Travel Spot: উত্তরবঙ্গ মানেই দার্জিলিং নয়, ভারত-ভুটানের নদীর পাড়ের এই গ্রাম গেলেও মন ছড়িয়ে যায়

Antara Nag

Published on:

Advertisements

Visit the last village of West Bengal from Bindu Travel Spot this summer: বহু জায়গা নিয়ে তৈরি ভারতবর্ষ। কিন্তু এই ভারতবর্ষে এমনও কিছু কিছু জায়গা রয়েছে যা অনেকের কাছেই অজানা। এমনই একটি অসাধারণ গ্রাম রয়েছে ভারত-ভুটান মধ্যস্থলে। মূলত নদী পাড়ে অবস্থিত এই গ্রাম। যে গ্রাম থেকে একদিকে দেখা যায় ভারতকে অপরদিকে দেখা যায় ভুটানকে। পশ্চিমবঙ্গের শেষ গ্রাম বলা হয় এই গ্রামকে (Travel Spot)। আবার অপরদিকে এই গ্রামকে ভারত-ভুটান সীমান্তের শেষ গ্রাম নামে অভিহিত করা হয়। কী এই গ্রামের নাম? কিভাবেই বা পৌঁছানো যাবে এই গ্রামে?

Advertisements

প্রসঙ্গত, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের কথা বললেই মাথায় আসে দার্জিলিং, জলপাইগুড়ির কথা। কিন্তু দার্জিলিং ছাড়াও উত্তরবঙ্গে রয়েছে আরো ঘোরার জায়গা রয়েছে। যার মধ্যে অন্যতম একটি ছোট্ট গ্রাম বিন্দু (Travel Spot)। যে গ্রামের সম্পর্কে অনেকেই জানেনা। ভারত-ভুটান সীমান্তে, পশ্চিমবঙ্গের শেষ প্রান্তে অবস্থিত এই বিন্দু গ্রাম। যার শিলিগুড়ি থেকে দূরত্ব ১০৩ কিলোমিটার।

Advertisements

শিলিগুড়ি অথবা জলপাইগুড়ি দুই জায়গার যেকোনো জায়গা থেকে সহজেই পৌঁছানো যায় এই বিন্দু গ্রামে। জলপাইগুড়ি থেকে ৮৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যায় বিন্দু গ্রামে। আবার অপরদিকে কালিম্পং থেকে এই বিন্দু গ্রামের দূরত্ব ১২১ কিলোমিটার। তবে যেখান থেকেই এই গন্তব্যে উদ্দেশ্যে রওনা দেওয়া হোক মাঝখানের বেশ কিছু দৃশ্য দেখার মতো।

Advertisements

আরও পড়ুন ? Chamung River Nest: পাহাড় যেতে ভালোবাসেন অথচ রিভার নেস্ট যাননি! তাহলে কী আর ঘুরলেন

বিন্দু গ্রাম যাত্রার পথে প্রথমেই যে অসাধারণ দৃশ্য চোখে পড়বে তা হল ব্রিটিশ আমলের তৈরি করোনেশন ব্রিজ। যে ব্রিজের উপর দাঁড়িয়ে বেশ কিছুক্ষন দেখতে হবে পাহাড়ের মাঝ বরাবর বয়ে চলা তিস্তার অসাধারণ দৃশ্য। ঠিক তারপরেই যেতে যেতে চোখে পড়বে ঝালং ভিউ পয়েন্ট। যেখান থেকে দৃশ্যমান হয় বিন্দু গ্রামের চূড়া। পাশাপাশি যেতে পরিলক্ষিত হয় পাহাড়ে ঘেরা ভুটানের নৈসর্গিক দৃশ্য।

এইসব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে যাবেন পশ্চিমবঙ্গের শেষ গ্রাম বিন্দুতে (Travel Spot)। গ্রামের চারিদিক সবুজ দিয়ে বেষ্টিত। রয়েছে জলঢাকা ব্যারেজ। সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি রয়েছে এই গ্রামের মধ্যে। এই গ্রামে ঘুরতে এলে থাকার ব্যবস্থাও রয়েছে। আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হোমস্টে থেকে হিমালয়ের বরফাবৃত শৃঙ্গ দেখারও সুযোগ পাওয়া যায়। চোখ জুড়িয়ে দেয় এখানকার পাথরের উপর আছড়ে পড়া জলরাশি। মাঝেমধ্যে জানালা দিয়ে অর্কিডের উঁকিঝুঁকিও চোখে পড়তে পারে। যেহেতু ভারত-ভুটান সীমান্তে এই গ্রামটি অবস্থিত ফলেই এক দেশে দাঁড়িয়ে অন্য দেশকে দেখার আনন্দ উপভোগ করা যাবে এই গ্রামে। এই গন্তব্যস্থলে পৌঁছানোর সময় পাহাড়, নদী, জঙ্গল সবকিছুই দেখা হয়ে যাবে। পাশাপাশি থাকা খাওয়ার রয়েছে সু-বন্দোবস্ত। অপরদিকে ভিউ পয়েন্ট ঝালং-এ থেকেও এই গ্রামে ঘুরতে আসা যায়।

Advertisements