Paglajhora Falls: ভ্রমণপিপাসু মানুষের মন ঘোরার জন্য পাগল হয়ে থাকে। উইকেন্ড কিংবা লম্বা ছুটি, দূরে কিংবা কাছে কোথাও ঘুরে না আসলে মন যেন আনচান করে ওঠে। পর্যটকদের একাংশ আবার পাহাড় খুব বেশি পছন্দ করে, বলা যেতে পারে পাহাড়ের সঙ্গে যেন জড়িয়ে রয়েছে এক আলাদা আবেগ। বাঙালি পর্যটকদের কাছে দার্জিলিং হল একটি অন্যতম ঘোরার ডেস্টিনেশন। এই শৈলশহর বাঙালিকে বরাবর আকৃষ্ট করে। পরিবার কিংবা বন্ধুদের সাথে ঘুরে আসাই যেতে পারে দার্জিলিংয়ের কিছু অজানা জায়গা থেকে।
যদি এই শীতের ছুটি কাজে লাগিয়ে দার্জিলিং যেতে চান তাহলে কিভাবে যাবেন জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। শিলিগুড়ি থেকে রংটং হয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে দার্জিলিং যাওয়ার পথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আকৃষ্ট করবে। এখানে পাহাড়ের কোলে দেখতে পাবেন এক অপরূপ ঝর্ণা। শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় যদি এই ঝর্ণার (Paglajhora Falls) পারে কাটাতে চান তাহলে অবশ্যই আসতে হবে দার্জিলিঙে। দেখবেন মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে এই সবুজে ঘেরা পাহাড়ে। একদিকে পাহাড় এবং অন্যদিকে পাখিদের কিচিরমিচির আওয়াজে আপনার মন নিমেষে ভালো হয়ে যাবে।
আরো পড়ুন: পর্যটকদের জন্য নতুন আকর্ষণ ঝাড়গ্রামে, থাকছে বাড়তি আনন্দ
অনেকেই হয়তো দার্জিলিং বহুবার গেছেন কিন্তু এই ঝর্ণা দেখেননি। যদি না দেখে থাকেন তাহলে এইবার চট করে ঘুরে আসুন দার্জিলিং থেকে। দার্জিলিং যাওয়ার পথে এত অপরূপ একটি জায়গা রয়েছে তা কল্পনাও করা যায় না। চারিদিকে সারি সারি পাহাড় আর তার মাঝ দিয়ে পাহাড়ের বুক চিরে বইছে ঝর্ণা। জনপ্রিয় এই ঝর্ণাটির নাম হল পাগলাঝোড়া ওয়াটারফলস (Paglajhora Falls)। বহু পর্যটক এখানে ভিড় জমাচ্ছেন এর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। ঝর্ণার জলে পা ডুবিয়ে প্রিয়জনকে পাশে নিয়ে প্রকৃতিকে ক্যামেরাবন্দি করতে পারেন এইখানে এসে। শুধুমাত্র শান্তশিষ্ট এবং নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য বহু পর্যটক এখানে আসেন।
আরো পড়ুন: দিঘায় এবার নতুন অ্যাডভেঞ্চার! দোল খেতে খেতে সমুদ্র দৃশ্য উপভোগ করবে পর্যটকরা
পর্যটকদের ঘোরার তালিকায় এই জায়গাটির নাম অবশ্যই থাকবে। চারিদিকে রয়েছে সারি সারি পাহাড় এবং তার মাঝখানে এই পাগলাঝোড়া ওয়াটারফল সত্যিই অসাধারণ। এখানে আসলে সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। এই ঝর্ণার ধার দিয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং-এর উদ্দেশ্যে ছুটে চলে টয় ট্রেন যদিও বর্তমানে ধ্বসের কারণে তা বন্ধ রয়েছে। সবমিলিয়ে জায়গাটিকে এক কথায় বর্ণনা করা সম্ভব নয়। যেন তুলি দিয়ে আঁকা একটি জায়গা।
প্রতিদিনকার ব্যস্তময় জীবন থেকে যদি বিরতি নিতে চান তাহলে এরকম একটি জায়গায় পরিবার কিংবা বন্ধুদের নিয়ে অবশ্যই আসতে হবে। একবার আসলে দেখবেন প্রকৃতির টানে বারবার আসছেন। পাহাড় মানেই হল আবেগ ও ভালোবাসা। পাহাড়প্রেমীরা ছুটি পেলেই চেষ্টা করে যে কোন জায়গার পাহাড় ঘুরতে যাওয়ার। আশা করি পাগলাঝোড়া ওয়াটারফলসে (Paglajhora Falls) একবার গেলে বারবার দিতে ইচ্ছা করবে। তাই সামনের শীতের ছুটিটা কাজে লাগিয়ে ঘুরে আসুন এই জায়গাটি থেকে।