Golden Beach in Odisha: খরচ মাত্র ২০ টাকা! এবার দিঘা-পুরি ভুলে ঘুরে আসুন এই সমুদ্র সৈকতে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Visit one of the blue flag beach in Country, to Golden Beach of Odisha for just 20 rupees: বাঙালি আসলে একটি ভ্রমণপ্রিয় জাতি। অল্প সময়ে এবং সল্প খরচে ঘোরার কথা উঠলেই বাঙালির প্রথমে মাথায় আসে দীঘা-পুরী এবং দার্জিলিং এর কথা। দিপুদা নামটি এই কারণে এত জনপ্রিয় বাঙ্গালীদের মধ্যে। আশা করি দিপুদা মানে সকল বাঙালি কম বেশি জানে। কিন্তু একঘেয়ে আর কতই বা দীঘা পুরী কিংবা দার্জিলিঙে ঘুরবেন। একেবারে অল্প টাকায় ঘুরে আসুন নতুন এই সমুদ্র সৈকত থেকে (Golden Beach in Odisha)।

Advertisements

এমন অনেক মানুষ আছেন যারা বাজেটের মধ্যে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য দীঘা, পুরী এবং দার্জিলিং পছন্দের তালিকার একেবারে প্রথমে থাকে। এমন মানুষ আছেন যারা পাহাড় সব থেকে বেশি পছন্দ করেন আবার কেউ কেউ এমনও রয়েছেন যারা সমুদ্র বলতে অজ্ঞান। আপনি কোন পর্যায়ে পড়েন সমুদ্র পছন্দ নাকি পাহাড়? এই শীতে পাহাড়ে না গিয়ে নতুন কোন সমুদ্র সৈকতে যাওয়ার ইচ্ছে কি আপনার আছে? একবারে বাজেটের মধ্যে ঘুরে আসতে পারেন এখান থেকে(Golden Beach in Orisha)।

Advertisements

আজকের প্রতিবেদনে আপনাকে সন্ধান দেওয়া হবে এক নতুন ধরনের সি বিচের। এই নতুন বিচটি সম্পর্কে মানুষ এখনো অতটা জানে না। একে নাকি মিনি গোয়াও বলা হয়। সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই সমুদ্র সৈকতটির নাম হলো গোল্ডেন বিচ (Golden Beach in Odisha)। উড়িষ্যার কথা উঠলেই আমাদের মাথায় প্রথমে আসে পুরী কিংবা গোপালনগর এর কথা। কিন্তু আপনি যদি একবার এই গোল্ডেন বীচে আসেন তাহলে এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এর আকর্ষণে আপনি বারবার আসতে চাইবেন এই বিচটিতে। এই বিচটির প্রেমে পড়তে আপনি বাধ্য। ওড়িশা রাজ্যে অবস্থিত সুন্দর গোল্ডেন বিচ ‘ব্লু ফ্ল্যাগ’ সার্টিফিকেশন পেয়েছে সম্প্রতি। এফইই ডেনমার্ক দেশের 8 টি সৈকতের মধ্যে গোল্ডেন বিচকে অন্তর্ভুক্ত করেছে যা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে।

Advertisements

আরও পড়ুন ?New Sea Beach Destination: দীঘা-বকখালি এখন অতীত! এবার মন ভরাতে ঘুরে আসুন কলকাতার কাছেই এই সমুদ্র সৈকত

নয়া এই সি বিচটি কিন্তু (Golden Beach in Odisha) ৮৭০ মিটার জুড়ে বিস্তৃত। বছরের যে কোন সময় পর্যটকরা এখানে ভিড় জমায়। ওড়িশা সরকার এই সমুদ্র সৈকতের বিশেষভাবে পর্যবেক্ষণ করছে। আপনি এখানে কীভাবে পৌঁছাবেন জানেন? এই প্রতিবেদন থেকে আপনি বিস্তারিতভাবে সবই জানতে পারবেন। পুরীর বিখ্যাত স্বর্গদ্বার থেকে টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন এই গোল্ডেন বিচে। এখানে সবকিছু এত সুন্দর করে সাজানো যে একবার দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। এখানে কিন্তু বিনামূল্যে প্রবেশ করতে পারবেন না সাধারণ মানুষ। সুন্দর এই সি বিচটিতে প্রবেশ করতে গেলে আপনাকে দিতে হবে কুড়ি টাকা।

এছাড়াও আরো কিছু বিষয় আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার, গোল্ডেন বিচ বাদেও দেশের যে আটটি সৈকতকে ‘ব্লু ফ্ল্যাগ’ সার্টিফিকেশন দেওয়া হয়েছে সেই তালিকায় আছে শিবরাজ সৈকত (দ্বারকা-গুজরাট), ঘোঘলা (দিউ), কাসারকোড এবং পাদুবিদ্রি সৈকত (কর্ণাটক), কাপ্পাড সৈকত (কেরালা), ঋষিকোন্ডা সৈকত (অন্ধ্রপ্রদেশ), গোল্ডেন বিচ (ওড়িশা) এবং রাধানগর সৈকত (আন্দামান-নিকোবর)। এফইই’র ইতিহাসে এই প্রথম এক দেশের আটটি সৈকত একবার ‘ব্লু ফ্ল্যাগ’ ট্যাগ পেয়েছে। যা ভারতের পক্ষে সত্যি গর্বের।

Advertisements