Maruti Suzuki: পুজোর আগে সস্তার গাড়ি কিনবেন, ঘুরে আসুন মারুতি সুজুকির শোরুম থেকে

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Maruti Suzuki: সাধারণ মধ্যবিত্তের কাছে এই মূল্যবৃদ্ধির বাজারে চার চাকা কেনা মানে খুবই কঠিন ব্যাপার। কিন্তু যদি সস্তায় পেয়ে যান নামিদামি কোম্পানির গাড়ি তাহলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে সাধারণ মধ্যবিত্ত জনগণ। ভারতে Maruti Suzuki হল এমন একটি গাড়ির সংস্থা যা নিজেদের আধিপত্য কায়েম করেছে বহু বছর ধরে। সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই কিভাবে গাড়ি মার্কেটে আনা যায় তা একমাত্র মারুতি সুজুকি সংস্থা জানে। সেপ্টেম্বরের শুরুতেই আপনারা পেতে চলেছেন এই সুখবরটি।

Advertisements

ইন্দো-জাপানি এই গাড়ির কোম্পানিটি (Maruti Suzuki) তাদের একজোড়া জনপ্রিয় গাড়ির দাম কমানোর কথা ঘোষণা করেছে চলতি মাসের প্রথমদিকেই। আজকের প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন গাড়িগুলোর নাম। যেমন – মারুতি সুজুকি অল্টো (Maruti Suzuki Alto) এবং মারুতি সুজুকি এস-প্রেসো (Maruti Suzuki S-Presso)। পুজোর আগে যদি এই দুটো জনপ্রিয় গাড়ির মূল্য কমে যায় তাহলে আশা করা যায়, বেচাকেনা কিছুটা হলেও বৃদ্ধি পাবে।

Advertisements

কত কমলো গাড়ি দুটির মূল্য আসুন জেনে নিই এই প্রতিবেদনে। সম্প্রতি মারুতি সুজুকি ঘোষণা করে জানিয়ছে, Alto এবং S-Presso ভ্যারিয়েন্ট বিশেষে সর্বোচ্চ ৬,৫০০ টাকা কমানো হয়েছে। একটি তথ্যের মাধ্যমে জানা গেছে যে গত মাসে এই কোম্পানির (Maruti Suzuki) বেচাকেনা কিছুটা হলেও হ্রাস পেয়েছিল। হয়তো বিক্রি বাড়ানোর জন্যই এই পন্থা অবলম্বন করেছে এই কোম্পানিটি।

Advertisements

আরো পড়ুন: মেয়েদের জন্য এর থেকে সস্তা স্কুটি আর হয়না, দাম শুনলে অবাক হবেন

সূত্র মারফত জানা গেছে যে, মারুতি সুজুকি (Maruti Suzuki) তার S-Presso-র Lxi ভ্যারিয়েন্টের দাম সর্বোচ্চ ২,০০০ টাকা কমিয়েছে। গাড়িটির বর্তমান বাজার মূল্য শুরু হচ্ছে পাঁচ লক্ষ টাকা থেকে। দাম কমার আগে এই গাড়ি কিনতে খরচ পড়ত ৫.০১ লক্ষ টাকা। মূল্য কমানোতে এই গাড়িটির বেস মডেলের দাম হয়েছে ৪.২৬ লক্ষ টাকা। আবার এর টপ-এন্ড মডেলটি কিনতে খরচ পড়বে ৬.১১ লক্ষ টাকা।

আগস্ট মাসে এই জনপ্রিয় গাড়ি কোম্পানিটির বিক্রি ৮% পড়ে গিয়েছিল। আবার অন্যদিকে Brezza, Fronx, Ertiga-র মত ইউটিলিটি ভেহিকেলগুলির বিক্রি দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু যেসব ছোট মডেল রয়েছে তাদের বিক্রি সেভাবে বৃদ্ধি পায়নি। তাই সমগ্র ব্যবসাতেই এর প্রভাব পড়েছে। পরিসংখ্যান বলছে, আগস্ট মাসে Alto K10 ও S-Presso-এর বিক্রি হয়েছে ১০,৬৪৮টি। বিগত বছরের তুলনায় যা আঠারো শতাংশ কম। প্রসঙ্গত, মারুতি সুজুকি দাম কমানোর পিছনে কোন কারণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। যারা এই কোম্পানির গাড়ি কিনতে পছন্দ করেন তাদের কিছুটা হলেও সুখবর দিতে পেরেছে এই ইন্দো জাপানি কোম্পানিটি।

Advertisements