Aranya Park: একদিনের ছুটি কাটাতে বেরিয়ে আসুন এই পার্ক থেকে, কম খরচে মিলবে কাশ্মীরি শিকারা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Aranya Park: বাড়িতে বসে বসে শীতকালীন ছুটি উপভোগ করছেন? একঘেয়েমি লেগে যাচ্ছে? কিছুদিনের জন্য শহরের কোলাহল থেকে বেরিয়ে মুক্ত বাতাসে শ্বাস নিতে চাইছেন? তাহলে দেরি কেন বেরিয়ে পড়ুন কলকাতার কাছের এই জেলায়। যেখানে প্রকৃতির বুকে গড়ে উঠেছে কৃত্রিম পার্ক (Aranya Park)। রয়েছে পিকনিক করার সু-বন্দোবস্ত। পাশাপাশি কেউ রাত্রিনিবাস করলে রয়েছে থাকা-খাওয়ার দুর্দান্ত ব্যবস্থা। এছাড়াও রয়েছে বিনোদনের নানান সুবিধা। কোথায় এই কৃত্রিম পার্ক? কি নাম তার? কিভাবেই বা যাওয়া যাবে? কতই বা খরচ-খরচা রয়েছে জেনে নিয়ে বেরিয়ে পড়ুন।

Advertisements

কলকাতার কাছে অবস্থিত এই দুর্দান্ত মনোরম পার্ক হল অরণ্য পার্ক (Aranya Park)। যার অবস্থান পূর্ব বর্ধমানে। এই অরণ্য পার্কে গেলে প্রকৃতির নিবিড় স্বাদ উপভোগ করতে করতে নিমেষেই কেটে যাবে একটা দিন। বুঝতে পারবেন না কিভাবে দিনটি চলে যাবে। নির্জন নিরিবিলি স্বর্গ অনুভূত হবে এই অরণ্য পার্কে। এছাড়াও এই পার্কে এলে উপভোগ করতে পারবেন সস্তার কাশ্মীরি শিকারা। কিভাবে যাওয়া যাবে?

Advertisements

পূর্ব বর্ধমানের এই কৃত্রিম অরণ্য পার্কে আসতে হলে ট্রেন পথে হাওড়া থেকে বর্ধমানের ট্রেন ধরে বর্ধমান স্টেশনে নামতে হবে। তারপর স্টেশন থেকে টোটো ধরে পৌঁছে যাওয়া যাবে এই মিনি নেচার অরণ্য পার্কে। যাতায়াতে খরচ পড়বে ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে। যা বর্ধমান থেকে ১১ কিলোমিটার দূরত্বে অবস্থিত। অন্যদিকে কেউ যদি সড়কপথে আসতে চান সেক্ষেত্রে বাসে করে বাঁকুড়া মোড় বা দইচাঁদা স্টপেজে নামতে হবে। তারপর সেখান থেকে টোটো করে কিছুটা পথ অতিক্রম করলেই পৌঁছে যাবেন বর্ধমানের এই নির্জন নিরিবিলি স্বর্গে। যা বাইশ বিঘা জমি নিয়ে তৈরি করা হয়েছে। কি কি রয়েছে এই পার্কে?

Advertisements

আরও পার্ক:Dooars TripDooars Trip: এবার ডুয়ার্স ভ্রমণ হবে আরও আকর্ষণীয়, সেলফি তোলা যাবে হাতির সাথে

বাইশ বিঘার এই মুক্তাঞ্চলে রয়েছে বিনোদনের নানান সুবিধা। রয়েছে নৌকা বিহার করার সুবিধা। যেখানে ৪০০ থেকে ৭০০ টাকার মধ্যে ভাড়া দিয়ে ৩০ মিনিট নৌকা বিহার করা যাবে। সাথে শোনা যাবে বাউল গান। তবে তার জন্য দিতে হবে অতিরিক্ত ৩০০ টাকা ভাড়া। যার মাধ্যমে অনুভূত হবে সস্তার কাশ্মীরি শিকারা। এছাড়াও রয়েছে ছোটদের খেলার নানান ব্যবস্থা। বড়দের বসার জায়গা। পরিবার বা বন্ধুদের নিয়ে পিকনিক করার বন্দোবস্ত বা ছোটখাটো পার্টি, জন্মদিন করার সুযোগও রয়েছে এই কৃত্রিম পার্কে (Aranya Park)।

শুধু তাই না কেউ এই কৃত্রিম অরণ্য পার্কে (Aranya Park) থাকার পরিকল্পনা করলেও তার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ-সুবিধা। একদিনের জন্য খাবার প্যাকেজ রয়েছে ৫০০ টাকার মধ্যে। এর সাথে কেউ যদি সেখানে ঘর ভাড়া নিয়ে থাকতে চান সেক্ষেত্রে অতিরিক্ত ১০০০ টাকা ব্যয় করতে হবে। যার ফলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে থাকতে পারবেন পর্যটকরা। কেউ যদি রাত্রিযাপন করতে চায় সেক্ষেত্রে অতিরিক্ত ২০০ টাকা ভাড়া দিতে হবে। অর্থাৎ মোট ১২০০ টাকায় একটা দিন কাটাতে পারা যাবে এই পার্কে। যা তরুণ শিল্পউদ্যোগী পারভেজউদ্দিন তৈরি করেছেন। তবে কেউ যদি প্যাকেজ না নিয়ে শুধু ঘুরতে আসেন সেক্ষেত্রে মাত্র ৩০ টাকাতেই এই নির্জন নিরিবিলি প্রাকৃতিক স্বর্গ উপভোগ করতে পারবেন পর্যটকরা। যা জানিয়েছেন এই কৃত্রিম পার্ক তৈরি করা উদ্যোগী পারভেজউদ্দিন।

Advertisements