New Holiday Destination: দীপাবলীর ছুটি কাটিয়ে আসুন পাহাড়ের এই নতুন ঠিকানায়, মন ভরবে একঝলকেই

Prosun Kanti Das

Updated on:

Advertisements

New Holiday Destination: ভ্রমণ এবং বাঙালি একে অপরের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে রয়েছে। তাই জন্যই তো বলা হয় ভ্রমণপ্রিয় জাতি হল বাঙালি। উইকেন্ডে হোক কিংবা লম্বা ছুটিতে পাহাড় বরাবরই বাঙালিকে আকর্ষণ করে। ঘরের কাছে যদি মনের মত পাহাড়ে ঘোরার ডেস্টিনেশন পেয়ে যান তাহলে তো আর কথাই নেই। মনে হবে হাতে যেন চাঁদ পাওয়া গেছে। আজকের প্রতিবেদনে এমনই একটি হলিডে ডেস্টিনেশন সম্পর্কে আলোচনা করে নেব।

Advertisements

কিভাবে পৌঁছাবেন এই জায়গায় (New Holiday Destination)? আসুন জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে দুধিয়ার কাছেই প্রকৃতির মাঝে গড়ে উঠেছে এই জায়গাটি। পাহাড়ের কোলে যে এত শান্ত এবং স্নিগ্ধ জায়গা থাকতে পারে তা সত্যি কল্পনা করা যায় না। একবার এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনার মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। সবুজে ঘেরা পাহাড়, পাহাড়ি পাখিদের কিচিরমিচির শব্দ এবং সাথে রয়েছে পাহাড়ি নদীর অপরূপ সৌন্দর্য।

Advertisements

শিলিগুড়ি থেকে মিরিক যাবার পথে দুধিয়া বাজারের ঠিক ওপরেই বালাসন নদীর তীরে গড়ে উঠেছে এই সুন্দর পাহাড়ে ঘেরা জায়গাটি (New Holiday Destination)। পর্যটকদের আকর্ষণ করবে পাহাড়ের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। যেদিকে চোখ যাবে সেদিকেই দেখতে পাবেন সারি সারি পাহাড় এবং তার মাঝখান দিয়ে আপন গতিতে বয়ে চলেছে পাহাড়ি নদী বালাসন। পর্যটকরা এই নদীর জলে পা ডুবিয়ে চুটিয়ে উপভোগ করেন এই প্রাকৃতিক সৌন্দর্যকে। কিছুটা সময় এখানে কাটিয়ে মনকে শান্ত করতে আসে বহু মানুষ।

Advertisements

আরো পড়ুন: স্টপেজ বাড়তে চলেছে বন্দে ভারতের, বাংলা নিয়ে আরও নতুন নতুন পরিকল্পনা রেলের

একঘেয়ে জীবন এবং কর্মব্যস্ততা থেকে কিছুদিনের ছুটি নিতে পারলে এই জায়গায় ঘুরে যাবেন অবশ্যই। শহরের কোলাহল থেকে দূরে এরকম শান্ত পরিবেশে (New Holiday Destination) সময় কেটে যাবে নিমেষে। একবার আসলে বারবার মন চাইবে এই জায়গায় আসতে। চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতি এবং তার মাঝ দিয়ে বয়ে চলা পাহাড়ি নদীতে সমস্ত চিন্তা এবং ক্লান্তি যেন ভেসে চলে যাবে। বাড়তি আনন্দ হিসাবে পাবেন পাহাড়ি নদীর জলে পা চুবিয়ে বসে এখানকার লোকাল মোমো, তাইপো থেকে শুরু করে নুডুলস। পাহাড়ি নদী এবং জঙ্গলের সৌন্দর্যকে সত্যিই উপেক্ষা করা যায় না। প্রকৃতির টানেই এখানে বহু পর্যটক আসে।

ছুটির দিনে শান্ত পরিবেশে যদি সময় কাটাতে চান তাহলে বন্ধু-বান্ধব কিংবা পরিবারের লোকজনদের নিয়ে চলে আসুন এই জায়গাতে। পাহাড়ের আরেক অর্থ হলো আবেগ এবং ভালোবাসা। আপনি যদি পাহাড় ভালোবাসেন তাহলে বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনদের সাথে এই জায়গার সময় কাটাতে আপনার অবশ্যই ভালো লাগবে। প্রকৃতির মাঝে পাহাড় এবং নদীর মেলবন্ধনে গড়ে ওঠা আপার দুধিয়ার বালাসন নদীর তীর আপনাকে বারবার হাতছানি দিয়ে ডাকবে।

Advertisements