Cheap Budget Tourist Places: নতুন বছরে শীতের ছুটিতে ঘুরে আসুন কলকাতার কাছের এই পাঁচটি জায়গা থেকে। অনেকেই আছে যারা কম বাজেটে ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে চায়, তাদের জন্য এই জায়গাগুলো একেবারে আদর্শ। কলকাতার আশেপাশে একদিনের জন্য যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আর দেরি করবেন না। রইল বিস্তারিতভাবে কম বাজেটে পাঁচটি ঘোরার ঠিকানা।
রায়চক
কলকাতার কাছাকাছি একটি আদর্শ ঘুরতে যাওয়ার জায়গা হল রায়চক। কলকাতা থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত ডায়মন্ড হারবারের একটি ছোট্ট শহর এটি (Cheap Budget Tourist Places) । প্রাচীনকালে এখানে একটি দুর্গ ছিল তবে বর্তমানে তা ধ্বংসাবশেষ। পরে অবশ্য গঙ্গার পাড়ে অবস্থিত রেডিসন দুর্গকে পুনর্নির্মাণ করে তৈরি করা হয়েছে একটি পাঁচতারা হোটেল। যেসব ভ্রমণপ্রেমীরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য আদর্শ হলো রায়চক জেটি বা পার্শ্ববর্তী নুরপুর জেটি। এখান থেকে পূর্ব মেদিনীপুর জেলার কুকড়াহাটি বা হাওড়া জেলার গাদিয়াড়া যাওয়ার জন্য অনায়াসে নদী তীরবর্তী ফেরির সুবিধা পাবেন। এখানকার আকর্ষণীয় স্থান হল হুগলি নদীর তীর। গ্রীষ্মকাল বাদ দিয়ে বছরের যেকোনো সময় যেতে পারেন।গঙ্গার তীর রায়চক, দ্যা ফোর্ট, হোটেল সি বার্ড ইনটেল সবকটি থাকবার জন্য একেবারে আদর্শ।
টাকি
টাকি (Cheap Budget Tourist Places) হল একটি অতি পরিচিত নাম। ইছামতি নদীর তীরে অল্পদিনের ছুটিতে ঘুরে আসুন আশা করি মন্দ লাগবেনা। কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে টাকি শহরটি অবস্থিত। যদি শীতে এই জায়গায় যান প্রকৃতির মাঝে অনাবিল আনন্দ পাবেন। ইছামতি নদীর অপর পাড়েই আছে বাংলাদেশ। আকর্ষণীয় বিষয় হল ইছামতি নদীর তীর এবং ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি। সারা বছরই এখানে ঘুরতে আসা যায় তবে গ্রীষ্মকাল বাদে।থাকবার জায়গা হল টাকি গেস্ট হাউস, টাকি টুরিস্ট বাংলো।
কোলাঘাট
পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ণ নদীর কূলে গড়ে উঠেছে কোলাঘাট শহরটি(Cheap Budget Tourist Places) । যারা সপ্তাহে দু একদিনের ছুটি কোথায় কাটাবেন বলে ভাবছেন তারা কলকাতা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় যেতে পারেন। যদি দূরে পিকনিক করতে যেতে চান তাহলে এই জায়গায় যেতেই পারেন। নববর্ষ, ক্রিসমাস এবং বিভিন্ন ছুটিতে এখানে লোকের ভিড় লেগেই থাকে। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম শহর হল কোলাঘাট শহর। এখানকার জনপ্রিয় জিনিস হল ইলিশ মাছ ও ফুল।রূপনারায়ন নদীর কূলে ভ্রমণের আদর্শ সময় হল অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। এখানকার থাকবার জায়গা হল হোটেল সোনার বাংলা, শের-ই-পাঞ্জাব ধাবা।
আরও পড়ুন:Bagrakote Loop Pool: কালিম্পং ও ওলদাবাড়ির মধ্যে তৈরি বাগড়াকোট লুপ পুল, পর্যটকদের জন্য নতুন উন্মাদনা
বকখালি
দক্ষিণবঙ্গ জুড়ে অবস্থিত বিভিন্ন বদ্বীপের মধ্যে অন্যতম হলো বকখালি। কলকাতা থেকে ১৪৫ কিলোমিটার দূরে অবস্থিত কাকদ্বীপের নামখানায় সমুদ্র উপকূলবর্তী একটি জায়গা। সুন্দরবনের মধ্যে কিছু সংকীর্ণ খাঁড়ির ব্রিজের সাথে সংযোগ রয়েছে। এখানকার আকর্ষণীয় বিষয় – হেনরি’স আইল্যান্ড এবং নিজস্ব সমুদ্র সৈকত। অক্টোবর থেকে এপ্রিল মাসে এই জায়গায় ঘুরতে আসার আদর্শ সময়। সাগরদ্বীপের মেলার জন্য প্রতি বছর জানুয়ারি মাসে ৯ থেকে ১৭ তারিখ পর্যন্ত এখানকার সমস্ত রাস্তা বন্ধ থাকে। এখানে আসলে থাকার আদর্শ জায়গা হল হোটেল আইকন হেরিটেজ, হোটেল সি ভিউ।
তাজপুর
পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত তাজপুর (Cheap Budget Tourist Places) , মন্দারমণি এবং শঙ্করপুর ঘুরতে আসার উপযুক্ত জায়গা। বঙ্গোপসাগরের তীরে এই ধরনের সমুদ্র সৈকত পর্যটকদের কাছে যেন উপরি পাওনা। কলকাতা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে অবস্থিত এটি। এখানে প্রায় ১৪০০ একর জমি নিয়ে মৎস্য চাষের একটি প্রকল্প নির্মাণ করা হয়েছে। এখানকার স্থানীয় লোকেদের অনেক মাছের ভেড়ি আছে এবং মাছ চাষের পুকুর দেখতে পাওয়া যায়। সমুদ্রের তীরবর্তী অঞ্চলে অত্যন্ত পরিষ্কার বলে এখানে বহু লাল কাঁকড়ার দেখা মেলে। দ্যা ভার্জিন বিচ, লাল কাঁকড়া, ঝাউ বন এবং সমুদ্রের গর্জন এখানকার পর্যটকদের মূল আকর্ষণ। এখানে আসতে গেলে সবথেকে ভালো সময় হলো অক্টোবর থেকে এপ্রিল মাস। তাজপুর রিট্রিট, তাজপুর নেচার ক্যাম্প এই জায়গায় থাকবার উপযুক্ত জায়গা।