New Darjeeling: মুখ্যমন্ত্রীর বড় পরিকল্পনা, এবার রাজ্যের এই জায়গায় তৈরি করবেন দ্বিতীয় দার্জিলিং!

Visit New Darjeeling in this winter with a fresh mood: দীপুদার অর্থ বাঙালি জানবে না এতো হতেই পারে না। দীপুদার মানে হল দীঘা পুরী এবং দার্জিলিং। ভ্রমনপ্রিয় বাঙালি বছরের কোন নির্দিষ্ট সময় নয় বরং সারা বছরই কোথাও না কোথাও ঘুরতে পছন্দ করে। সুযোগ পেলেই বাঙালি নিজের বাক্সপত্র গুছিয়ে পরিবারের সঙ্গে কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটাতে চলে যান দূর-দূরান্তে। চেনা জায়গা তো অনেক হলো এবার ঘুরে আসুন এই চমৎকার ডেস্টিনেশন থেকে। উত্তরবঙ্গের এই দ্বিতীয় দার্জিলিং (New Darjeeling) সহজেই আকর্ষণ করবে পর্যটকদের।

ঘুরতে যাব বললেই সব সময় তো সম্ভব হয় না। কখনো বাধা হয়ে দাঁড়ায় সময় কিংবা কখনো দেখা দেয় আর্থিক সমস্যা। কিন্তু এই দুটো বিষয়কে চমৎকারভাবে সমাধান করতে পারবেন এই জায়গাটিতে গেলে। আপনি অল্প সময়ে স্বল্প খরচে ঘুরে আসুন এই দ্বিতীয় দার্জিলিং থেকে। দার্জিলিং শুধুমাত্র বাঙ্গালীদের প্রিয় জায়গা নয় এই শৈলশহরে ঘুরতে আসেন বহু বিদেশী পর্যটক এবং সম্প্রতি মমতা বন্দোপাধ্যায় এক বিরাট ঘোষণা করেছেন এই দার্জিলিংকে (New Darjeeling) নিয়ে। বুধবার সপ্তম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে দার্জিলিং এর নতুন ভাবে সাজিয়ে তোলার কথা ঘোষণা করেন তিনি।

এই বাণিজ্য সম্মেলনে একত্রিত হয়েছিল দেশ বিদেশের বহু ব্যবসায়ীরা, বলা যায় একপ্রকার চাঁদের হাট বসেছিল এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন যে, বুধবার শেষ হওয়া দুই দিনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ৩.৭৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে এবং ১৮৮টি সমঝোতা স্মারক (MOU) এবং লেটার অফ ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও তিনি আরো জানান, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সপ্তম সংস্করণ শেষ হয়েছে। বহু শিল্পপতি বাংলায় বিনিয়োগ করতে রাজি হয়েছে। বিভিন্ন প্রকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই বিশ্ব বাণিজ্য সম্মেলনে। ৩,৭৬,২৮৮ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে বিভিন্ন মহল থেকে। মোটা অংকের বাণিজ্য প্রস্তাব শুনে চক্ষু রীতিমতো চরক গাছ।

কিন্তু উত্তরবঙ্গ (New Darjeeling) প্রসঙ্গে কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী? আসন্ন দিনগুলোতে অর্থনৈতিক পাওয়ার হাউস হিসাবে গড়ে উঠবে উত্তরবঙ্গ। বর্তমানে বাংলা বিভিন্ন দিক থেকে এগিয়ে রয়েছে এবং বাংলায় বিনিয়োগ করার জন্য বহু তাবড় তাবড় শিল্পপতিদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি বলেন যে উত্তরবঙ্গে (New Darjeeling) হাজারটা হোটেল খুললেও সেগুলো মোটামুটি রোজই বুকিং পাওয়া যাবে। বাংলায় আছে গভীর সমুদ্র, হিমালয় পার্বত্য অঞ্চল এবং সবুজে ঢাকা বনভূমি। তাই শিল্পপতিরা এখানে বিনিয়োগ করে হতাশ হবেন না। বাংলা হলো উত্তর পূর্বের গেটওয়ে নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমানা। পশ্চিমবঙ্গের মতো এত সুন্দর মনোরম পরিবেশ পর্যটনের ক্ষেত্রে আর কোথাও নেই। মুখ্যমন্ত্রী আরও বলেন যে, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং মিরিকের ঠাণ্ডা আবহাওয়ায় অবশ্যই আইটি সেক্টরের বিকাশ হওয়া উচিত। নতুন একটি দার্জিলিং অবশ্যই তৈরি করতে হবে।