IRCTC Tour Packages: জলের দরে ডিসেম্বরে রাজস্থান সহ ৩ জায়গা ঘোরার সুযোগ! দুর্দান্ত প্যাকেজ আনল IRCTC

Prosun Kanti Das

Published on:

Visit Rajasthan this winter with this tour packages of IRCTC: শরৎ হেমন্তের পর এবার বাংলার ঋতুচক্রে আবির্ভাব ঘটেছে শীতের। শীতকাল মানে যেন একটা ফুরফুরে মেজাজ এবং পর্যটকদের জন্য ঘুরতে যাওয়ার আদর্শ সময় হল শীতকাল। ডিসেম্বর মাসে বহু পর্যটক বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। বিশেষ করে শীতকালটাকে উপভোগ করার জন্যই তারা বেরিয়ে পড়েন দূরদূরান্তে। যদি এখনও পর্যন্ত শীতকালে কিংবা ডিসেম্বর মাসে বেরোনোর কোন প্ল্যান না করে থাকেন তাহলে চটজলদি করে ফেলুন। IRCTC এর (IRCTC Tour Packages) পক্ষ থেকে আপনাকে শুধু একটি মাত্র টিকিট বুক করতে হবে। ডিসেম্বর মাসে ঘুরতে যেতে চাইলে এই প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ুন।

IRCTC এর দৌলতে আপনি পেয়ে যাবেন একটি সাশ্রয়ী প্যাকেজ। আপনি যদি এই প্যাকেজটি নেন তাহলে টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং পর্যন্ত কোনরকম ঝামেলা আপনাকে বোঝাতে হবে না। আপনার বেড়ানোর যাবতীয় দায়িত্ব বহন করবে IRCTC (IRCTC Tour Packages)। আপনি শুধুমাত্র একটি টিকিট বুক করবেন। আপনিও কি ডিসেম্বরে ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে এই নিবন্ধটি আপনার মন দিয়ে পড়তে হবে।

IRCTC এর (IRCTC Tour Packages) এই আকর্ষণীয় প্যাকেজটি শুরু হচ্ছে ১২ ডিসেম্বর থেকে। এই প্যাকেজে মধ্যে আপনি উদয়পুর, কুম্ভলগড় এবং মাউন্ট আবু ভ্রমণ করতে পারবেন খুব সহজেই। প্যাকেজটি দিল্লি থেকে শুরু হবে এবং এটি ৪ রাত ৫ দিনের হবে। কিন্তু প্যাকেজটির মেয়াদ থাকবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আপনাকে সময়মতো দিল্লি থেকে ফ্লাইট বুক করতে হবে এবং আপনাকে দিল্লি থেকে ফ্লাইটের মাধ্যমে এই যাত্রা শুরু করতে হবে। দুই জনের জন্য জনপ্রতি ভাড়া পড়বে ৩৯৪০০ টাকা। তিনজনের জন্য জনপ্রতি ভাড়া লাগবে ৩৭৭০০ টাকা। একা ভ্রমণ করলে খরচ লাগবে জনপ্রতি ৪৮১০০ টাকা। এছাড়া ৫ থেকে ১১ বছরের কোনও শিশুর বিছানা সহ ভাড়া হবে জনপ্রতি ৩২৬০০ টাকা। বিছানা ছাড়া ফি হবে জনপ্রতি ৩১৯০০ টাকা। ২ থেকে ৪ বছর বয়সী শিশুদের নিয়ে ভ্রমণের জন্য ভাড়া পড়বে ২৫৯০০ টাকা।

পাশাপাশি আপনি ৬ দিনের গ্যাংটক ও দার্জিলিং ভ্রমণ প্যাকেজ পাবেন যা শুরু হবে ১ ডিসেম্বর, ২০২৩ থেকে। আপনি এই বিশেষ ট্রিপে দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং ঘুরে আসতে পারবেন। এছাড়াও করতে পারবেন সুরাট ট্যুর। এই ট্যুর প্যাকেজটি শুরু হবে ১ ডিসেম্বর, ২০২৩ থেকে। ভারতীয় রেলওয়ের (IRCTC Tour Packages) অফিশিয়াল ওয়েবসাইট থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

চলতি বছর ৬ ডিসেম্বর থেকে শুরু হবে রয়্যাল রাজস্থান এক্স ভোপাল ট্যুর প্যাকেজ। প্যাকেজটি পাবেন ৯ দিন এবং ৪ রাতের জন্য। প্যাকেজেটিতে যাত্রীরা পাবে ফতেপুর সিক্রি, জয়পুর, বিকানির, জয়সলমীর, জোধপুর এবং উদয়পুর দেখার সুযোগ। আপনি কি একা ভ্রমণ করতে চান? তাহলে ফি হবে ৫৮ হাজার ৫০০ টাকা। দুই জন যাত্রী একসঙ্গে ভ্রমণ করলে জনপ্রতি খরচ হবে ৪২ হাজার ৯০০ টাকা এবং তিনজন যাত্রীর জন্য জনপ্রতি ৪০২০০ টাকা খরচ হবে।