Offbeat Destination of Sikkim: নাম অনেকেই জানেন না, তবে বাংলা সিকিম সীমান্তের এই গ্রাম গেলে আর ফিরতে চাইবেন না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Visit this offbeat destination in Sikkim during the Puja vacation: একঘেয়ে কর্মব্যস্ততার জীবন থেকে একটু ছুটি পেলে মন্দ হয় না। ভ্রমণ করতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অল্পদিনের জন্য এবং স্বল্প খরচে যদি কোথাও ছুটি কাটাতে চান নর্থ বেঙ্গল এর মত ভালো জায়গা আর কোথাও নেই। পাহাড়ের কোলে নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবেন ছুটির কয়েকটি দিন। পরিবারের সঙ্গে কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে ছুটি কাটানোর আদর্শ জায়গা রয়েছে নর্থ বেঙ্গল এবং সিকিমের আনাচে কানাচে। এমনই একটি অচেনা জায়গার (Offbeat Destination of Sikkim) সন্ধান পাবেন আজকের এই প্রতিবেদনে।

Advertisements

দেবরালি বা দেওরালি শব্দটি আসলে একটি নেপালি শব্দ। যার আসল অর্থ হলো ‘পবিত্র পাহাড় চূড়া’ এবং ‘দারা’ শব্দের অর্থ ‘সুন্দর দেখতে শিখর’। এই দুই শব্দের মিশ্রণে তৈরি হয়েছে ‘দেবরালি দারা’। দেবরালি দারা হল বাংলা সিকিম সীমান্তে অবস্থিত ছোট্ট একটি অচেনা গ্রাম (Offbeat Destination of Sikkim)। গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে পাহাড়ি তিস্তা নদী।

Advertisements

তিস্তা নদীর সবথেকে আকর্ষণীয় ব্যাপার হল এপারে বাংলা আর ওপারে সিকিমের মেল্লি (Offbeat Destination of Sikkim)। পর্যটকদের তালিকাতে এখনো সেভাবে জায়গা করে উঠতে পারেনি এই পর্যটন কেন্দ্রটি। তাই পর্যটকদের সেরকম একটা ভিড় লক্ষ্য করা যায় না এখানে। যদি পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের সাথে একাকি মনোরম পরিবেশে থাকতে চান তাহলে চলে আসতে পারেন এই জায়গায় । কালিম্পং থেকে খুব বেশি দূরে নয় দেবরালি দারা। আপনাকে কালিম্পং থেকে যেতে হবে মাত্র ৪০ কিলোমিটার পথ। এই জায়গা থেকে আপনি আরো বিভিন্ন দর্শনীয় স্থানে যেতে পারবেন যেমন যেমন হনুমান টক, হিমালি দারা, জলসা বাংলো, মহাদেব ধাম।

Advertisements

আরও পড়ুন ? Sikkim Tour Rules: সিকিম ঘুরতে যাওয়ায় সরকারের নতুন নিয়ম, না মানলে ঢুকতে পর্যন্ত দেওয়া হবে না

দেবরালি দারা (Offbeat Destination of Sikkim) অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একেবারে আদর্শ জায়গা, কালিম্পং থেকে ট্রেকিং করে চলে আসতে পারেন এই জায়গাতে। দেবরালি দারাতে তেমন থাকার জায়গা নেই। ছোট ছোট হোমস্টে রয়েছে। পর্যটকরা সেইখানেই থাকার ব্যবস্থা করে নেয়। এছাড়াও থাকার সুন্দর জায়গা পেয়ে যাবেন রামধুরাতে। এই জায়গায় আসতে গেলে অবশ্যই আগে থেকে বুকিং করে আসবেন। কীভাবে পৌঁছাবেন এই জায়গায়? রামধুরা থেকে একটি সংক্ষিপ্ত ভ্রমণ দেবরালি দারার আপনার জীবনের সেরা অভিজ্ঞতা হতে পারে। চাইলে কালিম্পং থেকে আপনি গাড়িতেও যেতে পারেন

পর্যটকদের সবথেকে চিন্তার বিষয় হলো থাকার জায়গা। দেবরালি দারায় এরকম কোন জনপ্রিয় টুরিস্ট লজ নেই। প্রায় দেড় কিলোমিটার দূরে রামধুরাতে হাতেগোনা কয়েকটি থাকার জায়গা পাওয়া যাবে। দেবরালি দারায় থাকার জায়গার মান সত্যিই খারাপ। তাই সব থেকে ভালো পথ হল দার্জিলিং বা কালিম্পং থেকে অর্ধ দিনের দর্শনীয় ভ্রমণে এই জায়গাটিকে বেছে নেওয়া। তবে যদি কেউ রাত কাটাতে চায় সেই ব্যবস্থাও করা যাবে।

Advertisements