Advertisements

Houseboat near Kolkata: কেন যাবেন কাশ্মীর, কেন যাবেন কেরালা? এবার কলকাতাতেই মিলবে হাউসবোটে রাত কাটানোর সুযোগ

Prosun Kanti Das

Published on:

Visit Houseboat near Kolkata in a Pocket friendly Budget: কাজের পাশাপাশি মানসিক শান্তি পেতে অনেকেই কর্মের মাঝেই ছুটিতে নানা জায়গায় ঘুরতে যান। তবে বাংলার বাইরের দিকে গেলে তাতে খরচ একটু বেশি পড়ে। তাই কম খরচে পর্যটকদের কাছে বাংলার পর্যটন ব্যবস্থাকে আকর্ষণীয় করে তুলতে ঢেলে সাজানোর পরিকল্পনা রাজ্য সরকারের। যেতে হবে না বাংলার বাইরে, বাইরের প্রাকৃতিক সৌন্দর্য সহ বিশেষ কিছু জিনিস উপভোগ করা যাবে বাংলাতেই। সেই উদ্যোগে দীঘা, মন্দারমনি, বকখালি পর্যটন কেন্দ্রগুলিকে অপরূপ সৌন্দর্যের অধিকারী করে তোলা হচ্ছে। সেইসব পর্যটন কেন্দ্রগুলির মধ্যেই উঠে এসেছে এক বিশেষ পর্যটন ব্যবস্থা (Houseboat near Kolkata)। যার জন্য কলকাতা থেকে কাশ্মীর, কেরালায় উপভোগ করতে যাচ্ছেন মানুষ। কি সেই বিশেষ পর্যটন ব্যবস্থা? সেখানে খরচ খরচায় বা কেমন? কিভাবেই বা যাওয়া যাবে? রইল সমস্ত বিস্তারিত তথ্য।

Advertisements

কাশ্মীর, কেরালা ঘুরতে গেলেই হাউসবোটে রাত কাটানোর সুযোগ কেউ ছাড়ে না। খরচ-খরচা একটু বেশি হলেও এই উপভোগ কম-বেশি সবাই করতে চায়। তাই পর্যটকদের কথা মাথায় রেখে বাংলাতে সেই বিশেষ পর্যটন কেন্দ্রের ব্যবস্থা করল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। যে হাউসবোটে (Houseboat near Kolkata) রয়েছে থাকা-খাওয়া সহ বিনোদনের ব্যবস্থা। মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে রয়েছে এই হাউসবোট। যা ব্যারাকপুরের গান্ধীনগরের পাশেই অবস্থিত।

Advertisements

তবে যখন ইচ্ছা গেলেই এই হাউসবোটে যে রুম পাওয়া যায় তা নয়। কারণ সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এই হাউসবোটে। তাই এর জন্য আগে থেকে রুম ফাঁকা আছে কিনা তা দেখে বুক করে তবেই যেতে হয়। এর জন্য অনলাইনে https://wbtdcl.wbtourismgov.in/home-এ এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দেখে বুকিং করতে হয়। অথবা ফোন বা ইমেইল করেও বুকিং করা যাবে। ফোন করে বুকিংয়ের জন্য ডায়াল করতে হবে +91-9874026921 এই নম্বর এবং ইমেইল করে বুকিং করতে চাইলে malanchatouristlodge@gmail.com-তে মেল করে সমস্ত তথ্য জেনে বুকিং করা যাবে। থাকা, খাওয়া এবং বিনোদন ব্যবস্থা নিয়ে খরচ-খরচা রয়েছে ফ্রেন্ডলি বাজেটের মধ্যেই।

Advertisements

আরও পড়ুন ? Palace of Purulia: পুরুলিয়ার এই রাজবাড়ী তৈরি করেছিলেন চীনের রাজমিস্ত্রিরা, কাজ হয়েছিল ১২ বছর ধরে

খরচ-খরচা কেমন? মূলত কেরালা, কাশ্মীর বেড়াতে গেলে বেশ মোটা টাকার খরচ-খরচা রয়েছে। তবে কলকাতার এই হাউসবোটে এসি ডাবল বেডরুমে এক রাত থাকার খরচ-খরচা রয়েছে ৪ হাজার টাকার মতো। যা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে। তবে ওয়েবসাইটে দেওয়া এই মূল্য নির্ধারিত কিনা তা স্পষ্ট নয়। ফলে বুকিংয়ের আগে ওয়েবসাইট থেকে এই ভাড়া সম্পর্কিত তথ্য দেখে নেওয়া উচিত।

কিভাবে যাওয়া যাবে? যেহেতু এটি অবস্থিত ব্যারাকপুরে তাই কলকাতা থেকে বাস-ট্রেন যেকোনো রুটে প্রথমে ব্যারাকপুর স্টেশনে পৌঁছাতে হবে। তারপর সেখান থেকে টোটো করে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। অথবা কেউ গাড়ি ভাড়া করেও আসতে পারেন। তবে এখানে এলে যে শুধু হাউসবোটে (Houseboat near Kolkata) থাকার সুযোগ মিলবে তা নয়। পাশাপাশি ঘুরে বেড়ানোর রয়েছে প্রচুর জায়গা। রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি অন্নপূর্ণা মন্দির, ভুতুড়ে নামক একটি কোঠি, মঙ্গল পান্ডে পার্ক, গান্ধীঘাট। হাউসবোটে থেকে দেখা যাবে ব্রিটিশ আমলে তৈরী গ্যারিসন চার্চ।

Advertisements