Dheu Sagar Digha: খুব অল্প খরচে যখন তখন ঘুরে আসার মত একটি জনপ্রিয় জায়গা হল দীঘা। সপ্তাহের শেষে ব্যস্ততা কাটিয়ে চটজলদি ঘুরে আসা যায় দীঘা থেকে। তবে আগে এক দুদিনে বেশ ভালোভাবেই সময় কাটিয়ে ঘুরে আসা যেত দীঘা থেকে। কিন্তু এখন তা সম্ভব হবে না। তার কারণ দীঘার মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ঢেউ সাগর। ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উদ্বোধন করা হয় ঢেউ সাগর পার্কের (Dheu Sagar Digha), যা আজ পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
সামনেই আসছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস মানে ছুটির শুরু। তবে এইবার ছুটিতে আর অন্য কোথাও নয় ছুটে যেতেই হবে দিঘার ঢেউ সাগর পার্কে (Dheu Sagar Digha)। তার কারণ ডিসেম্বরে বড়দিন উপলক্ষে নতুন সাজে সজ্জিত হয়ে উঠতে চলেছে দীঘার ঢেউসাগর। বাচ্চা থেকে বড় সকলেরই দৃষ্টি আকর্ষণ করতে চলেছে ঢেউ সাগরের এই অন্যতম নতুন সাজ। যেখানে থাকছে একাধিক রাইড। থাকবে – ফ্লোটিং সাইকেল, জিপ বাইক, জায়ান্ট সুইং, সেভেন ডি শো, জিপ লাইনের মত অত্যাধুনিক এবং আকর্ষণীয় সমস্ত রাইড।
আরো পড়ুন: একবার পা রাখলেই মন শান্ত হয়ে যাবে প্রকৃতির আশীর্বাদধন্য এই গ্রামে
এজেন্সির ম্যানেজার শাশ্বতী বোসেলের দায়িত্ব রয়েছে পুরো পার্কটির। তিনি নিজে জানিয়েছেন যে, এমন কিছু রাইড বসতে চলেছে যা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যে দেখা যায়নি। তাই আশা করা যাচ্ছে এই নতুন রূপে পর্যটকদের ভিড় আরো বৃদ্ধি পাবে। ইতিমধ্যে রাইডগুলির ট্রায়াল শুরু হয়ে গেছে ঢেউ সাগরে (Dheu Sagar Digha)। শুধুমাত্র চূড়ান্ত অনুমতির বাকি। সরকার থেকে অনুমোদন পাস করলে আগামী ২৫শে ডিসেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে ঢেউসাগরের এই রোমাঞ্চকর রাইডগুলি।
আরো পড়ুন: ঘুরে দেখুন হিমাচল প্রদেশের ১০টি অফবিট জায়গা, বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে
এই নতুন সাজের জন্য খরচ হচ্ছে প্রায় ৭০ লক্ষ টাকা। তবে রাইডগুলি যে পর্যটকদের উত্তেজনা এবং উন্মাদনা বাড়িয়ে চলেছে তা বলার বাকি রাখে না। জিপ লাইন দুটি তারের মধ্যে থেকে যেতে হবে। জিপ বাইকও প্রায় একই রকম। তো এই সমস্ত রাইডগুলির জন্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। থাকছে সুরক্ষা বেল্ট। জায়ান্ট সুইং নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে সকলের মধ্যে। শুধু অপেক্ষা রাইডগুলি চালু হওয়ার।
কাঁথির মহকুমা শাসক তথা দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক সৌভিক ভট্টাচার্য বলেছেন যে পর্যটকদের বিনোদনের জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। চারিদিকে নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরার জন্য চেষ্টা করছে সরকার। শুধুমাত্র এই ধরনের অত্যাধুনিক রাইড নয়, থাকছে – ডবল প্যাডিং সাইকেল, টয় ট্রেন, বোটিং, মিনি ক্রুজের মতো আকর্ষণও। সেলফি পয়েন্টও তৈরি করা হচ্ছে।