Advertisements

Hill Village: অনেক হল দার্জিলিং, এবার ঢুঁ মেরে আসুন পাশেই থাকা ছবির মত এই সব পাহাড়ি গ্রামে

Prosun Kanti Das

Published on:

Visit this picturesque hill village next to Darjeeling: বাঙালি ভ্রমণ প্রিয়। কাজের চাপ সামলে মাঝে মাঝেই ইচ্ছে করে বেরিয়ে পড়তে অজানাকে জানার উদ্দেশ্যে। কেউ পাড়ি দেন জঙ্গলের উদ্দেশ্যে, তো কেউ সমুদ্রে। আবার অনেকেই ভালোবাসেন পাহাড়কে। কম খরচে পাহাড় ভ্রমণের কথা ভাবলেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলি। কিছুদিন আগেই সারা দেশ জুড়ে যে পরিমাণ গরম ছিল সেই গরমের হাত থেকে বাঁচতে অনেকেই পাড়ি জমিয়েছেন উত্তরবঙ্গে। আবার সামনেই আসছে পুজো। পুজোর ছুটিতেও অনেকেই ঘুরতে যেতে চান পাহাড়ি এলাকায়। পাহাড়ি এলাকা বলতেই সবার আগে মনে পড়ে দার্জিলিং এর নাম। কিন্তু দার্জিলিং এ পর্যটকদের ভিড় উপচে পড়ছে। তাই ভিড় এড়াতে চাইলে চলে যেতে পারেন কালিম্পং এর পাহাড়ি গ্রামগুলিতে (Hill Village)।

Advertisements

আপনি কি প্রকৃতিপ্রেমী? তাহলে প্রকৃতির মাঝে থাকতে চাইলে কালিম্পং সেরা ঠিকানা। প্রতিদিনের ব্যস্ততা কাটিয়ে একটু নিশ্চিন্তে প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে, অবশ্যই আসতে হবে কালিম্পং এর পাহাড়ি গ্রামগুলিতে (Hill Village)। প্রকৃতি যেন তার সুরে বেঁধে ফেলছে পর্যটকদের। নির্মল পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই মুগ্ধ করবে আপনাকেও। এখানকার প্রত্যেকটি পাহাড়ি গ্রামই একেবারে শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে পাহাড়ি নদী। না এখানে বড় বড় হোটেলের জাকজমক নেই। তার বদলে রয়েছে শান্ত, সুন্দর, ছোট ছোট হোমস্টে। কালিম্পং এর কয়েকটি গ্রাম সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হল আজকের প্রতিবেদনে।

Advertisements
দাড়াগাঁও

ছোট্ট শান্ত পাহাড়ি গ্রামটিতে (Hill Village) পাখির কোলাহল ছাড়া আর তেমন কিছুই নেই। কালিংপং থেকে গ্যাংটকের দিকে রামধুরা গ্রাম পেরিয়ে আরেকটু এগোলেই পড়বে দাড়াগাঁও গ্রাম। এই গ্রামে বাস করেন তামাং সম্প্রদায়ের লোকেরা। এদের প্রধান জীবিকা চাষাবাদ। বাড়িগুলিও পুরনো দিনের মতো। এই গ্রামে যেকোনো বাড়ি থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। আবার রাতের দিকে দেখা যায় উজ্জ্বল রংপো শহর। আপনি চাইলে এখান থেকেই চলে যেতে পারবেন লাভা, রিশপ, হিমালি পার্ক, তিস্তা ভিউ পয়েন্ট, জলসা বাংলো, বামালি মহাদেব ধাম আরো অনেক জায়গায়।

Advertisements
মায়রং গাঁও

কালিম্পং এর খুব কাছে আলঘরার নাম তো আমরা অনেকেই শুনেছি। এখান থেকে আর মাত্র ৮ কিলোমিটার দূরেই রয়েছে মায়রং গাঁও গ্রাম। চারিদিকে সবুজে ঘেরা ছোট্ট ১ টি পাহাড়ি গ্রাম (Hill Village)। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, তাহলে এই গ্রামটি আপনার অবশ্যই ভালো লাগবে। চারিদিকে পাহাড়ে ঘেরা একটি ছোট্ট পাহাড়ি গ্রাম আর নিচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। প্রকৃতির এমন মায়াবী রূপের মাঝে হারিয়ে যেতে চাইলে মায়রং গাঁও গ্রামে আসতেই হবে।

ইয়েলবং

আরও পড়ুন 👉 Village in Sikkim: NJP থেকে মাত্র ৩ ঘন্টার রাস্তা, পৌঁছে যান সিকিমের এই মনোরম গ্রামে, ফিরতে ইচ্ছে করবে না

প্রকৃতিপ্রেমীদের জন্য আরও ১ টি সেরা ঠিকানা ইয়েলবং গ্রাম। এই ছোট্ট পাহাড়ি গ্রামটায় (Hill Village) রয়েছে প্রকৃতির একাধিক সৌন্দর্যের সংমিশ্রণ। পাহাড়ি ঝরনা, জলপ্রপাত, পাহাড়ি নদী, এই সব কিছু একসাথে দেখতে চাইলে ইয়েলবং গ্রাম হয়ে উঠতে পারে সেরা ঠিকানা। সবুজে ঘেরা নির্জন পাহাড়ি গ্রামটিতে রয়েছে আনন্দ উপভোগ করার আরো অনেক সুযোগ। বেশিরভাগ পর্যটকরাই পাহাড়ে গিয়ে একটু অ্যাডভেঞ্চারের আনন্দ উপভোগ করতে চান। সেই সুযোগও রয়েছে এই ছোট্ট গ্রামে। অ্যাডভেঞ্চারস স্পোর্টস হিসেবে ট্রেকিং এর সুব্যবস্থা রয়েছে ইয়েলবং গ্রামে।

কোলাখাম

এ যেন পুরোটাই কল্পনা। রূপকথার মত সাজানো একটা ছোট্ট পাহাড়ি গ্রাম (Hill Village) না এখানে পর্যটকদের থাকার জন্য কোনো রকম হোটেল নেই। বরং তার বদলে রয়েছে ছোট্ট ছোট্ট হোমস্টে। হোমস্টেগুলির অবস্থান এতটাই সুগঠিত যে দূর থেকে গ্রামটিকে দেখলে মনে হবে যেন হাতে আঁকা কোনো ছবি দেখছেন। এই গ্রামেই রয়েছে ছাঙ্গে ফলস। এছাড়াও আপনি চাইলে এই গ্রাম থেকে লোলেগাঁও, লাভা কিংবা রিশপ চলে যেতে পারবেন খুব সহজে।

Advertisements