Visit Ganga Sagar at low cost during puja: ভ্রমণ বাঙালির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, সুযোগ পেলেই বেরিয়ে পড়ে এখানে সেখানে। কখনো কাছে কখনো বা দূরে বাঙালি পর্যটকদের ভিড় সর্বত্র। পুজোর কটা দিন বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ঘুরে আসা যেতে পারে রাজ্যের মধ্যে কোনো পর্যটন কেন্দ্র থেকে। এর মধ্যে গঙ্গাসাগর (Sagar)হল অন্যতম।
যত দিন যাচ্ছে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে সাগর (Sagar), চাইলে আপনিও যেতে পারেন। একদিকে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং অন্যদিকে ভক্তির মেলবন্ধন। সাগরের নীল জলে হারিয়ে যেতে চাইলে পুজোয় সোজা চলে আসুন গঙ্গাসাগর (Sagar)। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যাত্রাপথ আর আগের মত দুর্গম নেই তাই সহজেই পৌঁছে যেতে পারেন সাগরে। গঙ্গাসাগর মেলার সময় সাগরসঙ্গমে অত্যাধিক ভিড় হয়। সেই কারণে অনেকেই সেই সময় পবিত্র তীর্থভূমি এড়িয়ে যান।
কিন্তু আপনি ঘোরার জন্য নিশ্চিন্তে দুর্গা পুজোর সময়টা বেছে নিতে পারেন। ভিড় বেশি না থাকায় আপনি নির্দ্বিধায় ঘুরে আসতে পারবেন গঙ্গাসাগর (Sagar) থেকে। এখানে গেলে আপনি উপলব্ধি করতে পারবেন প্রকৃতির অপার সৌন্দর্যকে। সাগরে আছে বিস্তীর্ণ বেলভূমি, সাগরসঙ্গম ও বঙ্গোপসাগরের জলরাশি সবই যেন আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে নৈস্বর্গিক পরিবেশে। বাড়তি পাওনা হলো কপিল মুনির দর্শন। তবে সমুদ্রতট অনেকটা এগিয়ে এসেছে এমনকি উল্টোদিকে বকখালিতে বেড়েছে সমুদ্রতট। সেইজন্যই বহু পর্যটকই পছন্দ করছেন সাগরের বেলাভূমিকে। বর্তমানে কিন্তু প্রতি সপ্তাহেই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।
চলুন জেনে নেওয়া যাক গঙ্গাসাগরে (Sagar) যাবার পথনির্দেশ। প্রথমে শিয়ালদহ থেকে ট্রেনে চেপে আসতে হবে কাকদ্বীপে। শিয়ালদহ থেকে কাকদ্বীপ ট্রেনভাড়া মাত্র ২৫ টাকা। কাকদ্বীপ স্টেশনে নামার পর আপনি যেকোনো টোটোতে করে লট নং ৮ এ পৌঁছে যাবেন এবং আপনাকে ভাড়া দিতে হবে মাত্র ২০ টাকা। সেখান থেকে ভেসেলে কচুবেড়িয়া, ভেসেল খরচ ৮ টাকা। এরপর প্রায় ৩০ কিমি আপনাকে বাসে করে যেতে হবে ভাড়া মাত্র ৩০ টাকা।
আপনার জন্য রয়েছে আরো একটি পথনির্দেশ সেটি হলো- আপনাকে শিয়ালদহ থেকে ট্রেনে চেপে নামখানা যেতে হবে। যার ভাড়া মাত্র ২৫ টাকা। এরপর নামখানার নারায়ণপুর ঘাট থেকে বেণুবন ঘাটে পৌঁছাতে হবে ৩২ টাকা ভাড়া দিয়ে। সেখান থেকে টোটোতে করে আপনাকে ১২ কিমি পথ যেতে হবে মাত্র ৫০ টাকা ভাড়া দিয়ে। আপনি যেই পথ ধরেই যান না কেন ভাড়া মাত্র ১৫০ টাকাই লাগবে।