Low-Cost Hill Station: খরচ মাত্র ১২০০ টাকা! দার্জিলিং থেকে সামান্য দূরে রয়েছে দার্জিলিংয়ের থেকেও এক সুন্দর জায়গা

Prosun Kanti Das

Published on:

Advertisements

A little away from Darjeeling, visit this hill station at a low-cost: যারা পাহাড় ভালোবাসেন, ছুটি পেলেই পাহাড়ে ঘুরতে চলে যাওয়া তাদের একপ্রকার নেশা। পূজোর ছুটি বা গরমের ছুটিকে উপলক্ষ করে ৩-৪ দিনের ছুটি হয়তো ম্যানেজ করা সম্ভব। কিন্তু সব সময় টাকার জোগাড় থাকে না ঘুরতে যাওয়ার মতন। তাই কম খরচে পাহাড় যেতে চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন এই হিল স্টেশনটি (Low-Cost Hill Station) থেকে। মাত্র ১২০০ টাকায় সম্পূর্ণ পাহাড় ভ্রমণ করতে পারবেন আপনি। বিশ্বাস হচ্ছে না তাই তো? এই টুরিস্ট স্পটটি সম্পর্কে বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।

Advertisements

একই জায়গায় বারবার ঘুরতে গেলে একটু একঘেয়েমি লাগতেই পারে। তাই ইদানিং দার্জিলিংয়ের আশপাশের অফবিট এরিয়াগুলোয় বেশ ভিড় জমেছে পর্যটকদের। তেমনি একটা অফবিট হিল স্টেশনের (Low-Cost Hill Station) খবর রইলো আজকের প্রতিবেদনে। এই অফবিট হিল স্টেশনটির নাম হল সিটং। সবুজে ঢাকা পাহাড়ে ঘেরা একটি লেপচা জনপদ। কার্শিয়াং মহাকুমার মানচিত্রে পর্যটন কেন্দ্র হিসেবে এখন মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই ছোট্ট জনপদটি। শীতকালে এই এলাকায় কমলালেবুর বাহার দেখতে পাওয়া যায়। মাথার উপর মেঘে ঢাকা আকাশ, আর নিচে সবুজে ঘেরা জমি, চারিদিক পাহাড়ে ঘেরা। সবমিলিয়ে এই জনপদের পরিবেশ বেশ মনোমুগ্ধকর।

Advertisements

এছাড়াও এখানকার আকর্ষণের অন্যতম কারণ হলো, কম খরচে পাওয়া হোমস্টে পরিষেবা। এখানে থাকার খরচ খুবই কম। এই হোমস্টেতে প্রতিটি রুমে গিজার এবং ইলেকট্রিক ক্যাটেলের ব্যবস্থা রয়েছে। বয়স্ক ব্যক্তিদের যাতায়াত নিয়েও কোনো চিন্তা নেই। গাড়ি নিয়ে সরাসরি হোমস্টের প্রধান দরজা অব্দি আসতে পারবেন যে কেউ। এছাড়া ভালো খাদ্য ব্যবস্থা তো রয়েছেই। ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাকস, সবকিছুতেই পাবেন বাঙালিয়ানার ছোঁয়া।

Advertisements

আরও পড়ুন ? Kurseong Paragliding: দারুণ খবর, এবার শুধু দার্জিলিং নয়, পাহাড়ের এই শহরেও মিলবে প্যারাগ্লাইডিং

সন্ধ্যাবেলায় হোমস্টেতে বসেই আনন্দ উপভোগ করার জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। সন্ধ্যাকালীন আড্ডার জন্য রয়েছে বাম্বু কটেজ। খোলামেলা এই কটেজে বসে দার্জিলিং চা আর কিছু স্নাক্স খেতে খেতে উপভোগ করতে পারবেন এই হিল স্টেশনের (Low-Cost Hill Station) রাতের পাহাড়ের আমেজ। এছাড়া বারবিকিউ আর ক্যাম্প ফায়ারের ব্যবস্থা তো রয়েছেই। সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এইসব সুযোগ সুবিধা পাওয়া যাবে মাত্র ১২০০ টাকায়। কম খরচে হোমস্টের সুযোগ-সুবিধা গ্রহণ করার ক্ষেত্রে এর থেকে ভালো জায়গা বোধহয় আর হয় না।

শিলিগুড়ি থেকে মাত্র ৫৭ কিলোমিটার দূরে অবস্থিত লেপচা জনপদ সিটং কম খরচে ভ্রমণ অভিজ্ঞতা প্রদানকারী হিল স্টেশনগুলির (Low-Cost Hill Station) মধ্যে অন্যতম। এখান থেকে যাওয়া যায় বেশ কিছু এলাকায়। যেতে পারেন মংপুতে থেকে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থানে। এছাড়া আছে বৌদ্ধ গুম্ফা, অরেঞ্জ গার্ডেন, মহালদিরাম চা বাগান, নামথিং পোখরি লেক, আলধারা ভিউ পয়েন্ট ইত্যাদি জায়গাগুলোতে। যাতায়াতের পথেই দেখতে পারবেন পাহাড়ি নদী রিয়াং খোলা। ট্রেকিং এর অভিজ্ঞতা নিতে চাইলে সিটং থেকে ট্রেক করে চলে যেতে পারেন লাবদা, সিক্সিন হয়ে চটকপুর। আবার বাগড়া হয়ে কার্শিয়াং।

Advertisements