Visit this offbeat place to enjoy different tastes: পুজোর ছুটি মানেই বাঙালির মন ভ্রমণের জন্য ব্যাকুল হয়ে ওঠে। যদি আপনার ট্রেনের টিকিট কাটা না হয়ে থাকে কিংবা ডেস্টিনেশন বাছাইয়ের কাজ এখনো বাকি থাকে, তাহলে উত্তরবঙ্গই ভরসা। চার পাঁচ দিনের ছুটিতে শহরের বাইরে শান্ত পরিবেশে পুজোর ছুটি কাটাতে চাইলে যেতে পারেন কাফের। ছোট্ট এই পাহাড়ি গ্রামের সব সময় লেগে থাকে মেঘেদের আনাগোনা। কাফেরগাঁও (Offbeat Destination Kaffergaon) বাঙালির অল্প সময়ের মধ্যে সাধপুরণ করতে পারবে তাও স্বল্প খরচে।
আশা করি বেশিরভাগ বাঙালিরই কালিম্পং জেলার লাভা বা লোলেগাঁও ঘোরা হয়ে গেছে। আর যারা যাননি তারা শীঘ্রই ঘুরে আসুন। এই দুই জনপ্রিয় পর্যটন কেন্দ্রের কাছেই রয়েছে কাফেরগাঁও (Offbeat Destination Kaffergaon)। উচ্চতা প্রায় ৫২০০ ফুট। এই ছোট পাহাড়ি গ্রামে ১৫০ থেকে ২০০ মানুষের বাস। এখানে গেলে আপনি কোলাহল, দূষণের চিহ্ন মাত্র পাবেন না। এই গ্রামে আসলেই আপনি পাবেন অপার শান্তি। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য এবং মুক্ত বাতাস প্রাণভরে উপভোগ করতে পারবেন এখানে গেলে। পুজোর সময় বৃষ্টি না হলে তুষারাবৃত শৃঙ্গ দেখার সুযোগ রয়েছে কাফের থেকে।
কেনো এই গ্রামের নাম ‘কাফেরগাঁও’? ‘কাফের’ নামের একটি ফুলের সন্ধান পাওয়া যায় এই লেপচা গ্রামে। সেখান থেকেই নাম হয়েছে ‘কাফেরগাঁও’। গ্রামে বাস করেন লেপচারা। জনসংখ্যা কম হওয়ায় খুব বেশি বাড়িঘর নেই। আর পায়ে হেঁটেই ঘুরে নেওয়া যায় এই পাহাড়ি গ্রাম। যারা অল্পদিনের ছুটি কাটাতে চান তাদের পক্ষে কাফেরগাঁও (Offbeat Destination Kaffergaon) উপযুক্ত স্থান।
কোথায় অবস্থিত এই গ্রাম? কালিম্পংয়ের লোলেগাঁও থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত কাফেরগাঁও (Offbeat Destination Kaffergaon)। আর কালিম্পং শহর থেকে কাফেরের দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। যদি আপনি এখানে ঘুরতে যান তাহলে আশেপাশে ঘুরতে যাওয়ার দরকার নেই। হোমস্টের ঘরে বা বারান্দায় বসেই উপভোগ করুন প্রকৃতিকে। আবার কখনো ইচ্ছা হলে পাহাড়ি পথ ধরে বেরিয়ে আসতে পারেন জঙ্গল থেকে। লোয়ার কাফের ঘোরার জন্য আদর্শ কারণ লোয়ার কাফেরে মানুষের বাস বেশি। এখানের প্রতিটা বাড়িতে দেখতে পাবেন পাহাড়ি ফুলের বাহার। এখানে গেলেই আপনি দেখতে পাবেন গ্রামবাসীদের সরল ও স্বাভাবিক জীবন যাপন।
যদি আপনি পুজোর ছুটিতে লাভা-লোলেগাঁও কিংবা রিশপ বেড়াতে যান তাহলে অবশ্যই ঘুরে আসবেন কাফেরগাঁও থেকে। এই জায়গার কাছে রয়েছে ঝান্ডিদাঁড়া। যেখান থেকে দেখতে পাবেন স্লিপিং বুদ্ধার কোলে সূর্যোদয়। কাফেরগাঁও থেকে ১৩ কিলোমিটার দূরে রয়েছে চারখোল। এই পাহাড়ি গ্রাম খুব সহজেই পর্যটকদের মন কেড়ে নেবে নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। কিভাবে পৌছাবেন এই স্থানটিতে? নিউ মাল স্টেশন থেকে মাত্র ৩ ঘণ্টার পথ কাফেরগাঁও। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেও কালিম্পং, লাভা হয়ে আসা যায় কাফের। মাত্র ১২৫ কিলোমিটার হল এর দূরত্ব। আপনি চাইলে বাগডোগরা বিমানবন্দর থেকেও গাড়ি পেয়ে যাবেন। আর থাকার জন্য রয়েছে একেবারে ঘরোয়া পরিবেশের হোমস্টে।