Sandakphu Foothills Travel Spot: থাকা খাওয়ার চিন্তা নেই! ১৫০০ টাকাতেই জিন্দাবাদ, সান্দাকফুর পায়ের তলায় থাকার বড় সুযোগ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Visit this beautiful travel spot at the foothills of Sandakphu: ভ্রমণ প্রিয় পর্যটকরা সময় পেলেই বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসতে চান মন ভালো করার জন্য। পর্যটকদের মধ্যে কারো পছন্দ জঙ্গল, কারো সমুদ্র, আবার কারো পাহাড়। পাহাড় প্রিয় মানুষদের সুযোগ পেলেই পাহাড়ে ছুটে যাবার প্রবণতা দেখলে মনে হয়, পাহাড় যেন সব সময় তাদের ডাকছে। পাহাড়ের শান্ত শীতল আবহাওয়া তাদের মন ভরিয়ে দেয় নিমেষের মধ্যে। তবে পাহাড় ভালবাসুন বা নাই বাসুন, কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দর্শনে মুগ্ধ হননি এমন পর্যটক পাওয়া মুশকিল। এবার শুধু কাঞ্চনজঙ্ঘা দর্শন নয়, সান্দাকফুর পাদদেশে (Sandakphu Foothills Travel Spot) থাকার ও সুযোগ রয়েছে।

Advertisements

কখনো পূর্ণিমা রাতে চাঁদের জোৎস্না মাখা পাহাড়ের শোভা দেখেছেন? সে যেন এক অপরূপ মোহময়ী দৃশ্য। পাহাড়ের ঢালে গড়ে ওঠা বসতিগুলিতে রাতের বেলা জ্বলে ওঠা আলো যেন জোনাকির মত ঘিরে রাখে পাহাড়কে। শহরের কোলাহল, ব্যস্ত, একঘেয়ে জীবন যাপন থেকে ছুটি নেওয়ার প্রয়োজন পড়ে সকলেরই। তাই এই হইচই ছেড়ে একটু শান্ত নিরিবিলিতে পাহাড়ের কোলে কাটিয়ে যেতে পারেন ২-১ দিন। নিশ্চিন্তে, নিরিবিলিতে ২-১ টা দিন সান্দাকফুর পাদদেশে (Sandakphu Foothills Travel Spot) কাটিয়ে যেতে চাইলে আপনার জন্য উপযুক্ত জায়গা হতে পারে ছোট্ট পাহাড়ি গ্রাম খোপিদাঁড়া।

Advertisements

সান্দাকফুর পাদদেশে (Sandakphu Foothills Travel Spot) মেঘে ঢাকা পাইন বনের মাঝে অবস্থিত একটি ছোট্ট গ্রাম খোপিদাঁড়া। মেঘে ঢাকা পাইন বনের মাঝে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দর্শনে মুগ্ধ হবেন আপনিও। শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, খোপিদাঁড়া গ্রাম থেকে দেখা যায় দার্জিলিং ও সিকিমের পাহাড়গুলিও। যে সমস্ত এলাকাগুলি থেকে শায়িত বুদ্ধের অবয়ব দেখা যায়, তার মধ্যে সবথেকে নিচু জায়গা হল খোপিদাঁড়া গ্রাম। সান্দাকফু ও খোপিদাঁড়া গ্রামের মধ্যে দূরত্ব মাত্র ২ কিলোমিটারের। সান্দাকফুর গেটওয়ে মানেভঞ্জনের একেবারে পাশেই অবস্থিত এই ছোট্ট গ্রামটি।

Advertisements

আরও পড়ুন ? Tourist place Near Kolkata: হাতে সময় কম! টুক করে একদিনের ছুটিতেই ঘুরে আসা যাবে কলকাতার কাছেই থাকা এই টুরিস্ট প্লেস

খোপিদাঁড়া গ্রামে থাকার জন্য রয়েছে সুন্দর একটি হোমস্টে। ঘরোয়া ভাবে নির্মিত হোমস্টেটির নাম টোটোলা হোমস্টে। এই হোমস্টেতে থেকে আপনি ঘুরে আসতে পারবেন দার্জিলিং ও সিকিমের একাধিক এলাকা। তাছাড়া হোমস্টে থেকেই দর্শন হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার। যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য সান্দাকফু ট্রেক একটা আকর্ষণীয় বিষয়। খোপিদাঁড়া থেকে করা যাবে সেটিও। ৩ বেলা খাবার সহ এই হোমস্টেতে থাকার খরচ মাথাপিছু ১৫০০ টাকা। এখানকার খাবারের গুণমান বেশ ভালো। নিজস্ব জমিতে চাষ করা সবজি দিয়ে তৈরি করা হয় এই খাবার গুলি।

এই গরমে একটু ঠান্ডা পরিবেশে ঘুরতে যাওয়ার জন্য যদি আপনি পাহাড়কে বেছে থাকেন, তাহলে চলে যান সান্দাকফুর পাদদেশে (Sandakphu Foothills Travel Spot) অবস্থিত খোপিদাঁড়া গ্রামে। চারিদিকে পাহাড় ঘেরা এই গ্রামটিতে গেলে পাহাড়ে থাকার আনন্দ উপোভোগ করতে পারবেন সম্পূর্ণভাবে। পাহাড় ছাড়াও এই গ্রামের খুব কাছে রয়েছে সিঙ্গালিলা জাতীয় উদ্যান। পায়ে হেঁটে সান্দাকফু ঘোরার মজা নিতে পারবেন এই এলাকায়। আপনি চাইলে গাড়ি রিজার্ভ করেও এই গ্রামে আসতে পারেন। অথবা শেয়ার গাড়িও পাওয়া যায় এই গ্রামে আসার জন্য।

Advertisements