদি একঘেয়ে কাজের ফাঁকে অত্যধিক ভিড় থেকে দূরে কিছুটা সময় পাহাড়ি প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করতে চান তবে আজকের এই প্রতিবেদন আপনাকে উপকৃত করবেই। কারণ আজ এই প্রতিবেদনে আপনাকে দার্জিলিং এর কাছের চাটাইধুরা (Chataidhura) নামক সুন্দর একটি গ্রামের সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি।

দার্জিলিং এর কাছেই অবস্থিত এই চাটাইধুরা গ্রাম (Chataidhura)। পাহাড়ি প্রকৃতির মাঝে নিস্তব্ধ শান্তি ও অ্যাডভেঞ্চার উভয়ই একসাথে খুঁজে পাবেন এই সুন্দর পাহাড়ি অঞ্চলটিতে। আবার এর কাছেই রয়েছে হাওয়াঘর ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট এর প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে মুগ্ধ করবেই।

চাটাইধুরা (Chataidhura) গ্রামটি অবস্থিত আমাদের চির পরিচিত দার্জিলিং শহর থেকে মাত্র ১৮ কিমি দূরে। প্রকৃতি যেন এই গ্রামটিকে ছবির মতো সুন্দর করে সাজিয়ে রেখেছে। পাহাড়ের প্রায় ৬৯৫৬ ফুট উঁচুতে আছে এই গ্রাম। অপূর্ব সুন্দর এই গ্রামটি তার নির্জন, নিরিবিলি ও সৌন্দর্যে পরিপূর্ন রূপের ডালি সাজিয়ে অপেক্ষা করে পর্যটকদের জন্য। কুয়াশার চাদরে মোড়া এই পাহাড়ি গ্রামটিই শুধু নয়, এর কাছেই অবস্থিত রয়েছে অতি সুন্দর হাওয়াঘর ভিউ পয়েন্ট।

আরও পড়ুন 👉 Indian Railways Special Trains: পুরি হোক অথবা দার্জিলিং, আরও সহজে মিলবে ট্রেনের টিকিট, বড় পরিকল্পনা রেলের

পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে পৌঁছে যাওয়া যাবে হাওয়াঘর ভিউ পয়েন্ট এ। তবে এখানে অত্যধিক সমস্যা সৃষ্টি করে জোঁক। বিশেষ করে বর্ষার সময় এদের উৎপাত অত্যন্ত বেড়ে যাওয়ার কারণে পর্যটকদের বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়। এ সময় ফুল প্যান্ট আর পা ঢাকা জুতো পরে তবেই এই স্থানে যাওয়া উচিত। এই জঙ্গলের থেকে কিছুটা দূরে আছে লেপচাজগত ও গুহা মন্দির। এই সুন্দর পাহাড়ি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বহু মানুষই এখন বেড়াতে যান এই গ্রামে।

নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি গাড়িতে পৌঁছে যাওয়া যায় ৭২ কিমি দূরে অবস্থিত চাটাইধুরা (Chataidhura) গ্রামে। অথবা দার্জিলিংগামী বসে ঘুম এসে সুখিয়াপোখরির গাড়িতে শিবমন্দির স্টপেজেও নেমে পড়া যায়। এখানে পর্যটক দের থাকার জন্যও বিশেষ হোম স্টে এর ব্যাবস্থা করা আছে। তাই অনায়াসে দুটো দিন থাকতেও পারবেন এই সুন্দর গ্রামটিতে।